জন্ম নিবন্ধনের গুরুত্ব জাতীয় পরিচয়পত্র প্রধান্য পাওয়া কারণে কিছু কমে গেছে। তবুও কিছু ক্ষেত্রে জন্ম নিবন্ধনের প্রয়োজনীয়তা রয়েছে। যেমন ভিসা করতে এখনও জন্ম নিবন্ধনের চাওয়া হয়, আবার নবীনক্ষেত্রে ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র করতেও জন্ম নিবন্ধন নম্বর চাওয়া হয়।
নতুন জন্ম নিবন্ধনের আবেদন করতে যা যা লাগবে
বয়স ০ থেকে ৪৫ দিন হলে
১। ইপি.আই (টিকার) কার্ড।
২। পিতা মাতার অনলাইন জন্ম নিবন্ধন (বাংলা ও ইংরেজী বাধ্যতামূরক)সহ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
৩। বাসার হোল্ডিং নাম্বার এবং হোল্ডিং ট্যাক্স এর রশিদ হাল সন লাগবে।
৪। আবেদনকারী/ অভিভাবকের মোবাইল নম্বর।
৫। ফরম এর সাথে ০১ কপি রঙ্গিন পাসপোর্ট সাইজের ছবি লাগবে।
বয়স ৪৬ দিন থেকে ৫ বছর হলে
১। ইপি.আই (টিকার) কার্ড/স্বাস্থ্য কর্মীর প্রত্যয়নপত্র স্বাক্ষর ও সীল সহ প্যাডে দিতে হবে।
২। পিতা-মাতার অনলাইন জন্মনিবন্ধন (বাংলা ও ইংরেজী বাধ্যতামূলক) সহ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
৩। প্রযোজ্য ক্ষেত্রে স্কুলের প্রধান শিক্ষকের প্রত্যয়নপত্র সীল ও স্বাক্ষর সহ।
৪। বাসার হোল্ডিং নাম্বার এবং হোল্ডিং ট্যাক্স এর রশিদ হাল সন লাগবে।
৫। আবেদনকারী/ অভিভাবকের মোবাইল নম্বর।
৬। ফরম এর সাথে ০১ কপি রক্ষিণ পাসপোর্ট সাইজের ছবি লাগবে।
বয়স ৫ বছরের অধিক হলে
১। শিক্ষাগত যোগ্যতার সনদপত্র (পি.এস.সি/ জে.এস.সি অথবা এস.এস.সি ) শিক্ষাগত যোগ্যতার সনদপত্র না থাকলে সরকারি হাসপাতালের এমবিবিএস ডাক্তারের স্বাক্সর ও সীল প্রত্যয়ন সনদ এবং জন্ম নিবন্ধন আবেদন ফরমে ৭ (সাত) এর ১ নং কলামে স্বাক্ষর ও সীল বাধ্যতামূলক।
২। উল্লেখ্য যে, যাদের জন্ম ০১/০১/২০০১ এর পরে সে ক্ষেত্রে পিতা-মাতার অনলাইন নিবন্ধন (বাংলা ও ইংরেজী বাধ্যতামূলক) সহ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
৩। উল্লেখ্য যে, যাদের জন্ম ০১/০১/২০০১ এর পূর্বে/ আগে সে ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রে ফটোকপি।
৪। যদি জন্ম ০১/০১/২০০১ এর পূর্বে/ আগে হয় সে ক্ষেত্রে পিতা মাতার জাতীয় পরিচযপত্রের ফটোকপি। পিতা মাতা মৃত হলে মৃত্যু সনদ থাকলে তা প্রদান করতে হবে।
৫। উল্লেখ্য যে, যাদের জন্ম ০১/০১/২০০১ এর পর তাদের পিতা মাতা মৃত হলে প্রথমে অনলাইন জন্ম নিবন্ধন গ্রহণ করে পরে মৃত্যু সনদ গ্রহণ করতে হবে।
৬। বাড়ীর হোল্ডিং নাম্বার এবং হোল্ডিং ট্যাক্স এ রশিদ হাল সন লাগবে।
৭। আবেদনকারী /অভিভাাবকের মোবাইল নম্বর।
৮। ফরম এর সাথে ০১ কপি রঙ্গিন পাসপোর্ট সাইজের ছবি লাগবে।
৯। আবেদনের সাথে সংযুক্ত ডকুমেন্ট পত্র সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক / ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক স্বাক্ষর ও সীল বাধ্যতামূলক।
১০। আবেদন এর সাথে সংযুক্ত ডকুমেন্ট আবেদন জমা দেওয়ার সময় মূল কপি প্রদর্শন করতে হবে।
প্রশ্নোত্তর:
প্রশ্ন: একজন ব্যক্তি কি একাধিক জন্ম সনদ তৈরি করতে পারবে?
