উদ্বৃত্ত সরকারি কর্মচারী আত্তীকরণ বিধিমালা ২০২০ এর অনুচ্ছেদ ৭ মোতাবেক নতুন আত্তীকৃত কর্মস্থলের নিয়োগ বিধিমালা মোতাবেক আত্তীকৃত কর্মচারী সরকারি সকল সুবিধা ভোগ করবে। এক্ষেত্রে পূর্ব পদের চাকরিকাল গননা হইবে।
৭। আত্তীকৃত কর্মচারীর জ্যেষ্ঠতা, বেতন, অবসর ও এতসংক্রান্ত সুবিধাদি।- (১) কোনো সরকারি কর্মচারীকে এই বিধিমালার অধীন আত্তীকরণ করা হইলে তিনি সংশ্লিষ্ট আত্তীকরণকৃত অফিস বা দপ্তরের চাকরি বিধি অনুযায়ী বেতন, অবসর ও এতদসংক্রান্ত সুবিধাদি প্রাপ্য হইবেন।
(২) আত্তীকৃত কর্মচারীর আত্তীকৃত পদের জ্যেষ্ঠতা, বেতন, ছুটি, পেনশন এবং আনুতোষিকের জন্য তাহার আত্তীকরণের পূর্ব চাকরিকালের সম্পূর্ণ সময় গণনা করিতে হইবে।
৮। সরকার কর্তৃক নিয়োগ কার্যক্রম স্থগিতকালীন আত্তীকরণ।-সরকার কর্তৃক প্রশাসনিক কারণে সাময়িকভাবে কোনো মন্ত্রণালয় বা বিভাগ বা কার্যালয়ে নতুন জনবল নিয়োগের কার্যক্রম স্থগিত থাকিলেও উক্ত মন্ত্রণালয় বা বিভাগ বা কার্যালয়ের অধীন আত্তীকরণ কার্যক্রম চলমান থাকিবে।
উদ্বৃত্ত সরকারি কর্মচারী আত্তীকরণ বিধিমালা, ২০২০ : ডাউনলোড
- Age Limit for Education Allowance 2025 । শিক্ষা সহায়ক ভাতা কত বছর বয়স পর্যন্ত পাওয়া যাবে?
- মাতৃত্বকালীন ছুটির নীতিমালা ২০২৫ । প্রসূতি ছুটির সাথে যে কোন ছুটি মঞ্জুর করা যায় কি?
- Ration for Police 2025 । পুলিশের অবিবাহিত কন্যা, প্রতিবন্ধী সন্তান আজীবন রেশন পায়?
- Jita Bet – Casino and Betting with Generous Bonuses for Everyone
- Govt. Educational Allowance For Child 2025 । স্বামী ও স্ত্রী উভয়ই চাকরিজীবী হলে শিক্ষা ভাতা কি উভয়েই পাবে?