সরকারি চাকরিজীবীদের চাকরি জীবনের বিভিন্ন সময় বদলি হতে হয়। বদলি জণিত কারণে এলপিসি সংগ্রহ করতে হয় এছাড়াও হিসাব রক্ষণ অফিস পরিবর্তন হওয়ায় বদলিকৃত কর্মস্থলের ডিডিও একাউন্টের সাথে সংযুক্ত করে নিতে নয়। আইবাস++ এ একাউন্ট সংযুক্ত না হলে কোন বিল-ই সাবমিট করা যায় না।
অফিস বদল মানেই আপনাকে নতুন করে আইবাস++ এ এন্ট্রি করতে হবে এমনটি নয়। আপনাকে আগের একাউন্টই নতুন হিসাব রক্ষণ অফিস ও আপনার বদলিকৃত অফিসে ট্রান্সফার করে নিতে হবে।
নিচে এ রকম সমস্যার একটি সমাধান তুলে ধরা হলো:
- প্রশ্ন: যতবার লগ ইন করছি ততবারই Employee Information Not Found দেখাচ্ছে, এটা কেন হচ্ছে? সমাধান কি?
- উত্তর: নতুন অফিসে যোগদান করলে সংশ্লিষ্ট অফিসের ডিডিও কোডের সাথে আপনার অনলাইন আইবাস++ একাউন্ট সংযুক্ত না থাকলে এমণ দেখায়।
এক্ষেত্রে জরুরী ভিত্তিতে আপনার বদলিকৃত হিসাব রক্ষণ অফিসে যোগাযোগ করতে হবে। ইতোপূর্বে অবশ্যই অনলাইন এলপিসি সংশ্লিষ্ট হিসাব রক্ষণ অফিস কর্তৃক গৃহীত হতে হবে।
অনলাইনে বিল সাবমিট করতে গেলে স্ক্রিনে যদি “Information Not Available” আসে তাহলে Accounts Office এ যোগাযোগ করবেন ৷ Accounts Office আপনার NID দিয়ে Employee Release এবং Employee Joining অপশন ব্যবহার করলে ঠিক হয়ে যাবে ৷
tnx a lot