মুক্তিযোদ্ধা এবং উপযুক্ত মুক্তিযোদ্ধা প্রার্থী পাওয়া না গেলে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা এবং পুত্র-কন্যা পাওয়া না গেলে পুত্র-কন্যার পুত্র-কন্যা”
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
সংস্থাপন মন্ত্রণালয়
বিধি-১ শাখা
www.moestab.gov.bd
নং-০৫.১৭০.০২২.০৭.০১.১২৪.২০১০.২৬; তারিখ: ১৬ জানুয়ারি, ২০১১
বিষয়: মুক্তিযোদ্ধার সন্তানগণসহ মুক্তিযোদ্ধার পরিবারের অন্যান্য সদস্যদের সরকারি/আধা সরকারি দপ্তর, স্বায়ত্তশাসিত/ আধা স্বায়ত্তশাসিত সংস্থা/ প্রতিষ্ঠান ও কর্পোরেশনের চাকুরিতে মুক্তিযোদ্ধা কোটার অন্তর্ভূক্তকরণ।
সরকার উপরোক্ত বিষয়ে সংস্থাপন মন্ত্রণালয়ের ১৭/০৩/১৯৯৭ খ্রি: তারিখের সম(বিধি-১)/এস-৮/৯৫(অংশ-২)-৫৬(৫০০) নং স্মারকের ১ নং অনুচ্ছেদের সারণীর “বিভিন্ন ধরনের কোটা” সংক্রান্ত কলামের ৩(ক) নং ক্রমিক অংশ নিম্নরূপভাবে সংশোধন করিল:
“(ক) মুক্তিযোদ্ধা এবং উপযুক্ত মুক্তিযোদ্ধা প্রার্থী পাওয়া না গেলে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা এবং পুত্র-কন্যা পাওয়া না গেলে পুত্র-কন্যার পুত্র-কন্যা”
২। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হইবে।
(ইকবাল মাহমুদ)
সচিব
মুক্তিযোদ্ধা কোটার সংশোধন ২০১১: ডাউনলোড