রোগ ব্যাধি । চিকিৎসা। প্রতিকার

সরকারি কর্মচারীদের স্বাস্থ্য বিধি নিশ্চিত করণ নির্দেশনা (সংশোধিত)।

দেশ ব্যাপী করোনা ভাইরাস (কোভিড-১৯) এর প্রাদুর্ভাব এবং ব্যাপক বিস্তার রোধকল্পে অধিকতর সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের জন্য সকল মন্ত্রণালয় ও অধিনস্থ দপ্তর/ প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের স্বাস্থ্য বিধি পালন নিশ্চিতকরণের নিমিত্তে ১২টি নির্দেশনা (সংশোধনী) প্রদান করা হয়েছে (আদেশেদের কপি সংযুক্ত) তা নিম্নরূপ:

স্বাস্থ্য বিধি সংক্রান্ত ১২টি নির্দেশনা (সংশোধিত)

১। অফিস চালু করার পূর্বে অবশ্যই প্রতিটি অফিস কক্ষ/ আঙ্গিনা / রাস্তাঘাট জীবানুমুক্ত করতে হবে।

২। প্রত্যেক মন্ত্রণালয়/ বিভাগে প্রবেশ পথে থার্মাল স্ক্যানার/ থার্মোমিটার দিয়ে কর্মকর্তা/ কর্মচারীদের শরীরে তাপমাত্রা পরীক্ষা করে অফিসে প্রবেশ করাতে হবে।

৩। অফিস পরিবহনসমূহ অবশ্যই শতভাগ জীবানুনাশক দিয়ে জীবাণুমুক্ত করতে হবে। যানবাহনে বসার সময় পারস্পারিক ন্যূনতম তিন ফুট শারীরীক দূরত্ব বজায় রাখতে হবে এবং সকলকে মাস্ক (সার্জিক্যাল মাস্ক অথবা তিন পরত (স্তর) বিশিষ্ট কাপড়ের মাস্ক, যা নাক ও মুখ ভালোভাবে ঢেকে রাখবে) ব্যবহার করতে হবে।

৪। সার্জিক্যাল মাস্ক শুধু একবার (One Time) হিসাবে ব্যবহার করা যাবে। কাপড়ের মাস্ক সাবান দিয়ে পরিস্কার করে পুনরায় ব্যবহার করা যাবে।

৫। যাত্রার পূর্বে এবং যাত্রাকালীন পথে বার বার হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিস্কার করতে হবে।

৬। খাওয়ার সময় শারীরিক দূরত্ব (ন্যূনতম তিন ফুট) বজায় রাখতে হবে।

৭। প্রতিবার টয়লেট ব্যবহারের পরে সাবান দ্বারা জীবানুমুক্তকরণ নিশ্চিত করতে হবে।

৮। অফিসসমূহে কাজ করার সময় শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে।

০৯। কর্মস্থলে সকলকে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে এবং ঘন ঘন সাবান পানি বা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরস্কার করতে হবে।

১০। কর্মকর্তা/ কর্মচারীদের করোনা (COVID-19) প্রতিরোধে বিভিন্ন সাধারণ নির্দেশাসহ অন্যান্য স্বাস্থ্য বিধি নিয়মিত মনে করিয়ে দিতে হবে এবং তারা স্বাস্থ্য বিধিসমূহ মেনে চলছে কিনা তা মনিটরিং করতে হবে। ভিজিলেন্স টিম এর মাধ্যমে মনিটরিং কার্যক্রম পরিচালনা করতে হবে।

(১১) দৃশ্যমান একাধিক স্থানে ছবিসহ স্বাস্থ্য সুরক্ষা নির্দেশনা ঝুলিয়ে রাখতে হবে।

(১২) কোন কর্মচারীকে অসুস্থ্য পাওয়া গেলে তাৎক্ষনিকভাবে তাকে আইসোলেশনে / কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করতে হবে।

 

সরকারি কর্মচারীদের স্বাস্থ্য বিধি নিশ্চিত করণে যে সকল ১২টি নির্দেশনা রয়েছে এ সংক্রান্ত আদেশ ও নির্দেশনা দেখুন: ডাউনলোড

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *