চতুর্থ শ্রেণীর সরকারী কর্মচারীদের চাকুরীর শর্তাবলীর উন্নতি বিধানকল্পে, সরকারী কর্মকমিশনের সহিত আলোচনা ক্রমে সরকার এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করিয়াছেন যে, যে সকল চতুর্থ শ্রেণীর কর্মচারীদের নিয়োগ বিধি মোতাবেক প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা রহিয়াছে এবং যাহাদের কমপক্ষে তিন বৎসরের সন্তোষজনক চাকুরী হইয়াছে তাহাদের মধ্য হইতে সংশ্লিষ্ট অফিসে নিম্নমান সহকারী এবং সমপর্যায়ভূক্ত তৃতীয় শ্রেণীর পদের শতকরা কৃড়ি ভাগ পদোন্নতির মাধ্যমে পূরণ করা হইবে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
মন্ত্রিপরিষদ সচিবালয়
সংস্থাপন বিভাগ
রেগুলেশন উইং
শাখা-১।
স্মারক নং-ইডি/রেগ-১/এস-২৫/৮০-৯৭ (২৫০); তারিখ: ২৪ শে অক্টোবর, ১৯৮০
চতুর্থ শ্রেণীর সরকারী কর্মচারীদের চাকুরীর শর্তাবলীর উন্নতি বিধানকল্পে, সরকারী কর্মকমিশনের সহিত আলোচনা ক্রমে সরকার এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করিয়াছেন যে, যে সকল চতুর্থ শ্রেণীর কর্মচারীদের নিয়োগ বিধি মোতাবেক প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা রহিয়াছে এবং যাহাদের কমপক্ষে তিন বৎসরের সন্তোষজনক চাকুরী হইয়াছে তাহাদের মধ্য হইতে সংশ্লিষ্ট অফিসে নিম্নমান সহকারী এবং সমপর্যায়ভূক্ত তৃতীয় শ্রেণীর পদের শতকরা কুড়ি ভাগ পদোন্নতির মাধ্যমে পূরণ করা হইবে। তবে উপযুক্ত প্রার্থী পাওয়া না গেলে পদোন্নতির জন্য সংরক্ষিত পদগুলি সরাসরি পদ্ধতিতে পূরণ করা হইবে।
বাংলাদেশ পাবলিক সার্ভিস (কনসালটেশান) রেগুলেশন, ১৯৭৯ এর ৮ নম্বর ধারা পৃথকভাবে সংশোধন করা হইতেছে। সংশ্লিষ্ট পদসমূহের নিয়োগবিধি প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক উপরোক্ত মর্মে সংশোধন করা সাপেক্ষে উল্লেখিত সিদ্ধান্ত অবিলম্বে বাস্তবায়নের জন্য সকল মন্ত্রণালয়/বিভাগ এবং তাহাদের অধীনস্ত সকল নিয়োগকারী কর্তৃপক্ষকে অনুরোধ করা যাইতেছে।
এ.এ.খান
উপ-সচিব (রেগ-২
শিক্ষাগত যোগ্যতা সাপেক্ষে ৪র্থ শ্রেণী হতে ২০% তৃতীয় শ্রেণী বা সমপদে পদোন্নতির বিধান: ডাউনলোড
আমরা কর্মসংস্থান ব্যাংকে অনতিবিলম্বে এর বাস্তবায়ন দাবি করছি। উল্লেখ যে এখানে কেউ কেউ ১০-১৫ বছর যাবত কর্মরত থাকলেও কেউ পদোন্নতি পায়নি। যোগ্যতা থাকার পরও
এক্ষেত্রে নিয়োগ বিধিতে বিধান না থাকলে সংশোধন করতে হবে। তাই এ ব্যাপারে নিজেদের উদ্যোগী হওয়া জরুরী।
বিসমিল্লাহির রাহমানির রাহিম
আমার ১০(দশ) বছর হয়েছে চাকুরি করছি কোনো পদন্নতি হয় নি আমি উপজেলা ভূমি ভফিসে কর্মরত আছি। যদি সরকার আমাকে যাচাই করে পদউন্নতি দেয়।
তাহলে আমি এবং আমার পরিবারের সবাই খুশি হবো ইনশাআল্লাহ্ বর্তমান সরকারের কাছে চির ঋণী হয়ে থাকবো।
আপনি উচ্চতর গ্রেড প্রাপ্য। ভূমি অফিসের নিয়োগ বিধি দেখুন।
আসলামুআলাইকুম।
পত্রের প্রথমে আমার সালাম ওশুভেচ্ছা । আমি 28/12/1998 ইং তারখে ইউনিয়ন ভূমি অফিসে এম,এলেএস,এস পদে যোগদান করি ।পদোন্নাতির আশায় আশায় চাকুরীর প্রায় শেষ পর্যায়ে এখনও আলোর মুখ দেখলাম নারে ভাই।বড় আশা নিয়ে চাকুরীতে যোগদান করে ছিলাম।সবাই চাই চাকুরীতে পদোন্নাতি আমি বুঝী আর পাইলাম না।
ইউনিয়ন ভূমি অফিসের নিয়োগ বিধিমালা দেখুন। যদি নিয়োগ বিধিমালায় না থাকে তবে কর্তাব্যক্তিরা অন্যান্য আদেশ অনুসরণ করেন না।
নিরাপত্তার প্রহরী থেকে কি পদন্নোতি আছে।
না।
পাবলিক বিশ্ববিদ্যালয়ে ল্যাবরেটরি বেয়ারার (ব্লকপোস্ট) পদে তিন বছর চাকরি করার পর সহকারী স্টোর কীপার (নিম্নমান সহকারী বা সমপর্যায়ভুক্ত) পদে,পদোন্নতির জন্য বাংলাদেশ পাবলিক সার্ভিস রেগুলেশন ১৯৭৯ এর ৮ নম্বর (সংশোধিত) ধারা অনুযায়ী কর্তৃপক্ষের নিকট আবেদন করতে পারবো কি ?
সমপদে পদোন্নতির বিধান রয়েছে। তবে আপনার নিয়োগ বিধিতে অন্তর্ভূক্ত থাকতে হবে। অনুগ্রহ করে আপনার দপ্তরের নিয়োগ বিধি দেখুন।
১৯৭৯ এর ৮ ধারা সংশোধন করার পর বাস্তবায়নের জন্য যে প্রজ্ঞাপন হয়,সেই প্রজ্ঞাপনের তারিখ কখন ??
দু:খিত। আমাদের কাছে সংগ্রহে নেই।
ভাই আমি ও পদোন্নতির আশায় আছি। আমি সরকারী চাকরিতে 28,10,2004 সালে যোগদান করি আল্লাহ যেন আমাদের মনের আশা পুরন করে।
আবেদন করেছেন তো?