নিম্ন আয়ের বা বেতনের সরকারি কর্মচারী প্রায়শই ঋণ গ্রস্থ হয়ে পড়েন। ঋণের দায়ে বা মানসিক বিকার গ্রস্থ হয়ে কোন সরকারি কর্মচারী আত্মহনন বা আত্মহত্যা করিলে তার পরিবার সরকারের নিকট হতে পেনশন ও আনুতোষিক পাবেন পেনশন সহজীকরণ আইন ২০০৯ অনুসারে।
পেনশন আইন ২০০৯ এর ধারা ৩.০৭ অনুসারে আত্মহত্যার ক্ষেত্রে পেনশন প্রাপ্যতার বিষয়ে নিম্নরূপ বিধান রয়েছে।
আত্মহত্যার কারণে মৃত চাকুরের পরিবারকে (যদি থাকে) স্বাভাবিক মৃত্যুর ন্যায় প্রচলিত বিধি অনুযায়ী পারিবারিক পেনশন ও আনুতোষিক প্রদান করিতে হইবে।
আরও বিস্তারিত জানতে পেনশন বিধিমালা দেখে নিতে পারেন: ডাউনলোড
প্রশ্নোত্তর পর্ব:
- প্রশ্ন: পারিবারিক কারণে আত্মহত্যা করলেও কি পারিবারিক পেনশন পাবেন?
- উত্তর: হ্যাঁ, স্বাভাবিক মৃত্যুর ন্যায় পারিবারিক পেনশন পাবেন।
- প্রশ্ন: হত্যা করা হলে বা নিখোজ থাকলেও কি পারিবারিক পেনশন পাওয়া যাবে?
- উত্তর: হ্যাঁ, স্বাভাবিক মৃত্যুর ন্যায় পারিবারিক পেনশন পাওয়া যাবে।
- প্রশ্ন: যদি কেউ নিরুদ্দেশ হয় এবং তাকে ট্রেস করা না যায় তাহলে কি পেনশন পাবে তার পরিবার?
- উত্তর: হ্যাঁ, পাবেন।