সাধারণ ভবিষ্য তহবিলের জমার সুদ দুই পদ্ধতিতে নির্ণয় করা হয়। ক) প্রারম্ভিক জের ও উত্তোলনের ক্ষেত্রে সরল সুদ। খ) তহবিলের বাৎসরিক চাঁদার ক্ষেত্রে রেকারিং (Recurring) সুদ।
ক) প্রারম্ভিক জের যদি ১,০০,০০০.০০ টাকা হয় এবং সুদের হার যদি ১৩% হয় (১,০০,০০০*১৩)/১০০ = ১৩,০০০/- টাকা।
খ) মাসিক চাঁদার হার ১০০০.০০ টাকা এবং সুদের হার ১৩% হয়-
সূত্র = (মাসিক চাঁদার হার*সুদের হার*৭৮) / ১২০০ = সুদ
সুদ = (১০০০*১৩*৭৮) /১২০০ = ৮৪৫ টাকা সুদ।
৭৮ = ১২ মাসের যোগফল (১২+১১+১০+৯+৮+৭+৬+৫+৪+৩+২+১)
যদি বৎসরের জুলাই মাস হইতে চাঁদা প্রদান করিয়া অন্য কোন মাস হইতে চাঁদা প্রদান করা হয় তবে সেই মাস হইতে জুন মাস পর্যন্ত মাসসমূহের যোগফল দ্বারা গুন করিতে হইবে।
এটা তো সাধারণ হিসাব। কিন্তু যখন আমার অগ্রিমের কিস্তি কাটা হবে তখন সুদ নির্ণয়ের পদ্ধতিটা কি হবে?
একই নিয়ম