আত্তীকৃত কর্মচারীর জ্যেষ্ঠতা, বেতন, অবসর ও এতসংক্রান্ত সুবিধাদি।
উদ্বৃত্ত সরকারি কর্মচারী আত্তীকরণ বিধিমালা ২০২০ এর অনুচ্ছেদ ৭ মোতাবেক নতুন আত্তীকৃত কর্মস্থলের নিয়োগ বিধিমালা মোতাবেক আত্তীকৃত কর্মচারী সরকারি সকল সুবিধা ভোগ করবে। এক্ষেত্রে পূর্ব পদের চাকরিকাল গননা হইবে।
৭। আত্তীকৃত কর্মচারীর জ্যেষ্ঠতা, বেতন, অবসর ও এতসংক্রান্ত সুবিধাদি।- (১) কোনো সরকারি কর্মচারীকে এই বিধিমালার অধীন আত্তীকরণ করা হইলে তিনি সংশ্লিষ্ট আত্তীকরণকৃত অফিস বা দপ্তরের চাকরি বিধি অনুযায়ী বেতন, অবসর ও এতদসংক্রান্ত সুবিধাদি প্রাপ্য হইবেন।
(২) আত্তীকৃত কর্মচারীর আত্তীকৃত পদের জ্যেষ্ঠতা, বেতন, ছুটি, পেনশন এবং আনুতোষিকের জন্য তাহার আত্তীকরণের পূর্ব চাকরিকালের সম্পূর্ণ সময় গণনা করিতে হইবে।
৮। সরকার কর্তৃক নিয়োগ কার্যক্রম স্থগিতকালীন আত্তীকরণ।-সরকার কর্তৃক প্রশাসনিক কারণে সাময়িকভাবে কোনো মন্ত্রণালয় বা বিভাগ বা কার্যালয়ে নতুন জনবল নিয়োগের কার্যক্রম স্থগিত থাকিলেও উক্ত মন্ত্রণালয় বা বিভাগ বা কার্যালয়ের অধীন আত্তীকরণ কার্যক্রম চলমান থাকিবে।
উদ্বৃত্ত সরকারি কর্মচারী আত্তীকরণ বিধিমালা, ২০২০ : ডাউনলোড
- মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধন ফি ২০২৬ । দেশে বিয়ে ও ডিভোর্স খরচ কি বেড়ে গেল?
- সরকারি কর্মচারী ও স্বায়ত্তশাসিত সংস্থার সন্তানদের শিক্ষাবৃত্তির আবেদন শুরু
- ভোটার আইডি কার্ড চেক করার নিয়ম ২০২৬ । এনআইডি নাম্বার দিয়ে গ্রামের নাম বের করা যায়?
- প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন ২০২৬ । ইনক্রিমেন্ট ও বিশেষ প্রণোদনা সহ কার বেতন কত হবে জেনে নিন
- Pay Scale Chart Bangladesh 2026 । সরকারি কর্মচারীর বেতন শেষ ধাপে পৌঁছালে আর বৃদ্ধি হয় না?



