জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি নং-সম(বিধি-৪) সংশোধন (সময়-৬/২০০৯-৩৯১, তারিখ: ১৫ অক্টোবর, ২০০৯ খ্রিষ্টাব্দ দ্বারা যানজট নিরসনের একটি পদক্ষেপ হিসাবে ঢাকা মহানগরীর সকল সরকারী, বেসরকারী অফিস, বিধিবদ্ধ সংস্থা এবং আর্থিক প্রতিষ্ঠানের কর্মকালীন সময় নিম্নরূপ নির্ধারণ করা হয়:-
০১। সরকারী, আধা-সরকারী অফিস, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত সংস্থা-সকাল ৯.০০ হইতে বিকাল ৫.০০ টা।
০২। ব্যাংক, বীমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান-সকাল ১০.০০ হইতে বিকাল ৬.০০ টা।
০৩। বেসরকারী অফিস/প্রতিষ্ঠান-সকাল ১০.০০ হইতে বিকাল ৬.০০ টা।
পূর্বে সময়ে সরকারি অফিস কর্মঘন্টা ছিল ৬.৫ ঘন্টা ফলে সারা সপ্তাহে ডিউটি ছিল ৩৯ ঘন্টা। তাই সকাল ৮ টা হতে বিকাল ২.৩০ এর মধ্যে অফিস শেষ হয়ে যেত।
যানজট নিরসনে ঢাকা মহানগরীর অফিস সময় এ সংক্রান্ত নোটিস দেখে নিতে পারেন: ডাউনলোড