আয়কর । ভ্যাট । আবগারি শুল্ক

Return Form Bangla Version 2024 । আয়কর রিটার্ণ সংশোধন যোগ্য ফরম বাংলায় কোথায় পাওয়া যাবে?

অনেকেই আয়কর রিটার্ন ফরমের ইংরেজী ভার্সন পূরণ করতে পারেন না। তারা নিচের লিংক থেকে বাংলা রিটার্ণ ফরম ডাউনলোড করে নিতে পারেন-Return Form Bangla Version

রিটার্ন জমা বলতে কি বুঝায়? রিটার্ন জমা বলতে সাধারণত আয়কর রিটার্ন জমা দেওয়াকে বোঝায়। আয়কর রিটার্ন হলো একটি ফর্ম, যেখানে আপনার এক বছরের মোট আয়ের বিস্তারিত তথ্য দেওয়া হয়। এই তথ্যের ভিত্তিতে সরকার আপনার কাছ থেকে কত টাকা কর নেবে তা নির্ধারণ করে।

কেন রিটার্ন জমা দিতে হয়? সরকারকে জানানো যে আপনি কত আয় করেছেন এবং তার উপর কত টাকা কর দিতে হবে। অনেক সরকারি সেবা নিতে রিটার্ন জমার রসিদ প্রয়োজন হয়। সঠিক তথ্য দিয়ে কর ফাঁকি রোধ করা। আপনার আয়ের পরিমাণের উপর নির্ভর করে করের হার নির্ধারণ করা হয়। রিটার্ন জমা না দিলে সরকার জরিমানা ধার্য করে।

রিটার্ন জমা না দিলে কি হয়? রিটার্ন জমা না দিলে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। সবচেয়ে সাধারণ সমস্যা হলো জরিমানা। নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন জমা না দিলে সরকার নির্ধারিত হারে জরিমানা আরোপ করতে পারে। জরিমানার সাথে সাথে, বকেয়া করের উপর ব্যাজও আরোপ করা হতে পারে। কখনো কখনো রিটার্ন জমা না দেওয়ার কারণে আইনি জটিলতায় জড়িয়ে পড়তে হয়। অনেক সরকারি সেবা নিতে রিটার্ন জমার রসিদ প্রয়োজন হয়। রিটার্ন জমা না থাকলে এসব সেবা পাওয়ায় বাধা সৃষ্টি হতে পারে। কিছু ক্ষেত্রে, ব্যাংক লেনদেনেও সমস্যা হতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে, রিটার্ন জমা না দেওয়ার ফলে ব্যবসায়ে নানা ধরনের জটিলতা সৃষ্টি হতে পারে।

  • হাতে পূরণ করেও জমা দিতে পারেন।
  • কম্পিউটারে টাইপ করেও জমা দিতে পারেন।
  • ফরম পূরণে লক্ষ্যনীয় বিষয় হচ্ছে সম্পদের মোট পরিবৃদ্ধি ও মোট অর্জিত তহবিলের পার্থক্য যেন শুন্য হয়।
  1. লিংক থেকে নিয়ে নিন: ডাউনলোড
  2. এক্সেল ফাইলটি নিয়ে নিন: ডাউনলোড

 

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *