সরকারি কর্মকর্তাগণ বিভিন্ন গ্রেডে চাকরি করে থাকে- বেতন ভাতা ও দায়িত্বও ভিন্ন হয়ে তাকে – উপজেলা নির্বাহী কর্মকর্তার বেতন কত?
ইউএনও মূল বেতন কত? ৬ষ্ঠ গ্রেডে বেতন পান। এটি পদোন্নতি প্রাপ্ত পদ। এ পদের প্রারম্ভিক বেসিক ৩৫,৫০০ টাকা হতে শুরু হয়। তবে সাধারণত অধিকাংশ কর্মকর্তাই UNO হিসেবে পদায়নের সময় তাদের গ্রেডে একাধিক ইনক্রিমেন্ট প্রাপ্ত হয়ে যান। সেক্ষেত্রে তাদের বেসিক ৩৭,২৮০ টাকা কিংবা ৩৯,১৫০ টাকাও হতে পারে (UNO হিসেবে যোগদান করার সময়)। বিসিএস কর্মকর্তাদের ৯ম গ্রেডে যোগদান করতে হয়। ক্যাডার হতেই মূলত এসব পদে পদোন্নতি প্রাপ্ত হয়ে পদায়ন করা হয়।
Tno এর বেতন কত । টিএনও এর কাজ । একজন থানা নির্বাহী হতে কি যোগ্যতা লাগে?
একজন ডাক্তার বা মেডিকেল অফিসার কত বেতন পান? উত্তর: ৯ম গ্রেডে ২২০০০ টাকায় বেতন শুরু হয় একজন এমবিবিএস পাশ করা ডাক্তারের। একজন পুলিশের এসআই কত টাকা বেতন পান? উত্তর: ১০ম গ্রেডে ১৬০০০ টাকায় বেতন শুরু হয় একজন স্নাতক পাশ করা ব্যক্তি। পদ গ্রেড ভিত্তিক বেতন ও শিক্ষাগত যোগ্যতা ২০২৪ । কোন পদে যোগদানকালীন বেতন কত?
Caption: Check Full Order Now
থানা নির্বাহী কর্মকর্তা । টিএনও ও ইউএনও এর মধ্যে পার্থক্য কি?
- পদবী: টিএনও: থানা নির্বাহী কর্মকর্তা অন্যদিকে ইউএনও: উপজেলা নির্বাহী কর্মকর্তা
- কার্যক্ষেত্র: টিএনও: থানা / পুলিশ স্টেশন অন্যদিকে ইউএনও: উপজেলা
- দায়িত্ব: টিএনও: আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ তদন্ত, থানার প্রশাসনিক কাজকর্ম অন্যদিকে ইউএনও: উপজেলার সার্বিক উন্নয়ন, সরকারি প্রকল্প বাস্তবায়ন, উপজেলার বিভিন্ন দপ্তরের সমন্বয়
- পদমর্যাদা: টিএনও: সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (ASP) পদমর্যাদার অন্য দিকে ইউএনও: সহকারী জেলা প্রশাসক (ADC) পদমর্যাদার
- নিয়োগ: টিএনও: বাংলাদেশ পুলিশের মাধ্যমে অন্যদিকে ইউএনও: বাংলাদেশ সিভিল সার্ভিস (BCS) পরীক্ষার মাধ্যমে
- বেতন: টিএনও: পুলিশের পদমর্যাদা অনুযায়ী অন্যদিকে ইউএনও: BCS কর্মকর্তাদের বেতন স্কেল অনুযায়ী
- পোশাক: টিএনও: পুলিশের পোশাক অন্যদিকে ইউএনও: সরকারি কর্মকর্তাদের পোশাক
- অন্যান্য: টিএনও: পুলিশের নিয়ন্ত্রণে থাকে অন্যদিকে ইউএনও: জেলা প্রশাসনের নিয়ন্ত্রণে থাকে
- সারসংক্ষেপে: টিএনও পুলিশের একজন কর্মকর্তা এবং থানার দায়িত্বে থাকেন। ইউএনও একজন সরকারি কর্মকর্তা এবং উপজেলার দায়িত্বে থাকেন। দু’জনের কাজের ধরন, দায়িত্ব, পদমর্যাদা, নিয়োগ, বেতন, পোশাক এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা ভিন্ন। আশা করি, এই তথ্য আপনার জন্য সহায়ক হবে।
বিসিএস কর্মকর্তার বেতন কত?
বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তাগণকে বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১ এর বিধি ৫(বি) অনুযায়ী সিনিয়র স্কেল পদে (জাতীয় বেতনস্কেল, ২০১৫ এর ৬ষ্ঠ গ্রেড: ৩৫৫০০-৬৭০১০) পদোন্নতি প্রদান করা হয়। বিসিএস ক্যাডারদেরকে সিনিয়র স্কেল পদে পদোন্নতি। সকল বিসিএস ক্যাডারগণই ৯ গ্রেডে যোগদান করে থাকে।
https://bdservicerules.info/%E0%A6%95%E0%A6%A4-%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE-%E0%A6%AC%E0%A7%87%E0%A6%A4%E0%A6%A8-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A8/