আয়কর কর্তনের প্রত্যয়নপত্র –সঞ্চয়পত্রধারীদের রিটার্ণ দাখিল করতে উৎসে কর্তনের প্রমানপত্র সংগ্রহের জন্য ব্যাংকে সঞ্চয় শাখা কর্মকর্তার নিকট এনআইডি নম্বর দিলেই প্রত্যয়নপত্র প্রিন্ট করে দিবে অথবা এটি ডাকঘর থেকেও সংগ্রহ করতে পারেন। দুটি একই কারণ অনলাইন সঞ্চয়পত্র অধিদপ্তরের একই সফটওয়্যার থেকে প্রিন্ট করে দেয়া হয়। অনলাইন সঞ্চয়পত্র ছাড়াও যদি অফলাইন বা ম্যানুয়াল সঞ্চয়পত্র কিনেন সেক্ষেত্রেও নিচের চিত্রের মত সঞ্চয়পত্র উৎসে কর কর্তনের প্রত্যয়নপত্র সংগ্রহ করতে হবে। Sanchayapatra tax deduction Certificate । সঞ্চয়পত্র রিটার্ণ দাখিলের জন্য উৎসে আয়কর কর্তনের সনদের জন্য আবেদনপত্র নমুনা

চলতি ২০২২-২৩ সালের জন্য ঘোষিত বাজেটে টিআইএনধারীদের রিটার্ণ দাখিল বাধ্যতামূলক করা হয়েছে যা স্থানীয় পত্রিকায় প্রকাশিত সংবাদ থেকে জানা যায়। মোট ৩৮ ধরনের সেবাকে নির্ধারণ করে দিয়েছে, যা পেতে হলে জনগণকে বাধ্যতামূলকভাবে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র জমা দিতে হবে এমন নির্দেশনা দিয়েছে অর্থ মন্ত্রণালয়। আয়কর রিটার্ন দাখিলের সংখ্যা বৃদ্ধির উদ্দেশ্যেই এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। রিটার্ণ দাখিলে সঞ্চয়পত্র সুদ প্রদর্শন । নিরাপত্তা জামানতের উপর সুদ ধারা ২২ অনুযায়ী

নির্ধারিত এই ৩৮ সেবার মধ্যে এমন কিছু সেবা অন্তর্ভুক্ত আছে এবং বেশির ভাগ জনগণ এই সেবা গ্রহণ করে থাকে। এরই মধ্যে অন্যতম হচ্ছে পাঁচ লাখ টাকা বা তার বেশি পরিমাণ টাকার সঞ্চয়পত্র ক্রয়, স্থায়ী আমানতে জমা রাখা, এমনকি ব্যাংকঋণ গ্রহণের ক্ষেত্রে আয়কর রিটার্ন জমাদানের প্রমাণপত্র বাধ্যতামূলকভাবে দাখিল করতে হবে। জুলাই থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে এবং ব্যাংকগুলো এ বিষয়ে তৎপর এবং কোন ক্রমেই চুল পরিমাণ ছাড় দিচ্ছে না। অর্থাৎ যারা আয়কর রিটার্ন জমা দেয়নি, তারা চলতি মাস থেকে আর এই সেবা পাচ্ছে না। সেবা প্রদানকারীর জন্য নির্দেশনাটি এতই কঠোর করা হয়েছে যে, কোনো রকম ব্যত্যয় ঘটলে ১০ লাখ বা তার বেশি টাকা জরিমানা গুনতে হবে। কিছু সেবায় TIN নয় রিটার্ন জমার প্রমাণক জমা দিতে হবে।

ম্যানুয়াল বা ডাকঘর সার্ভার হতে বিক্রি করা সঞ্চয়পত্রের আয়কর কর্তনের প্রত্যয়ন পত্র / চূড়ান্ত পরিশোধকৃত টাকার স্মারক ২০২২

রিটার্ণ দাখিলের ক্ষেত্রে অনলাইন প্রত্যয়নপত্র এবং ম্যানুয়াল প্রত্যয়ন পত্র কোনটিই বাদ দেওয়া যাবে না। সঞ্চয়পত্র মুনাফা ও উৎসে আয়কর কর্তনের প্রত্যয়নপত্র ২০২১-২২

Caption: Income tax deduction certificate sample from Post Office 

যে সেবাগুলো পেতে আবশ্যিকভাবে রিটার্ণ দাখিল করতে হবে

  • পাঁচ লাখ টাকার বেশি সঞ্চয়পত্র বা পোস্টাল সেভিংস কিনতে হলে রিটার্ণ জমার প্রমানপত্র;
  • পাঁচ লাখ টাকার বেশি ব্যাংক ঋণ;
  • ব্যাংক জমার সুদ আয় থেকে উৎস কর কর্তনে রিটার্ণ সনদ থাকলে ১০ শতাংশ কাটা হবে অন্যথায় ১৫%;
  • ১০ লাখ টাকা বেশি মূল্যের জমি বা ফ্ল্যাট রেজিস্ট্রি, বিক্রি, দলিল হস্তান্তর, পাওয়ার অব অ্যাটর্নি দিতে হলে;
  • যেকোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ক্রেডিট কার্ড নিতে হলে;
  • দুই বা তিন চাকা ছাড়া যেকোনো মোটরগাড়ি নিবন্ধন, মালিকানা পরিবর্তন বা ফিটনেস নবায়ন করতে;
  • সিটি করপোরেশন বা জেলা সদর, পৌরসভায় সন্তান বা পোষ্যদের আন্তর্জাতিক পাঠ্যক্রমের আওতায় ইংরেজি মিডিয়াম স্কুল বা জাতীয় পাঠ্যক্রমের আওতায় ইংরেজি ভার্সনে ভর্তি করতে হলে;
  • দেশের যেকোনো স্থানে বাণিজ্যিক বা শিল্প কারখানায় গ্যাসের সংযোগ নিতে হলে এবং সিটি করপোরেশন এলাকায় বাসা বাড়ির গ্যাসের সংযোগ নিতে বা আগের সংযোগ বজায় রাখতে;
  • সিটি করপোরেশন বা সেনানিবাস এলাকায় নতুন বিদ্যুৎ সংযোগ নিতে হলে;
  • জমি বা বাড়ি ভাড়া আয়ের ক্ষেত্রে;
  • সরকার বা সরকারি কোনো সংস্থা, করপোরেশন থেকে বেতন হিসেবে মূল বেতন ১৬ হাজার টাকা বা বেশি হলেই;
  • বেসরকারি প্রতিষ্ঠান থেকে বেতন নেয়ার সময়;
  • শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি অংশ বা এমপিওভুক্ত শিক্ষকদের আয় মাসে ১৬ হাজার টাকার বেশি হলেই;
  • ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী শহরে ভবন নির্মাণের অনুমোদন চাইলে;
  • জাতীয় সংসদ, সিটি করপোরেশন, জেলা পরিষদ, পৌরসভা, উপজেলায় কোনো নির্বাচনে প্রার্থী হতে হলে;
  • পেনশন ফান্ড, অনুমোদিত গ্র্যাচুইটি ফান্ড, স্বীকৃত প্রভিডেন্ট ফান্ড, অনুমোদিত সুপারএন্যুয়েশন ফান্ড এবং শ্রমিক অংশগ্রহণ তহবিল ছাড়া অন্যান্য ফান্ডের রিটার্ন;
  • সিটি করপোরেশন বা পৌর এলাকায় ট্রেড লাইসেন্স প্রাপ্তি ও নবায়ন করতে হলে;
  • ডিজিটাল প্লাটফর্মে কোনো পণ্য বা সেবা বিক্রি করতে হলে;
  • মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা ইলেকট্রনিক উপায়ে অর্থ হস্তান্তরে কমিশন, ফি জাতীয় অর্থ পেতে হলে;
  • সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্টের আওতায় কোন সমিতি বা ক্লাব গঠিত হলে বা এ ধরনের ক্লাবের সদস্য হলে;
  • ডাক্তার, আইনজীবী, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, প্রকৌশলী, স্থপতি ইত্যাদি পেশাজীবী সংগঠনের সদস্য হলে বা সদস্য হতে চাইলে;
  • পরামর্শক, ক্যাটারিং, ইভেন্ট ম্যানেজমেন্ট, জনবল বা নিরাপত্তা সেবা দিয়ে অর্থ গ্রহণ করতে;
  • বিবাহ নিবন্ধক বা কাজী হিসেবে লাইসেন্স পেতে চাইলে;
  • আমদানি-রফতানির সনদ পেতে চাইলে;
  • আমদানির এলসি খুলতে চাইলে;
  • কোম্পানি পরিচালক বা শেয়ারহোল্ডার পদ পেতে হলে;
  • ব্যবসা বা বাণিজ্য সংগঠনের বা সমিতির সদস্যপদ গ্রহণ;
  • বীমা কোম্পানির এজেন্ট হিসেবে তালিকাভুক্তি বা নবায়ন করতে হলে;
  • বীমা বা সার্ভেয়ার হিসেবে নিবন্ধন নিতে হলে;
  • অস্ত্রের লাইসেন্স নেয়ার আবেদন করলে;
  • ওষুধ ব্যবসার জন্য ড্রাগ লাইসেন্স থাকলে বা করাতে চাইলে, অগ্নি-নিরাপত্তা লাইসেন্স, পরিবেশ ছাড়পত্র, বিএসটিআই লাইসেন্স পেতে চাইলে;
  • লঞ্চ, স্টিমার, ট্রলার, কার্গো, বার্জ ইত্যাদি নৌযানের সার্ভে সার্টিফিকেটের জন্য;
  • ইটভাটার অনুমোদন নিতে হলে;
  • পরিবহন সেবার ব্যবসা করলে;
  • কোনো কোম্পানির ডিস্ট্রিবিউটর বা এজেন্টশিপ চাইলে;
  • পণ্য সরবরাহের ঠিকাদারি কাজে টেন্ডার জমা দিতে হলে;
  • এনজিও বা মাইক্রো ক্রেডিট সংস্থার জন্য বিদেশি অনুদানের ছাড় দেয়ার ক্ষেত্রে;

উপরোক্ত ক্ষেত্র গুলোতে প্রতিবছরই কি রিটার্ণ দাখিল করতে হবে?

জি করতে হবে – আয়কর রিটার্ন জমা না দেয়ার শাস্তি কি? করদাতাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়ার লক্ষ্যে আবশ্যিকভাবে ধারা-১৩০ মোতাবেক নোটিশ প্রদান সাপেক্ষে খেলাপী করদাতার সর্বশেষ আরোপিত আয়করের ১০% অথবা কমপক্ষে ১,০০০.০০ টাকা ও পরবর্তী প্রতি খেলাপী দিবসের জন্য ৫০.০০ টাকা, উপ-কর কমিশনার জরিমানা আরোপ করতে পারবেন। রিটার্ন জমা না দিলে কি হবে? জরিমানা না শাস্তি।