আয়কর । ভ্যাট । আবগারি শুল্ক

বিদেশ হতে প্রেরিত অর্থে উপর ১০% উৎসে কর কর্তনের নতুন বিধান।

অর্থ আইন, ২০২০ এর মাধ্যমে আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ তে নতুন ধারা 52Q দ্বারা প্রতিস্থাপন করা হয়েছে। প্রতিস্থাপিত নতুন ধারা 52Q এর মাধ্যমে কোনো সেবা, রেভিনিউ শেয়ারিং, ইত্যাদি বাবদ বিদেশ হতে প্রেরিত অর্থে উপর উৎসে কর কর্তনের নতুন বিধান প্রবর্তন করা হয়েছে। নতুন বিধান অনুযায়ী, বিদেশ হতে বাংলাদেশে কোনো ব্যক্তির ব্যাংক হিসাবে নিম্নলিখিত কাজের-

(ক) বাংলাদেশে প্রদত্ত কোনো সেবা; বা

(খ) নিবাসী ব্যক্তি কর্তৃক বিদেশী কোনো ব্যক্তি অনুকূলে কোনো সেবা

(গ) বিজ্ঞাপন বা অন্য কোনো উদ্দেশ্যে প্লাটফর্ম ব্যবহারের অনুমোদনের জন্য

নিম্নলিখিত প্রকারে কোনো অর্থ-

(ক) ফি, সেবা চার্জ, কমিশন বা পারিশ্রমিক, যে নামেই অভিহিত হোক না কেন, অথবা

(খ) যে কোনো নামের বা প্রকৃতির রেভেনিউ শেয়ারিং প্রেরণ করা হলে উক্ত অর্থ গ্রহীতার ব্যাংক হিসাবে পরিশোধ বা ক্রেডিটের সময় দশ (১০%) শতাংশ হারে উৎসে কর কর্তন করতে হবে। তবে নিম্নবর্ণিত ক্ষেত্রসমূহে উৎসে কর্তন কর কর্তন প্রযোজ্য হবে না-

(১) আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর ষষ্ঠ তফসিলের অংশ-ক এর ৪৮ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী যে মোট আয় পরিগণার অন্তর্ভুক্ত নয়।

(২) কোনো নিবাসী ব্যক্তি সফটওয়্যার বা সেবা বিক্রয়লব্ধ অর্থ, যদি বিক্রয় বা সেবা হতে প্রপ্ত আয় আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর ষষ্ঠ তফসিলের অংশ-ক এর ৩৩ অনুচ্ছেদ অনুযায়ী কর অব্যাহতি প্রাপ্ত।

উদাহরণ:

ধরা যাক, tulip.com.bd একটি জনপ্রিয় বাংলাদেশী অনলাইন প্লাটফর্ম। tulip.com.bd বিদেশী কোনো প্রতিষ্ঠান হতে তার অনলাইন প্লাটফর্মে প্রদত্ত বিজ্ঞাপনের রেভেনিউ শেয়ার প্রাপ্ত হন। বিদেশী প্রতিষ্ঠান tulip.com.bd এর ব্যাংক হিসাবে উক্ত অর্থ প্রেরণ করেন। বিদেশী প্রতিষ্ঠান কর্তৃক tulip.com.bd এর বরাবরে বাংলাদেশে প্রেরিত অর্থের উপর ধারা 52Q অনুযায়ী ১০% হারে উৎসে কর কর্তন প্রযোজ্য হবে। অর্থাৎ ব্যাংক কর্তৃপক্ষ উক্ত অর্থ tulip.com.bd এর ব্যাংক হিসাবে ক্রেডিটের পূর্বে ১০% হারে কর কর্তন করবেন।

নতুন বিধানটি ১ লা জুলাই, ২০২০ খ্রিষ্টাব্দ তারিখ বা তার পরবর্তী সময়ে অর্থ পরিশোধের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

বিদেশ হতে প্রেরিত অর্থে উপর উৎসে কর কর্তনের নতুন বিধান: ডাউনলোড

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *