সরকারি কর্মচারীদের অবসর প্রস্তুতি ছুটিসহ গড় ও অর্ধ গড় বেতনে অর্জিত ছুটি বা সাময়িক বরখাস্ত থাকাকালীন সময়ে বাড়ী ভাড়া ভাতা পাবেন-Temp. Dismisal Period House Rent 2025
বাড়ি ভাড়া কি অর্ধেক পায়? না। পিআরএল এ যাওয়ার সময়ে বে-সরকারী বাসা ব্যবহার করলে বাড়ি ভাড়া ভাতা পাবেন। বিএসআর ৬ (বি) তে এ সম্পর্কে কিছু বলা না থাকলেও অবসর প্রস্তুতি ছুটিসহ গড় ও অর্ধ গড় বেতনে অর্জিত ছুটি বা সাময়িক বরখাস্ত থাকাকালীন সময়ে বাড়ী ভাড়া ভাতা পাবেন। সরকারি বাসায় থাকলে অতিরিক্ত কোন অর্থ প্রদান করতে হবে না।
সরকারি আইনে কি বলা আছে? সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৩৯(২), বাংলাদেশ সার্ভিস রুলস; পার্ট-১ এর ৭৩ বিধির নোট-(২) এবং মেমোরেন্ডাম নং-ED (Reg-VI) S-12 / 78/115 (500), তারিখঃ ২১ নভেম্বর, ১৯৭৮ অনুযায়ী গ্রেফতারের তারিখ : ০২.০৯.২০২১ খ্রি. হইতে অত্র কর অঞ্চলের ‘অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক’ পদ হইতে আপনাকে সাময়িকভাবে বরখাস্ত করার নজির রয়েছে।
সাময়িক বরখাস্তকালীন সময়ে বেতন ও অন্যান্য ভাতাদি প্রাপ্য হবেন কি? স্মারক নং-ED(Reg-IV ) – 202 / 83-39, তারিখঃ ১০ মে, ১৯৮৩ খ্রি. অনুসারে, বি এস আর-৭১ ও এফ আর-৫৩(বি) বিধির অধীনে মূল বেতনের অর্ধ হারে খোরাকী ভাতা; সাময়িক বরখাস্তের পূর্বের উত্তোলিত হারে পূর্ণ বাড়ী ভাড়া ভাতা; সাময়িক বরখাস্তের পূর্বের হারে বাড়ী ভাড়া প্রদানের ভিত্তিতে সরকারি বাসভবনে বসবাস করিতে পারিবেন;
·
সাময়িক বরখাস্তের পূর্বের উত্তোলিত হারে পূর্ণ চিকিৎসা ভাতা পাবেন? হ্যাঁ। সাময়িক বরখাস্তের পূর্বের প্রাপ্য মহার্ঘ ভাতার অর্ধেক অর্থ মন্ত্রণালয়ের ২৪ জুন, ১৯৮০ তারিখের স্মারক নং অঃ মঃ/প্রবি-২/ভাতা-৮/৮০-১৬০ অনুসারে পূর্ণ হারে ক্ষতিপূরণ ভাতা, এবং অর্থ বিভাগের স্মারক নং-অম-অবি(বা)৪-এফ, বি-১২-৮৪(অংশ)১০৭, তারিখঃ ৩০ জুলাই, ১৯৮৪ খ্রি. অনুসারে সাময়িক বরখাস্ত অবস্থায় সাময়িক বরখাস্তের অব্যবহিত পূর্বে আহরিত মূল বেতনের যে অংশ খোরাকী ভাতা হিসাবে প্রাপ্য সে অংশের সমান উৎসব ভাতা ।
অর্জিত ছুটি বা সাময়িক বরখাস্ত থাকাকালীন বাড়ি ভাড়া পাবেন এ সংক্রান্ত আদেশ দেখুন: ডাউনলোড
চাকুরি হতে সাময়িক বরখাস্ত হলে করণীয় ২০২৪ । সাময়িক বরখাস্তকালীন হাজিরা দিতে হয় কি?