আয়কর । ভ্যাট । আবগারি শুল্ক

ব্যক্তি আয়কর হার করবর্ষ ২০২২-২৩

প্রতিবছরই বাজেট পেশ হয়। বাজেট পেশের সাথে সাথে আয়কর এবং ভ্যাট সংক্রান্ত হারের পরিবর্তন ঘটে। চলতি অর্থ বছরে মূলস্ফিতি হলেও আয়কর সীমা বাড়ানো হয়নি। আয়কর সীমা পুরুষদের ক্ষেত্রে ৩ লক্ষ টাকাই রাখা হয়েছে। এতে করে নিম্ন আয়ের মানুষও করের আওতায় আসবে।

তফসিল-২ এর প্রথম অংশ (অর্থ আইন, ২০২২ এর ধারা ৫৩ দ্রষ্টব্য) ১ জুলাই, ২০২২ তারিখে আরদ্ধ কর বৎসরের জন্য আয়করের হার

অনুচ্ছেদ-ক

Income-tax Ordinance, 1984 (Ordinance No. XXXVI of 1984) 47 section 2(46) এ সংজ্ঞায়িত ব্যক্তিগণের (person) মধ্যে অনিবাসী বাংলাদেশীসহ সকল স্বাভাবিক ব্যক্তি (individual), হিন্দু অবিভক্ত পরিবার ও অংশীদারি ফার্মের ক্ষেত্রে মােট আয়ের উপর আয়করের হার নিম্নরূপ হইবে, যথা:

তবে শর্ত থাকে যে,

(ক) তৃতীয় লিঙ্গের করদাতা, মহিলা করদাতা এবং ৬৫ বৎসর বা তদূর্ধ্ব বয়সের করদাতার করমুক্ত আয়ের সীমা হইবে ৩,৫০,০০০/- টাকা;

(খ) প্রতিবন্ধী ব্যক্তি করদাতার করমুক্ত আয়ের সীমা হইবে ৪,৫০,০০০/- টাকা;

(গ) গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযােদ্ধা করদাতার করমুক্ত আয়ের সীমা হইবে ৪,৭৫,০০০/- টাকা; 

(ঘ) কোনাে প্রতিবন্ধী ব্যক্তির পিতামাতা বা আইনানুগ অভিভাবকের প্রত্যেক সন্তান বা পােয্যের জন্য করমুক্ত আয়ের সীমা ৫০,০০০/- টাকার অধিক হইবে; প্রতিবন্ধী ব্যক্তির পিতা ও মাতা উভয়েই করদাতা হইলে যেকোনাে একজন এই সুবিধা ভােগ করিবেন;

(ঙ) ন্যূনতম করের পরিমাণ কোনাে ভাবেই নিম্নরূপে বর্ণিত হারের কম হইবে না, যথা:

কোনাে করদাতা যদি স্বল্প উন্নত এলাকা (less developed area) বা সবচেয়ে কম উন্নত এলাকায় (least developed area) অবস্থিত কোনাে ক্ষুদ্র বা কুটির শিল্পের মালিক হন এবং 

উক্ত কুটির শিল্পের দ্রব্যাদি উৎপাদনে নিয়ােজিত থাকেন, তাহা হইলে তিনি উক্ত ক্ষুদ্র বা কুটির শিল্প হইতে উদ্ভূত আয়ের উপর নিম্নবর্ণিত হারে আয়কর রেয়াত লাভ করিবেন, 

যথা :বিবরণ (অ) যেক্ষেত্রে সংশ্লিষ্ট বৎসরের উৎপাদনের সেইক্ষেত্রে উক্ত আয়ের পরিমাণ পূর্ববর্তী বৎসরের উৎপাদনের উপর প্রদেয় আয়করের পরিমাণের তুলনায় ১৫% এর অধিক, ৫%; কিন্তু ২৫% এর অধিক নহে। রেয়াতের হার: সেইক্ষেত্রে উক্ত আয়ের উপর প্রদেয় আয়কর ৫%;

(আ) যেক্ষেত্রে সংশ্লিষ্ট বৎসরের উৎপাদনের সেইক্ষেত্রে উক্ত আয়ের পরিমাণ পূর্ববর্তী বৎসরের উৎপাদনের উপর প্রদেয় আয়করের পরিমাণের তুলনায় ২৫% এর অধিক হয় সেই ক্ষেত্রে উক্ত আয়ের উপর প্রদেয় আয়করের হার ১০%।

(ছ) বাংলাদেশে অনিবাসী (অনিবাসী বাংলাদেশি ব্যতীত) এইরূপ সকল করদাতার জন্য এই অনুচ্ছেদ প্রযোজ্য হইবে না;

ব্যাখ্যা।- এই অনুচ্ছেদে

(১) প্রতিবন্ধী ব্যক্তি (person with disability) বলিতে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন, ২০১৩ (২০১৩ সনের ৩৯ নং আইন) এর ধারা ৩১ মােতাবেক প্রতিবন্ধী হিসেবে নিবন্ধিত ব্যক্তিকে বুঝাইবে; এবং

(২) “সবচেয়ে কম উন্নত এলাকা (least developed area)” বা “স্বল্প উন্নত galt (less developed area)” u Income tax Ordinance, 1984 (Ordinance No. XXXVI of 1984) এর section 45 এর sub-section (2A) এর clauses (b) এবং(c) এর বিধান অনুসারে বাের্ড কর্তৃক নির্দিষ্টকৃত সবচেয়ে কম উন্নত এলাকা (least developed area) বা স্বল্প উন্নত এলাকা (less developed area) |

অনুচ্ছেদ-খ

কোম্পানি, ব্যক্তি-সংঘ, আইনের দ্বারা সৃষ্ট কৃত্রিম ব্যক্তি এবং অন্যান্য আইনীসত্তা যাহাদের। ক্ষেত্রে অনুচ্ছেদ-ক প্রযােজ্য হইবে না সেই সকল প্রত্যেক করদাতা, যাহাদের ক্ষেত্রে Income-tax Ordinance, 1984 (Ordinance No. XXXVI of 1984) অনুযায়ী আয়কর আরােপিত

(১) “যে কোম্পানির রেজিস্ট্রিকৃত অফিস বাংলাদেশে অবস্থিত সেই কোম্পানি হইতে লন্ধ ডিভিডেন্ড আয় ব্যতিরেকে অন্য সর্ব প্রকার আয়ের উপর

(ক) দফা (খ), (গ), (ঘ) এবং (ঙ) তে বর্ণিত কোম্পানিসমূহের ক্ষেত্র ব্যতীত(অ) এইরূপ প্রত্যেকটি publicly উক্ত আয়ের ২০% : traded company কোম্পানির যাহাদের তবে শর্ত থাকে যে, সকল প্রকার পরিশােধিত মূলধনের ১০% আয় ও প্রাপ্তি এবং বার্ষিক এর অধিক শেয়ার IPO সর্বমােট বার লক্ষ টাকার উর্ধ্বে (Initial Public সকল প্রকার ব্যয় ও বিনিয়ােগ Offering) এর মাধ্যমে ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে হস্তান্তরিত হইয়াছে তাহাদের সম্পন্ন করিতে ব্যর্থ হইলে উপরি উক্ত করহার উক্ত আয়ের ২২.৫% হইবে;

দ্বিতীয় অংশ

(অর্থ আইন, ২০২২ এর ধারা ৫৪ দ্রষ্টব্য) সারচার্জের হার

অনুচ্ছেদ ক স্বাভাবিক ব্যক্তি করদাতা (assessee being individual) এর ক্ষেত্রে, Income-tax Ordinance, 1984 (Ordinance No. XXXVI of 1984) এর section 80 অনুযায়ী পরিসম্পদ, দায় ও খরচের বিবরণী (statement of assets, liabilities and expenses) তে প্রদর্শিত নিম্নবর্ণিত সম্পদের ভিত্তিতে, এই অনুচ্ছেদ এর অধীন সারচার্জ পরিগণনার পূর্বে নির্ধারিত প্রদেয় করের উপর নিম্নরূপ হারে সারচার্জ প্রদেয় হইবে।

 

বিস্তারিত জানতে ১ জুলাই ২০২২ তারিখে আরদ্ধ কর বৎসরের জন্য আয়করের হার দেখুন: ডাউনলোড

অর্থ আইন ২০২২

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *