পল্লী বিদ্যুৎ গ্রাহকগণের অবগতির জন্য স্থানীয় ডিশ চ্যানেলে, বিদ্যুৎ বিলের সাথে, মসজিদসহ সকল ধর্মীয় উপাসনালয়, স্কুল, কলেজ, মাদ্রাসা এবং বাজারসমূহে লিফলেট আকারে, পল্লী বিদ্যুৎ সমিতির সকল দৃশ্যমান স্থানে ব্যানার আকারে টানিয়ে, উঠান বৈঠকের মাধ্যমে এবং সকল পরিসের ওয়েবসাইট ও ফেসবুক পেইজ-এ প্রচার করার ব্যবস্থা করবে– Palli Biddut Public Notice 2024
মিটার ও সার্ভিস বিনামূল্যে? হ্যাঁ। গ্রাহক প্রান্তে পল্লী বিদ্যুতের সংযোগের জন্য মিটার, সার্ভিস ড্রপ সম্পূর্ণরূপে বিনামূল্যে পল্লী বিদ্যুৎ সমিতি হতে প্রদান করা হয়। পল্লী বিদ্যুতের আবাসিক সংযোগের ক্ষেত্রে ১ পোল, শিল্প সংযোগের জন্য ২ পোল ও ৮০ কিলোওয়াট লোড পর্যন্ত ট্রান্সফরমার সম্পূর্ণরূপে বিনামূলো পল্লী বিদ্যুৎ সমিতি হতে প্রদান করা হয়।
কারিগরী ত্রুটি হলে ঘুষ লাগবে না? না। প্রাকৃতিক ও কারিগরী ত্রুটিতে মিটার এবং সার্ভিস ড্রপ নষ্ট হলে পল্লী বিদ্যুৎ সমিতি থেকে তা সম্পূর্ণ বিনামূল্যে প্রতিস্থাপন করে দেয়া হয়। সার্ভিস ড্রপ তার পল্লী বিদ্যুৎ সমিতিতে মজুদ না থাকলে নির্ধারিত মানের তার গ্রাহক নিজে ক্রয় করবে এবং পরবর্তীতে ক্রয়ের মূল্য নিয়মানুযায়ী গ্রাহকের বিদ্যুৎ বিলের সাথে সমন্বয় করে ফেরৎ দেবে পল্লী বিদ্যুৎ সমিতি।
পল্লী বিদ্যুৎ হেল্প লাইন কত? বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতি জনগনের সেবক। রশিদ ব্যতীত কোন প্রকার আর্থিক লেনদেন করবেন না। যেকোন প্রয়োজনে আপনার নিকটস্থ পল্লী বিদ্যুৎ সমিতির অফিসে যোগাযোগ করুন। ২৪ ঘন্টা সহযোগিতা ও তথ্য সেবা পাওয়ার জন্য যোগাযোগ করুন- ১৬৮৯৯ নাম্বারে।
ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি । স্বচ্ছতা আনতে সেবা সম্পর্কিত তথ্য প্রদান করা হবে অনলাইনে
ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ সংস্থা। এটি ঢাকা বিভাগের গ্রামীণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ করে। এই সমিতি গ্রামীণ জনগণকে বিদ্যুতের সুবিধা দিয়ে তাদের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
Caption: Palli Biddyut
পল্লী বিদ্যুৎ পাওয়ার ফ্যাক্টর চার্জ ২০২৪ । গ্রাহকের বিলের এনার্জি চার্জ ধার্য্যে নিয়ম কি?
- সরবরাহ পয়েন্টে মাসিক গড় পিএফ ০.৯৫ এর অব্যবহিত নিম্ন হইতে মাসিক গড় পিএফ ০.৭৫ পর্যন্ত প্রতি ০.০১ পিএফ কমের জন্য গ্রাহকের বিলের এনার্জি চার্জের ওপর ০.৭৫% (শূন্য দশমিক সাত পাঁচ শতাংশ) হারে সারচার্জ প্রযোজ্য হইবে।
- সরবরাহ পয়েন্টে মাসিক গড় পাওয়ার ফ্যাক্টর (পিএফ) ০.৭৫ এর নিচে নামিয়া গেলে প্রতি বিল মাসে গ্রাহককে লিখিতভাবে অবহিত করিতে হইবে। পর পর ৩ (তিন) বিল মাস সরবরাহ পয়েন্টে মাসিক গড় পাওয়ার ফ্যাক্টর ০.৭৫ এর নিচে নামিয়া গেলে গুণগত মানসম্পন্ন বিদ্যুৎ সরবরাহের স্বার্থে গ্রাহককে ১৫ (পনেরো) দিনের নোটিশ প্রদানপূর্বক বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হইবে।
- দফা (ঘ) এ উল্লিখিত কারণে বিচ্ছিন্ন হওয়া গ্রাহকের বিদ্যুৎ সংযোগ যথাযথ শুদ্ধকরণ সরঞ্জাম (পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট প্ল্যান্ট) স্থাপন এবং প্রযোজ্য সংযোগ বিচ্ছিন্নকরণ ও পুনঃসংযোগ চার্জ প্রদান সাপেক্ষে পুনর্বহাল করা যাইবে।
বিলম্ব মাশুল কিভাবে ধার্য্য হয়?
সকল গ্রাহকশ্রেণির ক্ষেত্রে ৫% (পাঁচ শতাংশ) হারে এককালীন বিলম্ব পরিশোধ মাশুল প্রযোজ্য হইবে এবং বিলম্ব-পরিশোধ মাশুলের উপর পুনরায় কোনো মাশুল প্রযোজ্য হইবে না। বিদ্যুৎ বিলের ওপর সরকার কর্তৃক, সময় সময়, নির্ধারিত হারে মূল্য সংযোজন কর প্রযোজ্য হইবে। অনুমোদিত লোড ২০ কিলোওয়াট (কি.ও.) এর ঊর্ধ্বের সকল নিম্নচাপ (এলটি) গ্রাহককে সরবরাহ পয়েন্টে মাসিক গড় পাওয়ার ফ্যাক্টর (পিএফ) অবশ্যই ০.৯৫ বা উহার ঊর্ধ্বে রাখিতে হইবে; সকল মধ্যমচাপ (এমটি), উচ্চচাপ (এইচটি) এবং অতি উচ্চচাপ (ইএইচটি) গ্রাহককে সরবরাহ পয়েন্টে মাসিক গড় পাওয়ার ফ্যাক্টর (পিএফ) অবশ্যই ০.৯৫ বা উহার ঊর্ধ্বে রাখিতে হইবে। দফা (ক) এবং (খ) এ বর্ণিত গ্রাহকের ক্ষেত্রে সরবরাহ পয়েন্টে মাসিক গড় পাওয়ার ফ্যাক্টর (পিএফ) ০.৯৫ এর কম রেকর্ড হইলে নিম্নবর্ণিত হারে সারচার্জ প্রযোজ্য হইবে।
ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতির কাজ কি? গ্রামীণ এলাকায় বিদ্যুৎ সংযোগ স্থাপন এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা। গ্রাহকদের বিভিন্ন ধরনের সেবা প্রদান করা, যেমন বিল সংগ্রহ, সংযোগ নবায়ন, সমস্যা সমাধান ইত্যাদি। বিদ্যুৎ সিস্টেমের রক্ষণাবেক্ষণ এবং উন্নয়ন করা। নতুন গ্রাহকদের বিদ্যুৎ সংযোগ প্রদান করা সহ অন্যান্য বিভিন্ন কাজ যা গ্রাহকের চাহিদা মোতাবেক করে থাকেন।