সর্বশেষ প্রকাশিত পোস্টসমূহ

অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতির প্রজ্ঞাপন ২০২২

বিসিএস পুলিশ ক্যাডার ৯ম গ্রেডে পুলিশ সুপার হতে অতিরিক্ত উপ পুলিশ মহাপরিদর্শন বা DIG পদে পদোন্নতি প্রদান করা হয়। সে মোতাবেক ডিআইজি পদে প্রারম্ভিক মূল বেতন ৫০,০০০ টাকা হয়ে থাকে। সরকারি অন্যান্য সুযোগ সুবিধার সাথে পুলিশি ভাতা বিদ্যমান থাকে। সুপেরিয়র কর্মকর্তাগনের  জাতীয় পুলিশ পদস্তর বিন্যাস: আইজিপি> অতিঃআইজিপি> ডিআইজি>অতিঃডিআইজি>এসপি> অতিঃএসপি> সিনিয়র এএসপি> এএসপি

সুপেরিয়র অফিসারদের পদ মর্যাদার স্থর বিন্যাস
আইজিপি ৮২০০০/-(সিনিয়র সচিব)পদমর্যাদাঅতিঃ আইজিপি৭৮০০০/৬৬০০০/-গ্রেড১(সচিব)পদমর্যাদা ৪জনডিআইজি ৫৬৫০০/-অতিঃ ডিআইজি ৫০০০০/-এসপি ৪৩০০০/-অতিঃ এসপি ৩৫৫০০/২৯০০০- সিনিয়র এএসপি ২৩০০০/-এএসপি ২২০০০/-
১৪৬৩৯৪১

গণপ্রজাতন্ত্রীবাংলাদেশ সরকার

স্বরাষ্ট্র মন্ত্রণালয়

জননিরাপত্তা বিভাগ,

পুলিশ শাখা-১ 

www.mhapsd.gov.bd

নং-৪৪.০০.০০০০.০৯৪,১২০৩৪.২০.৬৩ তারিখ: ০২ জুন ২০২২ খ্রিস্টাব্দ।

প্রজ্ঞাপন

বিসিএস (পুলিশ) ক্যাডারের নিবর্ণিত কর্মকর্তাগণকে অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) (জাতীয় বেতন ফেল ২০১৫ এর ৪র্থ গ্রেডে টাকা ৫০,০০০-৭১,২০০/-) পদে পদোন্নতি প্রদান করা হলাে।

অতিরিক্ত ডিআইডি পদে পদোন্নতি

২। বর্ণিত কর্মকর্তাগণ সিনিয়র সচিব, জননিরাপত্তা বিভাগ, অরই মরণালয় বরাবর সরাসরি অথবা (police1@mhapsd.gov.bd) পদোন্নতিপ্রাপ্ত পদে যােগদানপত্র প্রেরণ করবেন। 

৩। জনস্বার্থে জারিকৃত এ আদেশ যােগদানের তারিখ হতে কার্যকর হবে।

রাষ্ট্রপতির আদেশক্রমে,

ধনঞ্জয় কুমার দাস

উপসচিব 

ফোনঃ +৮৮০২২২৩৩৫৪৫৩১ 

 

অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতির প্রজ্ঞাপন ২০২২: ডাউনলোড

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *