হাওড় / দ্বীপ / চর ভাতা
মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক ১৮/০২/২০১৮ তারিখের ০৪.০০.০০০০.৫১২.৩৫.০১১.১৭.৭৬ নং প্রজ্ঞাপনে হাওড়/ দ্বীপ/ চর হিসাবে ঘোষিত ১৬টি উপজেলায় কর্মরত সরকারি কর্মচারীগণকে ০৫ মে, ২০১৯ তারিখ হইতে নিম্নরূপ হারে মাসিক হাওড়/ দ্বীপ/ চর ভাতা প্রদান করা হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ
প্রবিধি অনুবিভাগ
প্রবিধি-৩ অধিশাখা
website: www.mof.gov.bd
নং-০৭.০০.০০০০.১৭৩.৪১.০২৭.১৫.৪৮; ০৫/০৫/২০১৯ খ্রি:
প্রজ্ঞাপন
মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক ১৮/০২/২০১৮ তারিখের ০৪.০০.০০০০.৫১২.৩৫.০১১.১৭.৭৬ নং প্রজ্ঞাপনে হাওড়/ দ্বীপ/ চর হিসাবে ঘোষিত ১৬টি উপজেলায় কর্মরত সরকারি কর্মচারীগণকে ০৫ মে, ২০১৯ তারিখ হইতে নিম্নরূপ হারে মাসিক হাওড়/ দ্বীপ/ চর ভাতা প্রদান করা হয়:
| জাতীয় বেতনস্কেল ২০১৫ এর গ্রেড নং | হাওড়/দ্বীপ/চর ভাতার পরিমাণ |
| গ্রেড নং ২০ | ১৬৫০/- |
| গ্রেড নং ১৯ | ১৭০০/- |
| গ্রেড নং ১৮ | ১৭৬০/- |
| গ্রেড নং ১৭ | ১৮০০/- |
| গ্রেড নং ১৬ | ১৮৬০/- |
| গ্রেড নং ১৫ | ১৯৪০/- |
| গ্রেড নং ১৪ | ২০৪০/- |
| গ্রেড নং ১৩ | ২২০০/- |
| গ্রেড নং ১২ | ২২৬০/- |
| গ্রেড নং ১১ | ২৫০০/- |
| গ্রেড নং ১০ | ৩২০০/- |
| গ্রেড নং ৯ | ৪৪০০/- |
| গ্রেড নং ৮ | ৪৬০০/- |
| গ্রেড নং ৭ ও তদুর্ধ্ব | ৫০০০/- |
প্রজ্ঞাপন জারির তারিখ থেকে উক্তভাতা কার্যকর হবে।
হাওড় / দ্বীপ / চর ভাতার প্রজ্ঞাপন: ডাউনলোড



