সাধারণত ব্যাংকিং আওয়ার বলতে সকাল ১০ টা টু বিকাল ৪ টা বোঝায়। রমজান মাসে ব্যাংকিং আওয়ার সংকুচিত করে সকাল ৯.৩০ থেকে বিকাল ২.৩০ করা হয়েছে। ব্যাংক গুলো তাদের লেনদেন কার্যক্রম ৩০ মিনিট এগিয়ে শুরু করবে। অন্যদিকে বিকাল ২.৩০ এরপর আর লেনদেন করবে না।
বাংলাদেশ ব্যাংক
(সেন্ট্রাল ব্যাংক অব বাংলাদেশ)
প্রধান কার্যালয়
মতিঝিল, ঢাকা-১০০০
ডিওএস সার্কুলার লেটার নং-০৫/২০২৪-৯৬ তারিখঃ ৫ মার্চ ২০২৪
ব্যবস্থাপনা পরিচালক/প্রধান নির্বাহী কর্মকর্তা বাংলাদেশে কার্যরত সকল তফসিলি ব্যাংক।
১৪৪৫ হিজরি (২০২৪ খ্রিষ্টাব্দ) সনের পবিত্র রমজান মাসের অফিস সময়সূচি নির্ধারণ প্রসঙ্গে।
প্রিয় মহােদয়,
১৪৪৪ হিজরি (২০২৩ খ্রিষ্টাব্দ) সনের পবিত্র রমজান মাসে বাংলাদেশে কার্যরত সকল ব্যাংক-কোম্পানীর অফিস ও লেনদেনের সময়সূচি হবে নিম্নরূপঃ
২। যােহরের নামাজের জন্য দুপুর ১:১৫ ঘটিকা হতে ১:৩০ ঘটিকা পর্যন্ত বিরতি নির্ধারণ করা হলেও রমজান-পূর্ব সময়ের ন্যায় নিয়মানুযায়ী অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে লেনদেনের কাজ অব্যাহত থাকবে।
৩। পবিত্র রমজান মাস অতিবাহিত হওয়ার পর ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচি রমজান-পূর্বাবস্থায় ফিরে আসবে।
অনুগ্রহপূর্বক প্রাপ্তি স্বীকার করবেন।
আপনাদের বিশ্বস্ত,
(সাঈদা খানম)
পরিচালক
ফোন: ৯৫৩০৩০০
রমজান মাসে ব্যাংক লেনদেনের সময়সূচী ২০২৪: ডাউনলোড