নিয়োগ । বদলি । পদোন্নতি । জ্যেষ্ঠতা

অফিস সহকারীকে প্রশাসনিক কর্মকর্তা পদে পদোন্নতি।

বাংলাদেশ সচিবালয় (ক্যাডার বহির্ভূত গেজেটেড কর্মকর্তা এবং নন-গেজেটেড কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০১৪’’ মোতাবেক মন্ত্রিপরিষদ বিভাগের নিম্নবর্ণিত ০৬ (ছয়) জন কর্মচারীকে জাতীয় বেতনস্কেল, ২০১৫ অনুসারে ১০ম গ্রেডে টাকা ১৬০০০-৩৮৬৪০/- বেতনস্কেলে প্রশাসনিক কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তার শূন্য পদে পদোন্নতি প্রদান করা হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

মন্ত্রিপরিষদ বিভাগ

সংস্থাপন অধিশাখা

www.cabinet.gov.bd

নম্বর: ০৪.০০.০০০০.৪১১.১২.০০১.১৮.৫৫১; তারিখ: ০১ নভেম্বর ২০২০

প্রজ্ঞাপন

বাংলাদেশ সচিবালয় (ক্যাডার বহির্ভূত গেজেটেড কর্মকর্তা এবং নন-গেজেটেড কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০১৪’’ মোতাবেক মন্ত্রিপরিষদ বিভাগের নিম্নবর্ণিত ০৬ (ছয়) জন কর্মচারীকে জাতীয় বেতনস্কেল, ২০১৫ অনুসারে ১০ম গ্রেডে টাকা ১৬০০০-৩৮৬৪০/- বেতনস্কেলে প্রশাসনিক কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তার শূন্য পদে পদোন্নতি প্রদান প্রদান করা হলো:

১। জনাব মোহাম্মদ আব্দুল্লাহ, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিককে প্রশাসনিক কর্মকর্তা পদে পদোন্নতি।

২। জনাব মো: রুবেল আলম, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিককে প্রশাসনিক কর্মকর্তা পদে পদোন্নতি।

৩। জনাব মো: সুলাইমান খন্দকার, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিককে প্রশাসনিক কর্মকর্তা পদে পদোন্নতি।

৪। জনাব মো: শাহজালাল, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিককে প্রশাসনিক কর্মকর্তা পদে পদোন্নতি।

৫। জনাব মিজ রোজিনা খাতুন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিককে প্রশাসনিক কর্মকর্তা পদে পদোন্নতি।

৬। জনাব মিজ শাম্মী আক্তার, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিককে প্রশাসনিক কর্মকর্তা পদে পদোন্নতি।

পদোন্নতির শর্তাবলী

ক) উল্লিখিত কর্মকর্তাগণকে পদোন্নতিপ্রাপ্ত পদে যোগদানের তারিখ থেকে ০১ (এক) বছরের জন্য শিক্ষানবিস হিসাবে নিয়োগ করা হলো। নিয়োগকারী কর্তৃপক্ষ কারণ লিপিবদ্ধ করে শিক্ষানবিসকালের মেয়াদ বৃদ্ধি করে সর্বসাকুল্যে ০২ (দুই) বছর করতে পারবেন।

খ) শিক্ষানবীশকালে কোন কর্মকর্তার আচরণ ও কর্ম সন্তোষজনক বিবেচিত না হলে অথবা কর্মদক্ষ হওয়ার সম্ভাবনা না থাকলে নিয়োগকারী কর্তৃপক্ষ তাকে যে পদ থেকে পদোন্নতি দিয়েছিলেন সে পদে প্রত্যাবর্তন করাতে পারবেন।

গ) এ আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।

ঘ) এ আদেশ সুনির্দিষ্টভাবে বর্ণিত হয়নি, এরূপ কোন ক্ষেত্রে তাদের চাকরি সরকারের প্রচলিত বিধি ও আদেশ এবং সরকার কর্তৃক ভবিষ্যতে প্রণীত বিধি ও আদেশ দ্বারা নিয়ন্ত্রিত হবে।

০২। বিধি মোতাবেক সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে এ প্রজ্ঞাপন জারি করা হলো।

রাষ্ট্রপতির আদেশক্রমে,

ড. মো: মুশফিকুর রহমান

অতিরিক্ত সচিব (সংযুক্ত) (রূটিন দায়িত্ব)

ফোন: ৯৫১১০৩৫

 

মন্ত্রিপরিষদ বিভাগে ৬ জন অফিস সহকারীকে প্রশাসনিক কর্মকর্তা পদে পদোন্নতি: ডাউনলো

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *