যে পদ হইতে পদোন্নতি দেওয়া হয় উক্ত পদকে ফিডার পদ বলে এবং যে পদে পদোন্নতি দেওয়া হয় উক্ত পদকে পদোন্নতি পদ বলে।
কোন পদে কোন কোন পদধারীকে পদোন্নতি দেওয়া হইবে অর্থাৎ পদোন্নতির পদের ফিডার পদ কোনগুলি তাহা সাধারণভাবে সংশ্লিষ্ট নিয়োগ বিধিতে তফসিলে (নিয়োগ পদ্ধতির প্রয়োজনীয় চাকুরীর অভিজ্ঞতাও তফসিলে (প্রয়োজনীয় যোগ্যতা কমালে) বর্ণিত থাকে।
নিয়োগ বিধিতে বর্ণিত কোন পদের ফিডার পদধারী না হইলে উক্ত পদে পদোন্নতি দেওয়া যায় না। কোন একটি পদের যদি একাধিক ফিডার পদ হয় তাহা হইলে উক্ত একাধিক পদের পদধারীদের সমন্বিত জ্যেষ্ঠতা তালিকার ভিত্তিতে জ্যেষ্ঠতা নির্ণয় পূর্বক পদোন্নতি প্রদান করিতে হয়।
সূত্র: জ্যেষ্ঠতা ও পদোন্নতি বিধিমালা।
২০তম গ্রেডের ফিডার পদের জন্য কি কি যোগ্যতা প্রয়োজন,যেমন-চাকুরির বয়স,আবেদনের কাগজপত্রদি,২০তম গ্রেড থেকে কোন পদে পদোন্নতি হবে।
ফিডার পদে মানে সর্বশেষ যে পদে আছেন। চাকুরির বয়স প্রতিষ্ঠানের নিয়োগ বিধিমালা অনুযায়ী, কাগজপত্রের মধ্যে স্থায়ীকরণ, আবেদন, এসিআর এবং বিভাগীয় বা কোর্ট কেইস মামলা নেই মর্মে কাগজপত্র থাকতে হবে।