সর্বশেষ প্রকাশিত পোস্টসমূহ

সরকারি অফিসে বিদ্যুৎ সাশ্রয়ে করণীয় ২০২২

সরকারি অফিস গুলোতে বিদ্যুৎ সাশ্রয়ে বেশি কিছু পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে। অযথা লাইট জ্বালিয়ে মিটিং বা অন্য কোন রুমে কাজে না গিয়ে অবশ্যই লাইট ফ্যান বন্ধ নিশ্চিত করতে হবে। এছাড়াও নিম্নোক্ত পদ্ধতি বা পন্থা গুলো অবলম্বনের মাধ্যমে বিদ্যুৎ সাশ্রয়ে উদ্যোগী হওয়া যেতে পারে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

কারিগরী কার্য

বাংলাদেশ বেতার ৩১/১, সৈয়দ মাহবুব মাের্শেদ সরণি

আগারগাঁও, ঢাকা-১২০৭

(ওয়েবসাইটঃ www.betar.gov.bd)

স্মারক নং: ১৫.৫৩.০০০০.৩০১.১৮.০০৩.২২. ৪০৮৭ (২) তারিখঃ ০৪/০৮/২০২২

বিষয়ঃ বিদ্যুৎ সাশ্রয় সংক্রান্ত।

সূত্রঃ বাংলাদেশ বেতার, সদর দপ্তর, ঢাকার গত ২৪-০৭-২০২২ খ্রি. এর ১৫.৫৩.০০০০.০১৪.৩১.০৬২.১৯.২৫৭ সংখ্যক পত্র

উপযুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানাে যাচ্ছে যে, অর্থ মন্ত্রনালয়ের গত ২১-০৭-২০২২ খ্রি. এর ০৭.১০১.০২০.০০.০০.০১.২০০১.১৬ সংখ্যক পরিপত্রে সকল সরকারি দপ্তরে বিদ্যুৎখাতে বরাদ্দকৃত অর্থের ২৫% সাশ্রয় করতে নির্দেশ দেয়া হয়। উক্ত সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ বেতারের আগারগাঁওস্থ সদর দপ্তরের প্রশাসনিক এবং এনেক্স ভবনের আওতাধীন দপ্তরসমূহে বিদ্যুতের ব্যবহার ২৫% এর বেশী হ্রাস করা প্রয়ােজন। এমতাবস্থায় চলমান পরিস্থিতি বিবেচনায় বিদ্যুৎ সাশ্রয়ের নিমিত্ত নিম্নোক্ত বিষয়গুলাে অনুসরণ করতে সকল কে অনুরােধ করা হলােঃ

(ক) কক্ষ ত্যাগের প্রাক্কালে সকল বৈদ্যুতিক বাতি, পাখাসহ অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জামাদি বন্ধ রাখা;

(খ) প্রাধিকারপ্রাপ্ত কর্মকর্তাগনের এয়ার কন্ডিশনারের (AC) তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস নির্ধারণ করা;

(গ) অফিস কক্ষ, সভা কক্ষ, সিডি, করিডাের ইত্যাদি স্থাপনায় প্রয়ােজনের অতিরিক্ত বাতি, পাখা, এসি বন্ধ রাখা;

(ঘ) অব্যবহৃত অবস্থায় যন্ত্রপাতি (যেমন- ওয়াশরুম, এয়ার কন্ডিশনার, ফটোকপিয়ার, লেজার প্রিন্টার, স্ক্যানার ইত্যাদি)Unplug করে রাখা ;

(ঙ) Desktop computer/ Laptop yake hibernate/sleep mode চালু রাখা;

(চ) কম গুরুত্বপূর্ন ফাইল/ ডকুমেন্ট প্রিন্ট পরিহার করে E-mail অথবা Cloud storage এ সংরক্ষণ করা;

(ছ) প্রয়ােজনে দরজা জানালার পর্দা সরিয়ে রেখে প্রাকৃতিক আলাে – বাতাস ব্যবহার করা;

(জ) পানির পাম্প ট্যাংকি ওভারফ্লো হওয়ার পূর্বেই বন্ধ করার বিষয়ে সচেষ্ট থাকা; পানির অপচয় রােধ করা;

(ঝ) রুম হিটার, গিজার, বৈদ্যুতিক হিটার, Pedestal fan ইত্যাদির ব্যবহার পরিহার করা;

(ঞ) স্ট্রীট লাইট ও নিরাপত্তা বাতি সূর্যের আলাে আসার সাথে সাথেই বন্ধ করা এবং প্রয়ােজনের অতিরিক্ত ফ্লাড লাইট চালু না করা;

মােঃ শহীদুর রহমান

অতিরিক্ত প্রধান প্রকৌশলী (দায়িত্বে)

ফোনঃ ৪৪৮১৩০১৩

বিদ্যুৎ সাশ্রয় সংক্রান্ত নির্দেশনা: ডাউনলোড

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *