ইত্যাদি । বিবিধ । ক্যাটাগরী বিহীন তথ্য

অফিসিয়াল আন্তর্জাতিক মেশিন রিডেবল ই-পাসপোর্ট তৈরি সংক্রান্ত।

বাংলাদেশ সুপ্রীম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিভাগের এম,এল,এস,এস, জনাব মো: নাহিদ মাহমুদ এর নামে একটি ” অফিসিয়াল আন্তর্জাতিক মেশিন রিডেবল ই-পাসপোর্ট” তৈরি করার অনুমতিসহ অনাপত্তিপত্র (এন,ও,সি) প্রদান করা হয়েছে। এনওসি পূরণ করবেন যেভাবে তার নমুনাও সংযুক্ত করা আছে।

বাংলাদেশ সুপ্রীম কোর্ট

হাইকোর্ট বিভাগ, ঢাকা

সাধারণ ও সংস্থাপন শাখা

Web: www.supremecourt.gov.bd

স্মারক নং-/২০২১-৫২১৯(১) জি,এস তারিখ: ২৩/৯/২০২১ খ্রি:

বিষয়: “অফিসিয়াল আন্তর্জাতিক মেশিন রিডেবল ই-পাসপোর্ট” তৈরি সংক্রান্ত।

উপর্যুক্ত বিষয়ে নির্দেশিত হয়ে বাংলাদেশ সুপ্রীম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিভাগের এম,এল,এস,এস, জনাব মো: নাহিদ মাহমুদ এর নামে একটি ” অফিসিয়াল আন্তর্জাতিক মেশিন রিডেবল ই-পাসপোর্ট” তৈরি করার অনুমতিসহ অনাপত্তিপত্র (এন,ও,সি) প্রদান করা হলো। তার অনুকূলে বিধি মোতাবেক অফিসিয়াল আন্তর্জাতিক মেশিন রিডেবল ই-পাসপোর্ট তৈরির নিমিত্ত দাখিলকৃত কাগজপত্রাদি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এতদসংগে প্রেরণ করা হলো।

(ডেপুটি রেজিস্ট্রার)

(সার্বিক ও আদি অধিক্ষেত্র) (ভা:)

ফোন: ৯৫৭০৯৯১

উপ-পরিচালক

আঞ্চলিক পাসপোর্ট অফিস

আগারগাঁও, ঢাকা।

অফিসিয়াল আন্তর্জাতিক মেশিন রিডেবল ই-পাসপোর্ট তৈরি সংক্রান্ত: ডাউনলোড

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *