আর্থিক ক্ষমতা অর্পন (Deligation of Financial Powers 2015 এর পরবর্তী নীতিমালাটি গত ২৪ আগস্ট ২০২০ খ্রি: তারিখেজারি করা হয়েছে। এতে অর্থ ব্যয় ও প্রশাসন পরিচালনার বিভিন্ন বিধির সংকুলন করা হয়েছে। আর্থিক ক্ষমতা অর্পণ নীতিমালা ২০২০ এ যা রয়েছে তা আমরা এক নজড়ে দেখবো।
১। আর্থিক ক্ষমতা অর্পণ সংক্রান্ত পরিপত্র।
২। অর্থ বিভাগে বিবেচনার জন্য প্রেরিতব্য বিষয়াবলীর তালিকা।
৩। মন্ত্রণালয়, বিভাগ, সংযুক্ত দপ্তর, সংস্থা, মাঠ পর্যায়ের অফিস প্রধান এবং স্কিম পরিচালকদের নিকট অর্পনকৃত আর্থিক ক্ষমতা।
৪। জনবল ও সরঞ্জামাদি।
৫। বাজেট বরাদ্দ ও বরাদ্দের পুন: উপযোজন।
৬। বেতন ও ভাতাদি এবং প্রশাসনিক ব্যয়।
৭। ফি, চার্জ ও কমিশন।
৮। প্রশিক্ষণ /কনফারেন্স/সেমিনার/ওয়ার্কশপ সম্পর্কিত তথ্য।
৯। ভ্রমণ ও পরিবহন, মুদ্রণ ও মনিহারি সম্পর্কিত বিধি।
১০। পেশাগন সেবা, সম্মানী ও বিশেষ ব্যয় নীতিমালা।
১১। মেরামত ও সংরক্ষণ, অনুদান ও স্থানান্তর বিধিমালা।
১২। ক্রয়চুক্তি অনুমোদন, সরকারি সম্পত্তির নিষ্পত্তি।
১৩। ছুটি মঞ্জুরির ক্ষমতা, ভবিষ্য তহবিল মঞ্জুরির ক্ষমতা, ঋণ ও অগ্রিম গ্রহণ বিধি।
১৪। বিবিধ ও অপ্রত্যাশিত ব্যয় ব্যবস্থাপনা খাত হতে অর্থ বরাদ্দ প্রসঙ্গে জারিকৃত পরিপত্র।
এই বিধিমালাটি পড়লে আপনি সদর দপ্তর, বিভাগী, জেলা ও উপজেলা দপ্তর প্রধানের দপ্তর পরিচালনা ও মঞ্জুরী জ্ঞাপনের ক্ষমতা সম্পর্কে অবগত হতে পারবেন। দাপ্তরিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য এটি পড়া অত্যাবশ্যকীয়।
আর্থিক ক্ষমতা অর্পণ নীতিমালা ২০২০: ডাউনলোড