GPF Loan Number of Installment । জিপিএফ অগ্রিম পরিশোধে সর্বোচ্চ ও সর্বনিম্ন কিস্তির পরিমান কত?
অফেরতযোগ্য অগ্রিম ব্যতীত অন্যান্য অগ্রিমের যে সংখ্যক কিস্তি মঞ্জুরকারী কর্তৃপক্ষ নির্ধারণ করিতে সেই পরিমান কিস্তিই পরিশোধ করতে হবে। তবে চাঁদা দাতার ইচ্ছায় এ কিস্তির সংখ্যা নির্ধারণ করা হয়-GPF Loan Number of Installment
সর্বনিম্ন কত কিস্তিতে কাটানো যায়? কিস্তির সংখ্যা কোন ক্রমেই ১২ এর নিচে হবে না কোন ক্রমেই সর্বোচ্চ ৫০ এর বেশি হইবে না। সাধারণ ৫২ বছরের বয়সের নিম্ন বয়সের কর্মচারীরা অফেরৎযোগ্য অগ্রিম গ্রহণ করিতে পারিবে না।সর্বোচ্চ একাধারে ০৩ টি অগ্রিম মঞ্জুর করা যাইবে। এর অধিক মঞ্জুর করতে হলে সরকারের আদেশ প্রয়োজন পড়বে।
জিপিএফ থেকে সর্বোচ্চ কত টাকা উত্তোলন করা যায়? জমাকৃত অর্থের ৭৫% শতাংশ অগ্রিম হিসাবে গ্রহণ করা যাইবে। সাধারণত অগ্রিমের কিস্তি পরিশোধের পর ০১ কিস্তি সুদ হিসাবে কর্তনযোগ্য তবে ক্ষেত্রে বিশেষে ০১ কিস্তি কর্তন হতে বিরত থাকা যায়। ঘর-বাড়ি নির্মান, চিকিৎসা, শিক্ষার জন্য, বিবাহ, অন্ত্যেষ্টিক্রিয়া, দেনমোহর, গৃহ মেরামত ইত্যাদি কারণে এ অগ্রিম গ্রহণ করা যায়।
- আয়কর ছাড় ও রিটার্ন দাখিল ২০২৫ । অনলাইনে ই রিটার্ন সাবমিট নিয়ে বিস্তারিত জেনে নিন
- Higher scale 2025 salary । কর্মচারীদের উচ্চতর গ্রেড প্রাপ্তিতে ১০ টাকা বেতন বৃদ্ধি পায়?
- Extra Ordinary Leave Rules bd 2025 । বিনা বেতনে ছুটিকালীন বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা পাওয়া যায়?
- ইনক্রিমেন্ট সিলিংয়ে পৌছে যাওয়াদের উচ্চতর গ্রেড ২০২৫ । ০২ বছর পর পরবর্তী উচ্চতর গ্রেডে গেলে কর্মচারীদের কি লাভ হবে?
- GPF Subscription Update By Current Basic 2025 । আপনি জিপিএফ এ কেন সর্বোচ্চ চাঁদা কাটাবেন?
বিস্তারিত জানতে সাধারণ ভবিষ্য তহবিল বিধিমালা, ১৯৭৯ দেখুন: ডাউনলোড