স্লীভ ভিত্তিক মুনাফা – ১৫ লক্ষ টাকার উপরে সঞ্চয়পত্র কিনলেই মুনাফার হার দ্বিতীয় ধাপে চলে যাবে ঠিকই কিন্তু ১৫ লক্ষ টাকা পর্যন্ত হার পূর্বের বা প্রথম ধাপেই থাকবে।

যেমন ধরুন কোন ব্যক্তি বা মহিলা ১৫ লক্ষ টাকার পরিবার সঞ্চয়পত্র কিনলেন তিনি প্রতিমাসে উৎসে কর বাদে প্রতি লাখে ৮৬৪ করে পাবেন। এরপর ৫ লক্ষ টাকার পরিবার সঞ্চয়পত্র কিনলে পুরো বিশ লাখ টাকার উপর ৭৮৭.৫০ টাকা হারে হবে এমনটি নয়। শেষ ৫ লক্ষ টাকার উপর ৭৮৭.৫০ প্রতি লাখে প্রাপ্য হবেন।

মোট কথা ৫,০০,০০১-১৫ লক্ষ টাকার উপর লাখ প্রতি ৮৬৪/ ২৪৮৪/ ২৬৮৪/ ৫০৭৬০ টাকা হারে প্রাপ্য হবেন। পরবর্তী বিনিয়োগের উপর অর্থাৎ ১৫,০০,০০১-৩০ লক্ষ টাকার জন্য লাখপ্রতি ৭৮৭.৫০/ ২২৫০/ ২৪১৮.৭৫/ ৪৬৩৫০ টাকা হারে হবে। ৩০,০০,০০১-৫০ লক্ষ টাকার উপর প্রতি লাখে ৭১২.৫০/ ২০২৫/ ২১৯৩.৭৫/ ৪১৮৫০ টাকা হারে প্রাপ্য হবেন।

বেসরকারি ব্যাংক হতে সঞ্চয়পত্র ক্রয় এবং সরকারি বা রাষ্ট্রয়াত্ত প্রতিষ্ঠান হতে সঞ্চয়পত্র ক্রয়ে একই নিয়ম প্রযোজ্য হবে। কাগজপত্র একই লাগবে।

 সঞ্চয়পত্রের নতুন নিয়মে মুনাফার হার । স্ল্যাভভিত্তিক মুনাফার হার

 সঞ্চয়পত্রের নতুন নিয়ম ২০২২ pdf

Caption: Sanchaypatro Profit Rate । Papers for Sanchaypatro purchase

সঞ্চয়পত্র ক্রয়ে প্রয়ােজনীয় কাগজপত্রাদি ২০২৪

  1. সঞ্চয়পত্র ক্রয়ের নির্ধারিত আবেদন ফরম৷
  2. ক্রেতার ০২(দুই) কপি পাসপাের্ট সাইজ ছবি৷
  3. ক্রেতার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।
  4. ক্রেতার ইটিন সার্টিফিকেটের ফটোকপি (০৫ লক্ষ টাকার বেশি ক্রয়ের জন্য রিটার্ন দাখিলের রশিদ লাগবে)।
  5. আয়কর পরিশোধের রশিদের ফটোকপি (০৫ লক্ষ টাকার বেশি ক্রয়ের জন্য) ।
  6. এমআইসিআর চেকেরমাধ্যমে বিনিয়ােগের টাকা পরিশােধা (০১ লক্ষ টাকার বেশি হলে)।
  7. নমিনীর ০২(দুই) কপি পাসপাের্ট সাইজ ছবি এবং জাতীয় পরিচয় পত্রেরফটোকপি।
  8. নমিনী নাবালক হলে নমিনীর জন্মনিবন্ধন সনদ ও প্রত্যায়নকারীর জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।
  9. পেনশনার সঞ্চয়পত্র ক্রয়ের জন্য ক্রেতার পেনশন বই এর ফটোকপি এবং প্রাপ্ত আনুতােষিক এবং ভবিষ্য তহবিলের মঞ্জুরীপত্র।

সঞয়পত্র ক্রয়ে কয়টি কাগজপত্র পাওয়া যায়?

সমস্ত কাগজপত্র জমা দিয়ে ব্যাংক হিসাবে টাকা জমা রেখে ক্রয় প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। ক্রয়ের দিন বা পরের দিন ব্যাংক হিসাব হতে জাতীয় সঞ্চয় ব্যুরো অর্থ কেটে নেয়। অর্থ ব্যাংক হিসাব হতে কেটে নিয়ার পর Sanchaypatro Activated হয়। মোট কথা ব্যাংক হতে সঞ্চয়পত্র ক্রয়ের সময় আপনি ব্যাংক হতে একটি সঞ্চয়পত্র ক্রয় সংক্রান্ত একটি কাগজ বা ডকুমেন্ট পাবেন এবং সঞ্চয়পত্র একটিভ হওয়ার পর আপনি ব্যাংক হতে সঞ্চয়পত্রের অনলাইন প্রিন্ট কপি পাবেন। দুটোই সাদাকালে প্রিন্ট কপি হতে পারে তাতে কোন সমস্যা নাই। সঞ্চয়পত্র এখন সম্পূর্ণই অনলাইন বেইজ তাই সঞ্চয়পত্র কপি হারিয়ে গেলেও সহজেই রিইস্যু করা যাবে।

সঞ্চয়পত্রে যাদের ১৫ লাখ টাকার ওপরে বিনিয়োগ আছে তাদের মুনাফার হার দুই শতাংশ পর্যন্ত কমানো হয়েছে। তবে ১৫ লাখ টাকার নিচে মুনাফার হার অপরিবর্তিত রাখা হয়েছে। আগের নিয়মেই তারা মুনাফা পাবেন।

সঞ্চয়পত্র ক্রয়ের সর্বোচ্চ সীমা ২০২২