সার্ভিস রুলস । নীতি । পদ্ধতি । বিধি

সরাসরি নিয়োগে এক নজরে বিভিন্ন কোটার হার।

১ম গ্রেড  হইতে ১৩ গ্রেডের পদে মেধা ভিত্তিক নিয়োগের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ০৪ অক্টোবর ২০১৮ তারিখের পরিপত্র নং -০৫.০০.০০০০.১৭০.১১.০৭.১৮.২৭৬ এবং পরবর্তী পর্যায়ে উক্ত স্মারকের সংশোধনী দ্বারা ১৩ তম ও তদুর্ধ্ব গ্রেডের পদে অর্থাৎ ১ম গ্রেড হইতে ১৩তম গ্রেডের পদে সরাসরি নিয়েঅগের ক্ষেত্রে কোটা প্রথা বিলুপ্ত করা হয়। ফলে উক্ত গ্রেড সমূহের পদে কেবল মেধার ভিত্তিক সরাসরি নিয়োগ করা যাইবে।

১৪তম গ্রেড হইতে ২০ তম গ্রেডের পদে কোটার ক্ষেত্রে সরকারি দপ্তর/স্বায়ত্তশাসিত/আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং কর্পোরেশনের চাকরির ১৪ তম গ্রেড হইতে ২০ তম গ্রেডের পদে সরাসরি নিয়োগের জন্য বিভিন্ন ধরনের কোটার হার নিম্নরূপ-

সকল ক্ষেত্রে কোটা পদ্ধতি

জনপ্রশাসন স্মারক নং সম(বিধি-১)-এস-৮/৯৫(অংশ-২)-৫৬(৫০০), তারিখ: ১৭ মার্চ ১৯৯৭, সম(বিধি-১) এস-৩/৯৯ (অংশ-১)-৫০(১০০০), তারিখ: ২৪ মার্চ, ১৯৯৯, ০৫.১৭০.০২২.০৭.০১.১২৪.২০১.২৬. তারিখ: ১২ জানুয়ারি, ২০১২ এবং স্মারক নং-০৫.০০.০০০০.১৭০.১১.০৬১.১৪.৩৮, তারিখ: ২৭ জানুয়ারি, ২০১৫, ০৪ অক্টোবর, ২০১৮ তারিখের পরিপত্র নং-০৫.০০.০০০০.১৭০.১১.০৭.১৮-২৭৬ ।

সরাসরি নিয়োগে এক নজরে বিভিন্ন কোটার হার: ডাউনলোড

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *