আয়কর । ভ্যাট । আবগারি শুল্ক

আয়কর নীতিমালা ২০২৪ । সর্বনিম্ন কত টাকা আয় করলে আয়কর দিতে হয়?

২০২৪-২৫ কর বছরের জন্য প্রযোজ্য আয়কর হার সহ বিস্তারিত আলোচনা। অর্থ আইন, ২০২৪ তে বর্ণিত কর হারের তফসিল অনুযায়ী প্রত্যেক নিবাসী ব্যক্তি-করদাতা (অনিবাসী বাংলাদেশীসহ), হিন্দু যৌথ পরিবার, অংশীদারী ফার্ম, ব্যক্তি-সংঘ ও আইনের দ্বারা সৃষ্ট কৃত্রিম ব্যক্তিসহ অন্যান্য করদাতার ক্ষেত্রে মোট আয়ের উপর করহার নির্ধারিত হয়।

সর্বনিম্ন আয়ের সিলিং কত? প্রথম ৩,৫০,০০০ টাকার বেশি যে পরিমাণ অর্থ আয় হবে সে পরিমাণ অর্থের উপর অর্থাৎ তিন লক্ষ পঞ্চাশ  টাকা উপর পরবর্তী ১ লক্ষ টাকার উপর ৫% আয়কর দিতে হবে। মোট আয় থেকে ৪ লক্ষ ৫০ টাকা বাদ দেওয়ার পর পরবর্তী ৩ লক্ষ টাকার উপর ১০% আয়কর দিতে হবে। এভাবে ২৫% পর্যন্ত আয়কর প্রদান করতে হবে।

আয়কর স্ল্যাভ কত? বার্ষিক প্রথম ৩,৫০,০০০ টাকা পর্যন্ত মোট আয়ের উপর কোন আয়কর দিতে হবে না। বার্ষিক মোট আয়ের পরবর্তী ০১ লক্ষ টাকার উপর ৫%, পরবর্তী ৩,০০,০০০ টাকা পর্যন্ত মোট আয়ের উপর ১০% আয়কর দিতে হবে। পরবর্তী ৪,০০,০০০ টাকা পর্যন্ত মোট আয়ের উপর ১৫% আয়কর দিতে হবে। পরবর্তী ৫,০০,০০০ টাকা পর্যন্ত মোট আয়ের উপর ২০% আয়কর দিতে হবে। অবশিষ্ট মোট আয়ের উপর ২৫% আয়কর দিতে হবে।

বার্ষিক মোট আয়ের উপর নির্ভর করে আয়কর গণনা হয় । আপনার আয়ের উপর ২৫% পর্যন্ত আয়কর দেওয়া লাগতে পারে

আয় বাড়লে আয়করও বাড়বে

আয়কর আইন ২০২৪

প্রশ্নোত্তর পর্ব

  • প্রশ্ন: মাসিক কত টাকা বেতন হলে আয় করের আওতায় পড়বো?
  • উত্তর: ২৫,০০০/- টাকা বা তার বেশি হলেই।
  • প্রশ্ন: সর্বনিম্ন কত টাকা আয়কর দিতে হয়?
  • উত্তর: ন্যুনতম ২০০০ টাকা আয়কর দিতে হবে টিন থাকলেই। টিন না থাকলেও আপনি করের আওতা অর্থাৎ ৩,৫০,০০০ টাকার বেশি আয় করলে সর্বনিম্ন ৩০০০ টাকা আয়কর দিতে হবে।
  • প্রশ্ন: সময় মত আয়কর না দিলে কি হবে?
  • উত্তর: জরিমানা ও দন্ডসুদ দিতে হবে, অনাদায়ে কারাদন্ড।

তবে, উপরোল্লিখিত কর হার করদাতার মর্যাদা নির্বিশেষে সিগারেট, বিড়ি, জর্দা, গুলসহ সকল প্রকার তামাকজ্জাত পন্য প্রস্তুতকারক দরদাতার উক্ত ব্যবসায় হতে অর্জিত আয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

বি:দ্র: যদিও আয়কর আইনে ১৬ হাজার টাকা বেসিক হলে রিটার্ণ দাখিল করতে হবে। এটি এখনও কার্যকর রয়েছে। তাই টিআইএন থাকলে এবং ১৬ হাজার টাকার বেশি মাসিক বেতন থাকলে আয়কর রিটার্ণ দাখিল করতে হবে। আয়কর না দিলেও রিটার্ণ দাখিল করতে হবে। তবে এখনও পর্যন্ত আলোচনা আছে যে, জিরো রিটার্ণ দাখিলকারীকেও ২০০০ টাকা আয়কর দিতে হবে।

 

 

আরও দেখুন:

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

12 thoughts on “আয়কর নীতিমালা ২০২৪ । সর্বনিম্ন কত টাকা আয় করলে আয়কর দিতে হয়?

  • প্রশ্ন: মাসিক কত টাকা বেতন হলে আয় করের আওতায় পড়বো?
    উত্তর: ২০,৪৫০/- টাকা বা তার বেশি হলেই।
    *** প্রশ্ন: ২০,৪৫০/- টাকা কী মূল বেতন না নীট দাবি?
    দয়াকরে জানাবেন।

  • মূলবেতন হলে। যদিও ১৬০০০ টাকা বেসিক হলেও রিটার্ণ দাখিল করতে হবে এ নিয়ম এখনও বাতিল করা হয়নি।

  • টিন থাকলেই ২ হাজার টাকা আয়কর দিতে হবে। এটা কি আবার কার্যকর হয়েছে? এটা তো বাতিল করা হয়েছিলো।

  • না। বাতিল হয়েছে।

  • যদি ৪৫০০০০দেখালে খরচ বাবদ১৫০০০০ দেখালে বাকি থাকে৩০০০০০ রিটার্ন কি দাখিল করতে হবে।

  • টিন থাকলেই রিটার্ন দাখিল করতে হবে। ৩.৫ লক্ষ টাকার বেশি আয় থাকলে দিতে হবে আয়কর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *