কর্মকর্তা পদোন্নতি নীতিমালায় ব্যাংকিং প্রফেশনাল এক্সাম (পূর্বতন ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা) পাশ বাধ্যতামূলক করা প্রসঙ্গে নতুন সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক – Banking Diploma For Promotion in Bangladesh
কেন ব্যাংকিং ডিপ্লোমা বাধ্যতামূলক করা হয়েছে?– বিআরপিডি সার্কুলার নং-০৩ তারিখ: ০৮ ফেব্রুয়ারি ২০২৩ এর প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। উক্ত সার্কুলারের মাধ্যমে ব্যাংক কর্মকর্তাদের দক্ষতা, যোগ্যতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সিনিয়র অফিসার অথবা সমতুল্য পদের পরবর্তী সকল পদে পদোন্নতির যোগ্যতার তালিকায় অন্তর্ভুক্তির জন্য দি ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ (আইবিবি) কর্তৃক আয়োজিত ব্যাংকিং ডিপ্লোমা (পরিবর্তিত নাম ব্যাংকিং প্রফেশনাল এক্সাম) পাশ বাধ্যতামূলক করা হয়। বর্তমানে ব্যাংকিং প্রফেশনাল এক্সামের পাঠ্যক্রম আধুনিক ব্যাংকিং কার্যক্রমের সাথে সামঞ্জস্য রেখে বিস্তৃত তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান অন্তর্ভুক্ত করে যুগোপযোগী করা হয়েছে। ব্যাংকারগণের এ পরিবর্তিত পাঠ্যক্রম সম্পর্কে সম্যক জ্ঞান অর্জনের জন্য নির্দিষ্ট সময়কালের প্রয়োজনীয়তা পরিলক্ষিত হয়েছে।
ব্যাংকিং ডিপ্লোমা হচ্ছে এমন একটি পরীক্ষা যার মাধ্যমে একজন ব্যাংকারের ব্যাংকিং জ্ঞান এবং তার বাস্তব প্রয়োগ সম্পর্কে একজন ব্যাংকার কতটুকু ধারনা রাখেন তা যাচাই করার কৌশল। প্রতি বছর সাধারনত জুন ও ডিসেম্বরে দু’বার এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ব্যাংকিং ডিপ্লোমার জন্য দুই পার্টে (ধাপ) ৬+৬=১২টি বিষয়ে পরীক্ষা নেওয়া হয়।
ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা পদ্ধতি কি? আইবিবি বিজ্ঞপ্তির মাধ্যমে পরীক্ষা ও নিবন্ধনের তারিখ ঘোষণা করে থাকে। প্রতিটি ব্যাংকের প্রধান কার্যালয়েও পরীক্ষার নোটিশ প্রেরণ করা হয়। আইবিবির ওয়েবসাইটে পরীক্ষার আবেদনের ফরম পাওয়া যায়। প্রথমবার পরীক্ষা দিতে গেলে একটি এনরোলমেন্ট নাম্বার প্রয়োজন হয়, যা আইবিবি হতে সরবরাহ করা হয়ে থাকে। পরীক্ষায় রোল নাম্বার পরিবর্তন হতে পারে। কিন্তু এনরোলমেন্ট নাম্বার সারা জীবনের জন্য একটাই। পরীক্ষায় অংশগ্রহণ ফি ১৫০০ টাকা। পে-অর্ডারের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিয়ে চাকরিরত প্রতিষ্ঠানের মাধ্যমে আবেদন করতে হয়। পরীক্ষা অনুষ্ঠিত হয় শুক্রবার সকাল ও বিকেল।
ব্যাংকিং ডিপ্লোমা সিলেবাস । ব্যাংকিং ডিপ্লোমা আবেদন প্রক্রিয়া অনলাইন ভিত্তিক
ডিপ্লোমা পাস না করা পর্যন্ত উচ্চ পদে পদোন্নতি হবে না।
Caption: banking diploma books (pdf free download)
