সরকারি ভাবে ৩ মাস মেয়াদী কোর্স করা হবে – কর্মচারীর পরিবারের জন্য এ কোর্স চালু করা হয়েছে – ১০০০ টাকায় ৩ মাস মেয়াদী কোর্স করুন
সরকারি কর্মচারীর পরিবারের জন্য ফ্রিল্যান্সিং কোর্স ২০২২– বাংলাদেশ কর্মচারী কল্যাণ বাের্ডের নিয়ন্ত্রণাধীন মতিঝিল মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ( মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজের বিপরীতে অবস্থিত ) ফ্রিল্যান্সিং কোর্সে ভর্তি চলছে। সরকারি কর্মচারীদের পরিবার অর্থাৎ স্ত্রী, সন্তানগণ এ কোর্সে ভর্তি হতে পারবেন।
আমাদের মত দেশে নারীদের ফুল টাইম চাকরি করা খুব কঠিন বিষয়। কেননা এ দেশের বেশীরভাগ স্বামীরা সংসারের কাজ করতে অভ্যস্ত নয়। যার ফলে কোন নারী চাকরি করলেও সংসারের কাজ করতে হয়। আর এজন্য বাংলাদেশের নারীরা চাকরি করে না। কিন্তু তারা ইচ্ছে করলেই অনায়াসেই কিছু সময় ফ্রিল্যান্সিং করে ভালো আয় করতে পারে। ফ্রিল্যান্সিং নারীদের জন্য পারফেক্ট একটি পেশা। 100% original Freelancing market Place 2022 | যে সাইটগুলো থেকে দেশী ভাইয়েরা আয় করছে
বৈশ্বিক ডিজিটাইজেশন ও প্রযুক্তিগত উন্নয়নের সুবাদে দ্রুত এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। ডিজিটাল আউটসোর্সিংয়ে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ দেশ হয়ে উঠছে এখন বাংলাদেশ। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়নবিষয়ক সংস্থা আঙ্কটাডের ‘ডিজিটাল ইকোনমাই রিপোর্ট-২০১৯ অনুযায়ী, বৈশ্বিক এ খাতে বাংলাদেশের প্রায় সাড়ে ৬ লাখ ফ্রিল্যান্সার কাজ করছেন, যাদের মাধ্যমে প্রতিবছর দেশে ১০ কোটি ডলারের বেশি বৈদেশিক মুদ্রা আসছে। এ ছাড়া বাংলাদেশের আইটি খাতে ৩ লাখের বেশি পেশাজীবী কাজ করছে। ফ্রিল্যান্সিং এর পাশাপাশি এগিয়ে যাচ্ছেন দেশের নারীরা।
শুধুমাত্র ঢাকায় এ কোর্সটি করা যাবে / আগামী ডিসেম্বর ১ তারিখ হতে এ কোর্সটি চালু হবে
ভর্তির জন্য যোগাযোগ করুন সুপারভাইজার মতিঝিল মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, ঢাকা (রুমানা ইয়াসমিন ) ফোন: ০২-৫৮৩১১৬০৭
Caption: Circulars for Freelancing Course PDF Download
ফ্রিল্যান্সিং ছাড়াও আরও বিভিন্ন স্বাবলম্বী কোর্স করানো হয়। মহিলাদের জন্য এছাড়াও আর কি কোর্স রয়েছে?
- কম্পিউটার, স্পোকেন ইংলিশ, ফ্রিল্যান্সিং
- এমব্রয়ডারী, ক্যাটারিং
- ব্লক-বাটিক, সেলাই-কাটিং, ফ্যাশন ডিজাইন
- কনফেকশনারী, বিউটিফিকেশন
বাংলাদেশ কর্মচারী কল্যান বোর্ড কি?
বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড বাংলাদেশের সরকারি কর্মচারীদের কল্যাণের জন্য গঠিত একটি সরকারি বোর্ড। এর সদরদপ্তর রাজধানী ঢাকায় অবস্থিত। এই বোর্ডের নেতৃত্বে আছেন মহাপরিচালক ড. নাহিদ রশীদ। সরকারি কর্মচারীদের আর্থিক ও অন্যান্য সুযোগ সুবিধা প্রদানের লক্ষ্যে ১৯৫২ সালে স্টাফ ওয়েলফেয়ার অর্গানাইজেশন প্রতিষ্ঠা করা হয় এবং ১৯৬৯ সালের ১২ ফেব্রুয়ারীতে ঢাকার মতিঝিল সরকারি আবাসিক এলাকায় সর্বপ্রথম মহিলা কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র কাম কমিউনিটি সেন্টারটি চালু করা হয়। সরকারি কর্মকর্তা কর্মচারীদের স্ত্রী ও কন্যাদেরকে আত্মনির্ভরশীল ও কর্মমুখী শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলাই ছিল এর প্রধান উদ্দেশ্য। পরবর্তীতে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও বরিশালে সরকারি আবাসিক এলাকায় মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র চালু করা হয়েছে। উক্ত কেন্দ্রগুলিতে কম্পিউটার অফিস কোর্স, গ্রাফিকস ডিজাইন, সেলাই, ব্লক, এমব্রয়ডারী, ও কনফেকশনারি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। উক্ত প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ গ্রহণের পর অনেকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। কেউ অফিসে কাজ করছে, কেউ বাড়িতে বসেই সেলাই, ব্লক, এমব্রয়ডারী করে অর্থ উপার্জন করছে। বোর্ডের এ প্রশিক্ষণ কর্মসূচীর মাধ্যমে মেয়েরা যেমন আত্মনির্ভরশীল ও স্বাবলম্বী হয়ে উঠছে তেমনিভাবে মানব সম্পদের উন্নয়নসহ জাতীয় অর্থনীতিতে বলিষ্ঠ ভূমিকা রাখছেন।
ক্রমিক নং | কোর্সের নাম | মেয়াদ কাল | কোর্স ফি | কোর্সের সময়কাল |
1. | কম্পিউটার প্রশিক্ষণ (অফিস কোর্স)
| ৩ (তিন) মাস | ১০০০/- | ১ম ব্যাচঃ জানুয়ারী-মার্চ ২য় ব্যাচঃ এপ্রিল-জুন ৩য় ব্যাচঃ জুলাই-সেপ্টেম্বর ৪র্থ ব্যাচঃ অক্টোবর-ডিসেম্বর
|
2. | কম্পিউটার গ্রাফিক্স ডিজাইন কোর্স
| ৩ (তিন) মাস | ১০০০/- | |
3. | স্পোকেন ইংলিশ | ৩ (তিন) মাস | ১০০০/- | |
4. | ফ্রিল্যান্সিং | ৩(তিন) মাস | ১০০০/- |