সরকারি কর্মচারীদের ৫% প্রনোদনা প্রদান করা হয়েছে- মূল্যস্ফিতি বিবেচনায় ৬৩ শতাংশ বেতন বৃদ্ধি করা হয়েছে কিন্তু এ বৃদ্ধিও মূল্যস্ফিতির সাথে পেরে উঠছে না – গার্মেন্টস শ্রমিকদের বেতন গ্রেড তালিকা ২০২৫ পিডিএফ
গার্মেন্টস কর্মচারীদের বেতন কত বৃদ্ধি পেল? প্রস্তাবিত নতুন মূল মজুরি ধরা হয়েছে ৬৭০০ টাকা। অর্থাৎ এই গ্রেডে মূল মজুরি ৬৩ শতাংশ বাড়ানো হয়েছে বলা হলেও, তা প্রকৃতপক্ষে বেড়েছে ২৮.০৪ শতাংশ। গ্রেড চারের ক্ষেত্রে এই বৃদ্ধির হার ২৬.৫২ শতাংশ। একইভাবে, গ্রেড তিন, দুই ও এক-এর ক্ষেত্রে মূল মজুরি প্রকৃত বৃদ্ধি পাবে ২৪.১৬ শতাংশ, ২৩.৯৭ শতাংশ এবং ২৪.৭১ শতাংশ। অন্যান্য কর্মীদের বেতন ভাতাদি চূড়ান্ত গেজেট প্রকাশিত হলেও গামের্ন্টস কর্মীদের বেতন ভাতাদির খসড়া গেজেট প্রকাশিত হয়েছে কিন্তু এখনও চূড়ান্ত হয়নি।
বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (২০০৬ সনের ৪২ নং আইন) এর ১৩৯ (১) ধারা এবং বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫ এর ১২৮ (১) বিধি মোতাবেক নিম্নতম মজুরী বোর্ড কর্তৃক “গার্মেন্টস” শিল্প সেক্টরে নিযুক্ত সকল শ্রেণির শ্রমিক-কর্মচারীগণের জন্য নিম্নতম মজুরি হারের খসড়া সুপারিশ, ২০২৩ জনসাধারণের/সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য অত্র বিজ্ঞপ্তি মারফত জানানো যাইতেছে।
অত্র বিজ্ঞপ্তিতে প্রকাশিত “গার্মেন্টস” শিল্প সেক্টরে নিযুক্ত সকল শ্রেণির শ্রমিক-কর্মচারীগণের নিম্নতম মজুরি হারের খসড়া সুপারিশের উপর যদি কাহারও কোনো আপত্তি বা সুপারিশ থাকে তাহা হইলে এই গেজেট বিজ্ঞপ্তি প্রকাশের ১৪ (চৌদ্দ) দিনের মধ্যে উক্ত আপত্তি বা সুপারিশ উপাত্তসহ লিখিতভাবে চেয়ারম্যান, নিম্নতম মজুরী বোর্ড, ২২/১ তোপখানা রোড, বাশিকপ ভবন (৬ষ্ঠ তলা), সেগুনবাগিচা, ঢাকা-১০০০ বরাবর পাঠাইতে হইবে। উক্ত সময়সীমার মধ্যে প্রদত্ত আপত্তি বা সুপারিশ বিবেচনার পর বোর্ড সরকারের নিকট সুপারিশ পেশ করিবেন।
গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি 2025 ।গার্মেন্টস শ্রমিকদের বেতন বৃদ্ধি ২০২৫ pdf
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক ০৯/০৪/২০২৩ তারিখের প্রজ্ঞাপন মূলে (নম্বর: ৪০.০০.০০০০.০১৬.32.053.17.92 তারিখ: 09/04/2023 খ্রিস্টাব্দ) নিম্নতম মজুরী বোর্ডে “গার্মেন্টস” শিল্প সেক্টরের শ্রমিক-কর্মচারীগণের নিম্নতম মজুরি হার সুপারিশ করার জন্য মালিকগণের প্রতিনিধিত্বকারী সদস্য ও শ্রমিকগণের প্রতিনিধিত্বকারী সদস্য নিয়োগ করা হয়। বোর্ডে প্রজ্ঞাপনের অনুলিপি প্রেরণসহ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এর স্মারক নম্বর: ৪০.০০.০০০০.০১6.32.053.17.93 তারিখ: ০৯/০৪/২০২৩ খ্রিস্টাব্দ মূলে বিধি মোতাবেক “গার্মেন্টস” শিল্প সেক্টরের শ্রমিক ও কর্মচারীগণের নিম্নতম মজুরি নির্ধারণের কার্যক্রম গ্রহণের জন্য নিম্নতম মজুরী বোর্ডের চেয়ারম্যান মহোদয়কে অনুরোধ জানানো হয় ।
গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন গেজেট ২০২৪
গার্মেন্টস শ্রমিকদের বেতন কেন বৃদ্ধি করা হলো?
বোর্ডের সভায় সংশ্লিষ্ট শিল্পের মালিকগণের প্রতিনিধিত্বকারী সদস্য ও সংশ্লিষ্ট শিল্পে নিযুক্ত শ্রমিকগণের প্রতিনিধিত্বকারী সদস্যের দাখিলকৃত মজুরি প্রস্তাব এবং গবেষণাধর্মী প্রতিষ্ঠান এর গবেষণা প্রতিবেদন ও বিভিন্ন মালিক-শ্রমিক সংগঠনের পক্ষ হইতে দাখিলকৃত স্মারকলিপি/মজুরি প্রস্তাবসহ বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এর ১৪১ ধারা মোতাবেক শ্রমিকদের জীবনযাপন ব্যয়, জীবনযাপনের মান, উৎপাদন খরচ, উৎপাদনশীলতা, উৎপাদিত দ্রব্যের মূল্য, মুদ্রাস্ফীতি, কাজের ধরন, ঝুঁকি ও মান, ব্যবসায়িক সামর্থ, দেশের এবং সংশ্লিষ্ট এলাকার আর্থ-সামাজিক অবস্থা এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয় পর্যালোচনা করা হয়। সভায় বিদ্যমান গেজেটের তপশিল ‘ক’ এর গ্রেড-১ ও গ্রেড-২ এর পদসমূহ কর্মকর্মতার পর্যায় পড়ে এবং তাঁরা নিম্নতম মজুরি অপেক্ষা কয়েকগুণ বেশি মজুরি পেয়ে থাকে বিধায় খসড়া সুপারিশ 2023 এ না রাখার বিষয়ে সিদ্ধান্ত গৃহিত হয়। সার্বিক অবস্থা বিবেচনাপূর্বক বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এর ধারা ১৩৯ মোতাবেক “গার্মেন্টস” শিল্প সেক্টরে নিযুক্ত সকল শ্রেণির শ্রমিক ও কর্মচারীগণের জন্য নিম্নতম মজুরি হার নির্ধারণের বিষয়ে নিম্নতম মজুরী বোর্ড সর্বসম্মতিক্রমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিকট নিম্নলিখিতভাবে খসড়া সুপারিশ পেশ করিল।
ক্রমিক | শিরোনাম | প্রকাশের তারিখ | ডাউনলোড |
---|---|---|---|
৬০ | “সিনেমা হল” শিল্প সেক্টরে কর্মরত শ্রমিক ও কর্মচারীদের জন্য ঘোষিত নিম্নতম মজুরি হারের চূড়ান্ত গেজেট। | ১৫-১১-২০২৩ | |
৫৯ | “গার্মেন্টস” শিল্প সেক্টরে নিযুক্ত সকল শ্রেণির শ্রমিক-কর্মচারীগণের নিম্নতম মজুরি হারের খসড়া সুপারিশের গেজেট | ১৫-১১-২০২৩ | |
৫৮ | “টি গার্ডেন” শিল্প সেক্টরে কর্মরত শ্রমিক ও কর্মচারীদের জন্য ঘোষিত নিম্নতম মজুরি হারের চূড়ান্ত গেজেট। | ১৩-০৮-২০২৩ | |
৫৭ | “হোসিয়ারী” শিল্প সেক্টরে নিযুক্ত সকল শ্রেণির শ্রমিকগণের নিম্নতম মজুরি হারের খসড়া সুপারিশের গেজেট | ১৫-০৬-২০২৩ | |
৫৬ | নিরাপত্তা প্রহরী পদে চুড়ান্ত ফলাফল | ২৯-০৫-২০২৩ | |
৫৫ | নিরাপত্ত প্রহরী পদে নিয়োগ পরীক্ষার পত্র ও তারিখ | ০৯-০৪-২০২৩ | |
৫৪ | “বিড়ি“ শিল্প সেক্টরে কর্মরত শ্রমিক ও কর্মচারীদের জন্য ঘোষিত নিম্নতম মজুরি হারের চূড়ান্ত গেজেট। | ০৭-০৩-২০২৩ | |
৫৩ | “হোমিওপ্যাথ কারখানা“ শিল্প সেক্টরে কর্মরত শ্রমিক ও কর্মচারীদের জন্য ঘোষিত নিম্নতম মজুরি হারের চূড়ান্ত গেজেট। | ০৭-০৩-২০২৩ | |
৫২ | “রাবার ইন্ডাস্ট্রিজ“ শিল্প সেক্টরে কর্মরত শ্রমিক ও কর্মচারীদের জন্য ঘোষিত নিম্নতম মজুরি হারের চূড়ান্ত গেজেট। | ১৬-০২-২০২৩ | |
৫১ | “সিনেমা হল” শিল্প সেক্টরে নিযুক্ত শ্রমিকগণের নিম্নতম মজুরি হারের খসড়া সুপারিশের গেজেট | ০৮-০২-২০২৩ | |
৫০ | “ব্যক্তিমালিকানাধীন পাটকল“ শিল্প সেক্টরে কর্মরত শ্রমিক ও কর্মচারীদের জন্য ঘোষিত নিম্নতম মজুরি হারের চূড়ান্ত গেজেট। | ০৮-০২-২০২৩ | |
৪৯ | “মৎস্য শিকারী ট্রলার ইন্ডাস্ট্রিজ” শিল্প সেক্টরে নিযুক্ত শ্রমিকগণের নিম্নতম মজুরি হারের চূড়ান্ত গেজেট | ১৪-১২-২০২২ | |
৪৮ | “বিড়ি” শিল্প সেক্টরে নিযুক্ত শ্রমিকগণের নিম্নতম মজুরি হারের খসড়া সুপারিশের গেজেট | ০৬-০৯-২০২২ | |
৪৭ | “চিংড়ি “ শিল্প সেক্টরে কর্মরত শ্রমিকদের জন্য ঘোষিত নিম্নতম মজুরি হারের চূড়ান্ত গেজেট। | ১১-০৮-২০২২ | |
৪৬ | “প্রিন্টিং প্রেস “ শিল্প সেক্টরে কর্মরত শ্রমিকদের জন্য ঘোষিত নিম্নতম মজুরি হারের চূড়ান্ত গেজেট। | ০৭-০৮-২০২২ | |
৪৫ | “হোমিওপ্যাথ কারখানা” শিল্প সেক্টরে নিযুক্ত শ্রমিকগণের নিম্নতম মজুরি হারের খসড়া সুপারিশের গেজেট | ০৭-০৮-২০২২ | |
৪৪ | “মৎস্য শিকারী ট্রলার ইন্ডাস্ট্রিজ” শিল্প সেক্টরে নিযুক্ত শ্রমিকগণের নিম্নতম মজুরি হারের খসড়া সুপারিশের গেজেট | ২০-০৬-২০২২ | |
৪৩ | “রাবার ইন্ডাস্ট্রিজ” শিল্প সেক্টরে নিযুক্ত শ্রমিকগণের নিম্নতম মজুরি হারের খসড়া সুপারিশের গেজেট | ২০-০৬-২০২২ | |
৪২ | “স মিলল “ শিল্প সেক্টরে কর্মরত শ্রমিকদের জন্য ঘোষিত নিম্নতম মজুরি হারের চূড়ান্ত গেজেট। | ১৫-০৬-২০২২ | |
৪১ | “সিকিউরিটি সার্ভিস “ শিল্প সেক্টরে কর্মরত শ্রমিকদের জন্য ঘোষিত নিম্নতম মজুরি হারের চূড়ান্ত গেজেট। | ০৭-০৩-২০২২ |
মজুরি হার কিভাবে নির্ধারিত হয়?
অতঃপর নিম্নতম মজুরী বোর্ড “গার্মেন্টস” শিল্প সেক্টরে নিযুক্ত সকল শ্রেণির শ্রমিক ও কর্মচারীগণের জন্য নিম্নতম মজুরি হারের সুপারিশ প্রণয়নের উদ্দেশ্যে নিম্নতম মজুরী বোর্ডের একাধিক সভা অনুষ্ঠিত হয়। এছাড়া বোর্ডের চেয়ারম্যান ও সদস্যগণ গাজীপুর সদর এলাকায় অবস্থিত ২টি “গার্মেন্টস” শিল্প প্রতিষ্ঠান (ইপিলিয়ন স্টাইল লিমিটেড ও উতাহ্ ফ্যাশন লিমিটেড), হবিগঞ্জ জেলার মাধবপুর এলাকায় অবস্থিত ১টি “গার্মেন্টস” শিল্প প্রতিষ্ঠান (পাইওনিয়ার ডেনিমস লিমিটেড) ও চট্টগ্রাম জেলার নাসিরাবাদ এলাকায় অবস্থিত ২টি “গার্মেন্টস” শিল্প প্রতিষ্ঠানে (চিটাগাং এশিয়ান অ্যাপারেলস লিমিটেড ও ইউনি গার্মেন্টস লিমিটেড) উপস্থিত হইয়া বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ ও সংশ্লিষ্ট মালিক ও শ্রমিকনেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করে তথ্য উপাত্ত সংগ্রহ করেন।
গার্মেন্টসের শ্রমিকরা বর্তমানে কোন কারণে ক্ষিপ্ত তা সকল শ্রেণীর শ্রমিকদের স্বার্থে কমিশন তথা বানিজ্য এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়কে বিবেচনা করতে হবে