সরকারি ভোটার তালিকা প্রকাশিত হবে বছরের শুরুতে এবং নতুন ভোটার তালিকায় অন্তর্ভূক্তি ইতোমধ্যে শুরু শুরু হয়েছে – ২০০৭ সাল বা তার পূর্বে জন্ম গ্রহণকারীদের ভোটার তালিকা– মৃত ব্যক্তির ভোটার তালিকা হালনাগাদ করণ বা বাতিল!
ভােটার তালিকা হালনাগাদ কর্মসূচি কবে হয়েছিল?–বাড়ি বাড়ি গিয়ে ভােটার হালনাগাদ উপলক্ষে নতুন ভােটাদের তথ্য সংগ্রহ করা হয়। * যাদের জন্ম তারিখ ০১/০১/২০০৭ এর পূর্বে এবং যারা আগে ভােটার হননি, ভােটার তালিকা হালনাগাদ কর্মসূচিতে নতুন ভােটার হিসাবে ফরম পূরণ করতে পারবেন। নির্বাচন কমিশন কেন্দ্রে গিয়ে ভোটার হতে হবে এবং ১৭ জানুয়ারি ২০২৫ হতে সংশোধনী শুরু হবে।
ভােটার নিবন্ধন ফরম পূরণ করার জন্য যে সব প্রস্তুতি গ্রহণ করা জরুরি- যাদের জন্মসনদ অনলাইনে নেই, তারা দ্রুত জন্মসনদ অনলাইন করে নিন। যাদের জন্মসনদ অনলাইনে আছে কিন্তু শিক্ষা সনদের সাথে মিল নেই, তারা দ্রুত শিক্ষা সনদ অনুযায়ী জন্মসনদ সংশােধন করে নিন। যাদের জন্মসনদ এবং শিক্ষাসনদ তাদের পিতা-মাতার জাতীয় পরিচয়পত্রের সাথে মিল নেই, তারা পিতা-মাতার নাম অনুযায়ী দ্রুত জন্মসনদ এবং শিক্ষাসনদ সংশােধন করে নিন। নিজের রক্তের গ্রুফ না জানলে রক্তের গ্রুফ পরীক্ষার মাধ্যমে রক্তের গ্রুফ জানুন।
আপনি যদি ইতােপূর্বে ভােটার নিবন্ধন করে থাকেন এবং যদি তার কোন তথ্য বা কাগজপত্র আপনার কাছে না থাকে, তবে যে কোন জেলা নির্বাচন অফিসে স্বশরীরে উপস্থিত হয়ে Afis Machine এর মাধ্যমে আঙ্গুলের ছাপ যাচাইয়ে আপনার তথ্য সংগ্রহ করতে পারেন। নতুন ভোটার হতে কি কি লাগে ২০২৪ । Documents for new Voter Enlisted
নতুন ভোটার হওয়া সুযোগ ২০২৪ / নতুন ভোটার হওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্রাদি
২০২৪-২০০৭ = ১৭ বছর বয়সী কেউ ভোটার হতে পারবেন না। ভোটার হওয়ার ন্যূনতম বয়স ১৮ বছর।
New Voter Nibondhon । নতুন ভোটার হওয়ার সুযোগ এসেছে
ভোটার হওয়ার ডকুমেন্ট ২০২৪ । নতুন ভােটার নিবন্ধনের জন্য যেসকল কাগজপত্র প্রয়ােজন হবে
- শিক্ষা সনদের (PSC/JSC/SSC) ০২। অনলাইন জন্মসনদ।
- নাগরিকত্ব সনদ।
- পিতা-মাতার NID কার্ডের ফটোকপি।
- বিবাহিত হলে স্বামী/স্ত্রীর NID কার্ডের ফটোকপি।
- বিদ্যুৎ বিল/ হােল্ডিং ট্যাক্স।
- পানির বিল/ ভাড়াটিয়া হলে বাড়ী ভাড়ার প্রত্যয়নপত্র।
- পাসপাের্টের কপি (যদি থাকে)।
- ড্রাইভিং লাইসেন্স এর কপি (যদি থাকে)।
- টিন সার্টিফিকেট (যদি থাকে)।
মৃত ব্যক্তির নাম ভােটার তালিকা হতে কর্তনের জন্য করনীয় কি?
মৃত ব্যক্তিদের ভোটার তালিকা হতে বাদ –মৃত ব্যক্তির নাম কর্তনের জন্য অনলাইন মৃত সনদ ও এলাকার চৌকিদার কিংবা মেম্বারদের মাধ্যমে সনাক্তকরণ করা হবে। ভােটার নিবন্ধনের সময় আপনি যে তথ্য দিবেন, আপনার জাতীয় পরিচয়পত্র (NID) তে সেই তথ্যই থাকবে। তাই সঠিক এবং সত্য তথ্য দিয়ে আপনার ভােটার নিবন্ধন ফরম পূরণ করুন। মনে রাখবেন একাধিকবার ভােটার হওয়া দন্ডনীয় অপরাধ। নতুন ভোটারদের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র ২০২৪