নিয়োগ । বদলি । পদোন্নতি । জ্যেষ্ঠতা

দপ্তরী পদের পরিবর্তিত পদনাম ২০২৫ । পুনরায় অফিস সহায়ক পদটি হয়ে গেল দপ্তরী?

সরকারি সাবেক দপ্তরী পদের পরিবর্তিত পদনাম “অফিস সহায়ক” সংশোধন করে দপ্তরী পদনাম পুনর্বহাল করা হয়েছে-দপ্তরী পদের পরিবর্তিত পদনাম ২০২৫

  • জন প্রশাসন মন্ত্রণালয়ের ৪ ফেব্রুয়ারি ২০১৪ খ্রি: তারিখের ০৫.০০.০০০০.১৫১.১৬.০৩৬.১২-৫০ সংখ্যক পরিপত্রের মাধ্যমে দপ্তরী পদকে অফিস সহায়ক করা হয়েছিল।
  • পুনরায় পরিপত্র জারি করে অফিস সহায়ক পদকে দপ্তরী পদে ফিরিয়ে আনা হলো।
  • উপরোক্ত পরিপত্রের মাধ্যমে অনেকগুলো পদনাম পরিবর্তন করা হয়েছিল তার মধ্যে শুধুমাত্র অফিস সহায়ক পদনামটি দপ্তরীতে পুনর্বহাল করা হলো।

আবার অফিস সহায়ক পদটি হয়ে গেল দপ্তুরী বিস্তরিত পরিপত্রে দেখুন: ডাউনলোড

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

One thought on “দপ্তরী পদের পরিবর্তিত পদনাম ২০২৫ । পুনরায় অফিস সহায়ক পদটি হয়ে গেল দপ্তরী?

  • I want to do this job

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *