সরকারি কর্মচারীদের বেতন ভাতাদি মাসের ১ তারিখে হওয়ার কথা থাকলেও হিসাবরক্ষণ অফিসের কালক্ষেপনে সময়মত বেতন হয় না-বিষয়টি সরকার চিন্তা করে নতুন সিদ্ধান্ত নিয়েছে আয়ণ ব্যয়ণ কর্মকর্তাই বেতন বিল পাশ করতে পারবে-এখন বেতন বিল আর হিসাব রক্ষণ অফিসে যাবে না-সরাসরি ডিডিও টু বাংলাদেশ ব্যাংক ইএফটি হবে– Govt. Salary EFT by DDO to Bangladesh Bank 2024
১ম কর্মদিবসেই বেতন হবে? হ্যাঁ। প্রতি মাসের মাসিক বেতন-ভাতাদি পরবর্তী মাসের প্রথম কর্মদিবসে পরিশোধের বিধিগত বাধ্যবাধকতা রয়েছে এবং জেনারেল ফিন্যান্সিয়াল রুলস (জি.এফ.আর) – ১৪ অনুযায়ী “অবিসম্বাদিতভাবে সরকার কর্তৃক যে অর্থ প্রদেয় তাহা পরিশোধে বিলম্ব সকল বিধি এবং বাজেট নীতির পরিপন্থি এবং তাহা পরিহার করা সমীচীন। প্রেক্ষাপটে, বাংলাদেশ ট্রেজারি রুলস-এর টি.আর-১৩ এর বিধান মোতাবেক হিসাব মহানিয়ন্ত্রক-এর সাথে পরামর্শক্রমে মাননীয় উপদেষ্টা, অর্থ মন্ত্রণালয় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত শুধুমাত্র বেতন-ভাতাদির বিলসমূহ ডি.ডি.ও কর্তৃক সরাসরি পরিশোধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করেছেন।
এতোদিন কি ১ম কর্মদিবসে বেতন হয়নি? সবার হয়নি। হিসাবরক্ষণ অফিসের কাজের চাপ অথবা বিলম্বে বিল অনুমোদন করায় কোন কোন অফিস ২য়-৩য় বা ৪র্থ কর্মদিবসে বেতন ভাতাদি পেতেন। সরকারি নির্দেশনা মোতাবেক ১ কর্ম দিবেসে বেতন প্রদানের বিধান থাকলেও অনলাইন হওয়ায় এটি সম্ভব হচ্ছিল না। এখন মাসের প্রথম কর্মদিবসের বেতন পাওয়া যাবে।
সরকারি কর্মচারীদের বেতন হবে মাসের ১ম কর্মদিবসে / বেতন কি তাহলে ১ তারিখে পাওয়া যাবে?
১ তারিখ যদি সাপ্তাহিক বা সরকারি ছুটির দিন হয় তবে ১ তারিখে পাওয়া যাবে না। তবে পরবর্তী কর্মদিবসেই বেতন পাওয়া যাবে। কাল বিলম্ব হবে না।
Caption: 1st working day salary day
সরকারি কর্মচারী পে বিল দাখিল ২০২৪ । Staff Pay bill Submission & Printing of Staff Pay bill
- Employee Pay bill Entry
- Save Pay bill
- Staff pay bill Submission
- Submit
- Collect Token
- Reports
- Staff Bill
- Select Staff bill Summary
- Pay Point, Fiscal year, Month and Paste Token Number
- Select DDO
- You have to must select Bangla Language
- Run Report
- Print Salary Top Page
How to Print Staff Bill Details?
Bill Details with name – Staff pay bill report print is very easy process using Token Number, You can find only Two kinds of Staff Pay bill Report name Staff pay bill Summary and Staff bill Details – Staff Pay bill submission 2024
অনলাইন পে বিল সাবমিসশন পদ্ধতি কি? প্রথমে Online Paybill Submission লিখে গুগল করে প্রথম লিংক এ যান অথবা www.ibas.financce.gov.bd/ibas2 এ লিংকে যেতে হবে। রেজিস্টেশনকৃত ইউজার আইডি, পাসওয়ার্ড ও ক্যাপচা এন্ট্রি করে সিস্টেমে লগইন করতে হবে।
Budget Excecution বাজেট এক্সিকিউশন অপশনে ক্লিক করুন। তারপর অনলাইন পে বিল সাবমিসশন অপশনে ক্লিক করুন। ফিসক্যাল ইয়ার অব স্যালারি থেকে অর্থ বছর সিলেক্ট করুন। Month of Salary এর ড্রপ ডাউন লিস্ট থেকে মাসের নাম সিলেক্ট করুন। Go Button এ ক্লিক করে নিচের বেতন ও আহরন অংশ ও কর্তন সমূহ দেখুন ঠিকঠাক আছে কিনা। কোন তথ্য পরিবর্তন করতে চাইলে Settings অপশন ও যান। নিচে Submit বাটনে চাপ দিলে আপনার মোবাইলে একটি পাসওয়ার্ড যাবে। সেই পাসওয়ার্ড মোবাইল থেকে দেখে বসিয়ে Ok করে দিলেই আপনার কাজ শেষ। অনলাইনে বেতন সাবমিসশন হয়ে গেল।
Treasury Rule 13 is the Register of Advice of Cash Orders. | বাংলাদেশ ট্রেজারি রুলস টিআর ১৩ | |