ব্যাংকের সিনিয়র অফিসার পরবর্তী ধাপে ব্যাংকিং ডিপ্লোমা । সিনিয়র পদে পদোন্নতিতে ব্যাংকিং ডিপ্লোমা পাশ করতে হবে । বর্তমানে সিনিয়র অফিসার অথবা সমতুল্য পদে কর্মরত কর্মকর্তাগণের পদোন্নতির ক্ষেত্রে সৃষ্ট জটিলতা নিরসনের লক্ষ্যে নিম্নবর্ণিত নির্দেশনাবলী অনুসরণীয় হবে
- বিআরপিডি সার্কুলার নং-০৩/২০২৩ জারির অব্যবহিত পূর্বে নিয়োগপ্রাপ্ত অথবা পদোন্নতিপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তাগণ যে পদে কর্মরত ছিলেন তার পরবর্তী এক ধাপে পদোন্নতির ক্ষেত্রে ব্যাংকিং প্রফেশনাল এক্সাম-এ উত্তীর্ণের বাধ্যবাধকতা হতে অব্যাহতি প্রাপ্ত হবেন।
- তবে, কর্মকর্তাগণের তৎপরবর্তী পদে পদোন্নতির ক্ষেত্রে সার্কুলারে বর্ণিত নির্দেশনা অব্যশ্যই পরিপালিত হতে হবে;
- ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে সিনিয়র অফিসার অথবা সমতুল্য পদে অথবা উচ্চতর পদে কর্মরত কোনো কর্মকর্তা অন্য কোনো ব্যাংকে অপেক্ষাকৃত উচ্চতর পদে নিয়োগপ্রাপ্তির ক্ষেত্রে ব্যাংকিং প্রফেশনাল এক্সাম এ উত্তীর্ণ হতে হবে।
- তবে বিআরপিডি সার্কুলার নং-০৩/২০২৩ জারির অব্যবহিত পূর্বে নিয়োগপ্রাপ্ত অথবা পদোন্নতিপ্রাপ্ত ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা যে পদে কর্মরত ছিলেন তার অব্যবহিত পরবর্তী এক ধাপে অন্য কোনো ব্যাংকে নিয়োগের ক্ষেত্রে ব্যাংকিং প্রফেশনাল এক্সাম-এ উত্তীর্ণের বাধ্যবাধকতা হতে অব্যাহতি প্রাপ্ত হবেন।
- ব্যবস্থাপনা পরিচালক/প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে এতদসংক্রান্ত নীতিমালা অনুসরণীয় হবে; এবং
- বিআরপিডি সার্কুলার নং-০৩/২০২৩ অনুসারে ব্যাংকিং প্রফেশনাল এক্সাম-এ উত্তীর্ণের বাধ্যবাধকতা হতে অব্যাহতিপ্রাপ্ত বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ জেনারেল ব্যাংকিং কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট এমন কোনো বিভাগে পদায়নের ক্ষেত্রে ব্যাংকিং প্রফেশনাল এক্সাম এ উত্তীর্ণ হতে হবে।
ইতোমধ্যে যারা পদোন্নতি পেয়েছে তাদের ক্ষেত্রে কি নিয়ম প্রযোজ্য হইবে?
বিআরপিডি সার্কুলার নং-০৩/২০২৩ জারির অব্যবহিত পূর্বে নিয়োগপ্রাপ্ত অথবা পদোন্নতিপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তাগণ যে পদে কর্মরত ছিলেন তার পরবর্তী এক ধাপে পদোন্নতির ক্ষেত্রে ব্যাংকিং প্রফেশনাল এক্সাম-এ উত্তীর্ণের বাধ্যবাধকতা হতে অব্যাহতি প্রাপ্ত হবেন। তবে, কর্মকর্তাগণের তৎপরবর্তী পদে পদোন্নতির ক্ষেত্রে সার্কুলারে বর্ণিত নির্দেশনা অব্যশ্যই পরিপালিত হতে হবে। ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে সিনিয়র অফিসার অথবা সমতুল্য পদে অথবা উচ্চতর পদে কর্মরত কোনো কর্মকর্তা অন্য কোনো ব্যাংকে অপেক্ষাকৃত উচ্চতর পদে নিয়োগপ্রাপ্তির ক্ষেত্রে ব্যাংকিং প্রফেশনাল এক্সাম এ উত্তীর্ণ হতে হবে।