উত্তর: অবশ্যই না। সিস্টেম ধরে ফেলবে। এটি আইনত দন্ডনীয় অপরাধ।
প্রশ্ন: অনলাইনে বাংলা লেখা যাচ্ছে না, করণীয় কি?
উত্তর: অনলাইনে বাংলা লিখতে আপনাকে ইউনিকোড ফন্ট ব্যবহার করতে হবে। unijoy or unibijoy Keyboard ব্যবহার করতে হবে।
প্রশ্ন: আমার বাংলা এবং ইংরেজী সনদ প্রয়োজন কি করবো?
উত্তর: একই সাথে দুটি ফরমেটই প্রদান করা হয়। বাংলা এবং ইংরেজী ভার্সন মোট দুটি ভার্সন, দুটি কপি।
জন্ম নিবন্ধন Website: bdris.gov.bd, bdris.gov.bd/application, bdris.gov.bd/br/search, bdris.gov.bd/br/correction
সূত্র: মেয়র, সাতক্ষীরা পৌরসভা
জন্ম নিবন্ধন অনলাইন আবেদন ২০২৩ । পিতা মাতার জন্ম নিবন্ধন ও NID ছাড়াই আবেদন করা যায়
mdsakibsarkar782@gamil.com
প্রশ্ন: এক বছরের মধ্যে একটি শিশুর জন্ম নিবন্ধন করার ক্ষেত্রে বাবা আমাদের দেশের নাগরিক এবং মা যদি ভারতীয় নাগরিক হয় তবে সে ক্ষেত্রে আমাদের করণীয় কি?
কোন সমস্যা নাই। বাবা এদেশের নাগরিক মানে অন্যান্য সন্তানের যেভাবে জন্ম নিবন্ধন হয় ঠিক সেভাবেই জন্ম নিবন্ধন হবে।
Vai amr to jonmo nibondhon kra hoy nai r kono documents nai t hle ki krbo please help
নতুন জন্ম নিবন্ধন করতে আপনার পিতা মাতার জন্ম নিবন্ধন বা এনআইডি লাগবে। আপনি একটি মেডিকেল সার্টিফিকেট নিয়ে ইউনিয়ন পরিষদ বা পৌর সভায় চলে যান।
একজন এন আইডি ধারি যার বয়স ৪০ বা ৫০ উর্ধ্বে তার এন আইডি অনুযায়ি জন্মনিবন্ধনে কি কি তথ্য আবশ্যক?।
এই বয়সের লোকদের এন আইডি প্রত্যায়ন একজন ডাট্তার কি ভাবে করবে?
বয়স নির্ণয়ের প্রক্রিয়া রয়েছে। যদি এনআইডি থাকে সে অনুসারে জন্ম নিবন্ধন বয়স ঠিক করা যাবে।
এখন আমি যদি আমার সন্তানের জন্ম নিবন্ধন করতে যাই 2001 পরে, তাহলে আমার আর আমার ওয়াইফ এর টা লাগবে,
এখন আমার আর আমার ওয়াইফের টা করতে গেলে দুজনেরই তো মা-বাবার টা লাগবে।
সে ক্ষেত্রে, সেই সূত্র ধরে তাহলে তো দেখা যাচ্ছে আমার মা-বাবা করতে গেলে তাদেরও তো মা-বাবার টা লাগবে,
তাদেরটা করতে গেলে তাদের মা-বাবা টার লাগবে এতকিছু কোথায় পাব রে ভাই।
তার মানে চুদী সিং হানি সিং
আপনার এবং আপনার স্ত্রীর টি করতে গেলে আপনাদের বাবা মার এনআইডি হলেই হবে। আপনি নিজেই অনলাইনে আবেদন করে কাগজপত্র জমা দিন।
Single mother bacchar jonmo nibondhon kmne korbe..baba r information nay
এ বিষয়ে কোন আইন চোখে পড়েনি। আমার জানামতে দেশে সিঙ্গেল মাদার চাইল্ড নিবন্ধন আইন এখনও অনুমোদন হয়নি।
ভাই সংসোধন এর জন্য অনলাইনে আবেদন করে ইউনিয়ন পরিষদ এ জমা দিচি কিন্তা তারা আমার কাছ থেকে টাকা নেয়নি কনো রশিদ ও দেয়নি সেক্ষেত্রে কি হবে জানাবেন
ভাই অনলাইনে সংসোদন আবেদন করে ইউনিয়ন পরিষদ এ জমা দিচি তারা আমার থেকে কোনো টাকা নেয় নি রসিদ ও দেয়নি সে ক্ষেত্রে কি কনো প্রবলেম হবে জানাবেন প্রিয়
ডেলিভারীর সময় নিবে। না নিলেও সমস্যা নাই।
সমস্যা নাই। ভেলিভারী সময় নিতে পারে।
প্রিয় এখন সংসোধন আবেদন জমা দেওয়ার সময় টাকা না দেওয়ার কারনে কি কাজ টা আটকে যাবে জানাবেন
প্রশ্ন ঃঃ জন্ম সনদ সংসোধন আবেদন ইউনিয়ন পরিষদ এ জমা দিছি তারা ডেট দিচে তবে কনো টাকা চায়নি আমিও দেইনি ফি জমা না দেওয়ার কারণে কি কাজ টা না হওয়ার সম্ভাবনা আছে জানাবেন
আবেদন জমা দিলে অবশ্যই কাজ হবে। ফি সম্ভব সার্টিফিকেট বিতরনের সময় নিতে পারে। যদি কাজ না হওয়ার সম্ভাবনা থাকে তবে আপনি ফি পরিশোধ করুন।
ফি তো অবশ্যই দিতে হবে। পরিষদ তো আর ফি পরিশোধ করে দিবে না। ফি পরিশোধ করেই সেবা নিন। যোগাযোগ করুন কর্তৃপক্ষের সাথে।
ভাই আমার একটা আত্নীয় একটা ঝামেলায় পড়ছে, বিষয় টা হচ্ছে, তার জন্ম ২০০৩ সালে আর তার জন্মের কিছুদিন পর তার বাবা মার ছাড়া ছাড়ি হয়ে যায়, তার কিছুদিন পরেই তার বাবা মারা যায়, সেখানে তাদের কোনো যোগাযোগ নেই কারো সাথে কারন তার মায়ের বাড়ি এক জেলা আর বাবার বাড়ি আরেক জেলায়, এখন বিষয় হচ্ছে তার আর জন্ম নিবন্ধন হয়নি এখনো, কিন্তু এখন জন্ম নিবন্ধন করতে গেছে ইউনিয়ন পরিষদ থেকে বলছে বাবা-মায়ের জন্ম নিবন্ধন অথবা এন আই ডি কার্ডের ফটোকপি লাগবে কিন্তু তার বাবার টা তাদের কাছে নেই আর সেটা গোছানো ও তো সম্ভব হচ্ছে না এখন করনীয় কি জানাবেন প্লিজ
ছাড়াছাড়ি হউন জন্ম দাতা পিতা মাতা তো পরিবর্তন হয়নি। আপনি এলাকার ভোটার তালিকা থেকে দুজনের এনআইডি নম্বর সংগ্রহ করতে পারবেন। ভোটার তালিকায় এনআইডি নম্বর থাকে এবং তার থেকে অনলাইন কপি সংগ্রহ করা যায়।
vai amr babar NID nai jornibondhon nai… Babar bolte gele documents kicui nai uni gram teke biye age ashce sohore r karo e jawa hoi ni barite akon amr ketre amr baba Jormonibondhon ta proyojon akon baba jormonibondhon bananor ki koro uptai ki jana ase?
আপনার বাবার জন্ম নিবন্ধন বা এনআইডি করুন আগে। জমির দলিল বা পর্চা, বিদ্যুৎ বিল ইত্যাদি তথ্য দিয়ে ঠিকানা ভেরিফাই করা হয়। পিতার তথ্যের উপযুক্ত প্রমানক থাকলেই তার জন্ম নিবন্ধন বা মৃত্যু নিবন্ধন করা যায়। অনুগ্রহ করে ইউপিতে যোগাযোগ করুন। কারও কোন ডকুমেন্ট না থাকলেও জন্ম নিবন্ধন করা যায় কিন্তু তাতে উপযুক্ত কারণ ও যুক্তিকতা থাকতে হয়।
আমার মায়ের জাতীয় পরিচয় পত্রে ইংরেজী নামের সংশোধন করতে গেলে সেখানে আমাকে বলে আমার মায়ের ইংরেজী জন্ম নিবন্ধন লাগবে। এক্ষেত্রে আমি যখন আমার মায়ের ইংরেজী জন্ম নিবন্ধন ইউনিয়ন পরিষদে তুলতে যাই তখন তারা বলে জাতীয় পরিচয় অনুযায়ী তারা ইংরেজী জন্ম সনদ দিতে পারবে। এখন যদি আমি জাতীয় পরিচয় পত্র অনুযায়ী আমার মায়ের জন্ম সনদ তুলি তবে জাতীয়পরিচয়পত্র সংশোধন হচ্ছে না ।এই অবস্থায় আমি কি করতে পারি?
প্রথমে আপনি আপনার মায়ের জন্ম নিবন্ধন ঠিক করুন। মায়ের এনআইডি দিয়ে। যদি এনআইডিতেও ভুল থাকে তবে আপনি পাসপোর্ট বা গ্রহণযোগ্য অন্য কোন ডকুমেন্ট নিয়ে এনআইডি সংশোধন করুন। অতপর জন্ম নিবন্ধন সংশোধন করুন। তারপর আপনারটা সংশোধন করবেন।
ভাই একটা শিশুর জন্মনিবন্ধন কতটুকু বয়েসের ভিতরে করা উচিৎ
জন্মের ৪০ দিনের মধ্যে করানোই ভাল।
ভাইজান আমার এবং আমার ওয়াইফ এর জন্ম নিবন্ধন এবং আইডি কার্ড সব কিছুই চট্টগ্রাম এর ঠিকানায় করা হয়েছে ।
এখন আমার মেয়ের জন্ম নিবন্ধন করতে চাচ্ছি কুমিল্লার ঠিকানায়। কারন আমদের স্থায়ী ঠিকানা কুমিল্লা।
এখন আমি কি আমার মেয়ের জন্ম নিবন্ধন কুরতে পারবো প্লিজ জানাবেন।
অবশ্যই করতে পারবেন। কোন সমস্যা নাই।
Babar dhormo change er jonno nid change kora hoinai ekhono kivabe bacchar jonmonibondon korbo?
হেল্প লাইনে জিজ্ঞাসা করুন। এখানে
ভাই আমার জন্ন ২০০৪ সালে কিন্তু আমার ডকুমেন্ট হিসাবে কিছুই নেই এখন আমি কি করব
সরকারি হাসপাতালের এমবিবিএস ডাক্তারের স্বাক্ষর ও সীল প্রত্যয়ন সনদ নিন এবং পিতা মাতার এনআইডি বা নাম ঠিকানা ব্যবহার করে অনলাইনে বা ম্যানুয়ালি আবেদন করুন ইউপিতে গিয়ে।
জন্মনিবন্ধন সংশোধনের জন্য সেপ্টেম্বর ১৮ তারিখ জমা দিয়েছি, এখনো আসেনি। কতদিন লাগে আসতে ।
এতো সময় তো লাগে না। ম্যানুয়ালী খোজ নিন। ৭ দিনের মধ্যেই হয়ে যায়।