ইতোমধ্যে খোলা জিপিএফ হিসাব ধারীদের নমিনির তথ্য বর্তমানে ম্যানুয়ালি সংরক্ষিত আছে আইবাস++ সিস্টেমে জিপিএফ হিসাবধারীদের নমিনির তথ্য কেন্দ্রীয়ভাবে আইবাস++ সিস্টেমে সংরক্ষণের জন্য Budget Execution মডিউল হতে GPF Subscriber Nominee Entry শীর্ষক মেনু ব্যবহার করে অনলাইনে একজন সরকারি কর্মচারী নমিনির তথ্য সংযোজনের প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয়

হিসাব ভবন, সেগুনবাগিচা, ঢাকা-১০০০

নম্বর: ০৭.০৩.০০০০.০০৩.৬৫.৪৪০.১৮.২২৭; তারিখ: ১২/০৭/২০২১

বিষয: নতুন নিয়োগপ্রাপ্ত সরকারি কর্মচারীর জিপিএফ হিসাব খোলা এবং ইতোমধ্যে খোলা হিসাবধারীদের নমিনিতথ্য সংযোজন প্রসঙ্গে।

উপর্যুক্ত বিষযের প্রতি দৃষ্টি সদয় আকর্ষণ করা যাচ্ছে।

পাবলিক ফিল্যান্সিয়াল ম্যানেজমেন্ট (পিএফএম) অ্যাকশন প্ল্যান ২০১৮-২৩ এর অ্যাকশন ২৮ এ বর্ণিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জিপিএফ হিসাবের ব্যালেন্স এর সঠিকতা নিশ্চিতকরণ এবং জিপিএফ সংক্রান্ত তথ্যসমূহ কেন্দ্রীয়ভাবে আইবাস++ সিস্টেমে সঠিকভাবে সংরক্ষণ এবং সকল জিপিএফ হিসাব সম্বলিত একটি বার্ষিক প্রতিবেদন প্রণয়নের নিমিত্ত নতুন নিয়োগপ্রাপ্ত সরকারি কর্মচারীর জিপিএফ হিসাব খোলা এবং ইতোমধ্যে খোলা জিপিএফ হিসাবধারীদের নমিনিতথ্য সংযোজন এর লক্ষ্যে আইবাস++ সিস্টেমে প্রয়োজনীয় মেনু সংযোজন করা হয়েছে।

২। একজন সরকারি কর্মচারী চাকরিতে প্রথম নিয়োগের পর জিপিএফ হিসাব খুলতে ইচ্ছুক হলে আইবাস++ সিস্টেমের Budget Exectution মডিউল হতে GPF Account Opening শীর্ষক মেনু ব্যবহার করে অনলাইনের মাধ্যমে সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিস বরাবর হিসাব খোলার আবেদন প্রেরণ করতে পারবেন। সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিস কর্তৃক আবেদন যাচাইপূর্বক অনুমোদিত হলে আইবাস++ সিস্টেম হতে স্বয়ংক্রিয়ভাবে ১০ ডিজিট বিশিষ্ট একটি জিপিএফ হিসাব নম্বর প্রাপ্ত হবেন। ইতোমধ্যে ম্যানুয়ালি খোলা জিপিএফ হিসাবধারীদের ক্ষেত্রে আইবাস++ সিস্টেম হতে পূর্বের হিসাব নম্বরের বিপরীতে একটি হিসাব নম্বর প্রদান করা হয়েছে।

৩। ইতোমধ্যে খোলা জিপিএফ হিসাব ধারীদের নমিনির তথ্য বর্তমানে ম্যানুয়ালি সংরক্ষিত আছে আইবাস++ সিস্টেমে জিপিএফ হিসাবধারীদের নমিনির তথ্য কেন্দ্রীয়ভাবে আইবাস++ সিস্টেমে সংরক্ষণের জন্য Budget Execution মডিউল হতে GPF Subscriber Nominee Entry শীর্ষক মেনু ব্যবহার করে অনলাইনে একজন সরকারি কর্মচারী নমিনির তথ্য সংযোজনের প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।

এমতাবস্থায়, এ পত্রে উল্লিখিত উপর্যুুক্ত বিষয়সমূহ সকল সিএএফও/ডিসিএ/ডিএএফও কার্যালয়সমূহকে তাদের আওতাধীন ডিডিওসমূহকে অবহিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা যাচ্ছে।

(মো: মামুল উল মান্নান)

অতিরিক্ত হিসাব মহানিয়ন্ত্রক (হিসাব ও পদ্ধতি)

ফোন: ৯৩৬০৮৫৯

iBAS++ হতেই জিপিএফ হিসাব খোলা যাবে: ডাউনলোড

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

admin has 2986 posts and counting. See all posts by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *