Sanchayapatra Encashment Process BD 2024 । সঞ্চয়পত্রের মেয়াদ উত্তীর্ণ হবার পূর্বে কি ভাঙ্গা যায়?
সঞ্চয়পত্র ভাঙ্গানো এখন অনেক ফ্লেক্সিবল করা হয়েছে। নির্দিষ্ট সময়ের পূর্বেই ভেঙ্গে ফেলা যায়। ইচ্ছা করলেই তুলে নেয়া যায় বিনিয়োগ। এক্ষেত্রে মুনাফা প্রাপ্তিতে কিছুটা ক্ষতির সম্মুখীন হলেও সেটি খুবই সামান্য। মেয়াদ উত্তীর্ণ হবার পূর্বেই বিনিয়োগকৃত টাকা উত্তোলন করা যাবে, সেক্ষেত্রে নিম্নোক্ত মুনাফার হার মোতাবেক সঞ্চয়পত্রে বছর ভিত্তিকহারে মুনাফা প্রদেয় হবে-Sanchaypatro Encashment Process BD 2024
১ম বছরান্তে যদি সঞ্চয়পত্র ভেঙ্গে ফেলতে চান বা বিনিয়োকৃত টাকা কোন কারণে তুলে নিতে চান তাহলে আপনার মুনাফা হার পুন:নির্ধারণ করা হবে।
০১। পরিবার সঞ্চয়পত্র ৯.৫%, ৩মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র ১০%, পেনশনার সঞ্চয়পত্র ৯.৭০%, ৫ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র ৯.৩৫% হারে মুনাফা নির্ণয় করে সমন্বয় করা হবে।
০২। পরিবার সঞ্চয়পত্র ১০%, ৩মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র ১০.৫%, পেনশনার সঞ্চয়পত্র ১০.১৫%, ৫ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র ৯.৮০% হারে মুনাফা নির্ণয় করে সমন্বয় করা হবে।
০৩। পরিবার সঞ্চয়পত্র ১০.৫%, ৩মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র ১১.০৪%, পেনশনার সঞ্চয়পত্র ১০.৬৫%, ৫ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র ১০.২৫% হারে মুনাফা নির্ণয় করে সমন্বয় করা হবে।
০৪। পরিবার সঞ্চয়পত্র ১১%, ৩মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র- প্রযোজ্য নয়, পেনশনার সঞ্চয়পত্র ১১.২০%, ৫ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র ১০.৭৫% হারে মুনাফা নির্ণয় করে সমন্বয় করা হবে।
০৫। পরিবার সঞ্চয়পত্র ১১.৫২%, ৩মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র -প্রযোজ্য নয়, পেনশনার সঞ্চয়পত্র ১১.৭৬%, ৫ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র ১১.২৮% হারে মুনাফা নির্ণয় করে সমন্বয় করা হবে।
সঞ্চয়পত্র এখন সোনালি ব্যাংকে বিক্রয় করা হয়: ডাউনলোড
মেয়াদ পূর্তির আগে ভেঙে ফেলা/ নগদায়ন করা সবসময়ই ছিল, এখনও আছে। এটা নতুন কোনো খবর নয়। সঞ্চয়পত্রের কভার পেজে পূর্ব থেকেই লিখিত আছে। কবে ভাঙলে কতো পাবেন ছক তৈরি করা আছে।
পুরাতন খবরই যাদের জানা নাই তারা জানবে। আপনার জানা আছে উত্তম ব্যাপার। ধন্যবাদ। এটি কোন নিউজ পোর্টাল নয় যে, সব সময় নতুন খবরই প্রচার হবে।