বাংলাদেশ সার্ভিস রুলস পার্ট-১ এর বিধি ২৫ অনুসারে একজন কর্মচারীর স্থায়ী ভ্রমণ ভাতা নির্ধারিত থাকতে পারে। স্থায়ী ভ্রমণ ভাতা (Permanent travelling allowance) নির্দিষ্ট এলাকায় প্রতিনিয়ত ভ্রমণের জন্য কোন কর্মচারীকে দেওয়া হয়।
বিধি-২৫। যে সকল কর্মচারীদের দায়িত্ব পালনের জন্য স্বীয় দায়িত্ব এলাকাধীন অঞ্চলে প্রতিনিয়ত (Extensively) ভ্রমণ করিতে হয়, সে সকল কর্মচারীদেরকে দায়িত্ব এলাকায় ভ্রমণের জন্য অন্যান্য ভ্রমণ ভাতার পরিবর্তে সরকার কর্তৃক আরােপিত শর্তে মাসিক স্থায়ী ভ্রমণ ভাতা মঞ্জুর করা যাইবে। এই প্রকার ভাতা বৎসর ব্যাপী অথবা সরকারের সিদ্ধান্তকৃত সময় ব্যাপী মঞ্জুর করা যাইবে এবং উক্ত সময়ে সরকারী কর্মচারী সদর দপ্তর হইতে অনুপস্থিত থাকুন বা নাই থাকুন, এইভাতা উত্তোলন করিতে পারিবেন। এই বিধিমালায় বিশেষভাবে বর্ণিত অবস্থার ক্ষেত্র ব্যতীত কোন কর্মচারী যে সময়ের জন্য অন্য যে কোন প্রকার ভ্রমণ ভাতা উত্তোলন করেন, সে সময়ের জন্য এইভাতা উত্তোলন করিতে পারিবেন ।