১০০% পেনশন সমর্পণকারী কর্মচারীগণ পেনশন সমর্পণ না করলে যে পরিমান নীট পেনশন প্রাপ্য হতেন তার ২০% হারে বাংলা নববর্ষ ভাতা প্রাপ্য হবেন;
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ
প্রবিধি অনুবিভাগ
প্রবিধি-১ অধিশাখা।
www.mof.gov.bd
স্মারক নং-০৭.০০.০০০০.১৭৩.৪৪.০৬৬.১৬-৪০ তারিখ: ১৯/০৪/২০১৭ খ্রি:
প্রজ্ঞাপন
সরকার, জাতীয় বেতনস্কেল-২০১৫ এর আওতাভূক্ত সকল সামরিক/ বেসামরিক মাসিক নীট পেনশন গ্রহণকারী ও আজীবন পারিবারিক পেনশন ভোগকারীগণের ন্যায় ১০০% পেনশন সমর্পণকারী কর্মচারীগণের জন্য ” বাংলা নববর্ষ ভাতা” প্রবর্তনের লক্ষ্যে নিম্নরূপ সিদ্ধান্ত গ্রহণ করেছে:
(১) ১০০% পেনশন সমর্পণকারী কর্মচারীগণ পেনশন সমর্পণ না করলে যে পরিমান নীট পেনশন প্রাপ্য হতেন তার ২০% হারে বাংলা নববর্ষ ভাতা প্রাপ্য হবেন; এবং
(২) ১৪২৪ বঙ্গাব্দ থেকে তারা এ ভাতা প্রাপ্য হবেন।
এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
রাষ্ট্রপতির আদেশক্রমে,
(মো: গোলাম মোস্তফা)
উপসচিব
ফোন: ৯৫১৪৪৮৭
১০০% পেনশন সমর্পণকারী কর্মচারীগণের জন্য “বাংলা নববর্ষ ভাতা” প্রবর্তন সংক্রান্ত প্রজ্ঞাপন ২০১৭: ডাউনলোড