সরকার নির্ধারিত অফিস সময়ের এক মিনিট বিলম্বে উপস্থিত হইলেও এই অধ্যাদেশের আওতায় দন্ড প্রদান করা যাইবে। যানবাহন না পাওয়া, যানবাহন নষ্ট হওয়া, পাবলিক সার্ভিস ট্রান্সপোর্ট দেরিতে পৌছানো, অলংঘনীয় ব্যক্তিগত কাজ যুক্তিসংগত কারণ হিসাবে গ্রহণ করা হবে না।
সারসংক্ষেপ:
- যানজট /যানবাহন পাওয়া যায়নি এমন অজুহাত চলবে না।
- অফিস ত্যাগের কারণ রেজিষ্টারে লিপিবন্ধ না করিয়া, নির্ধারিত সময়ের পূর্বে অফিস ত্যাগ করা যাবে না।
- পূর্ব অনুমতি ব্যতিত কেহ অফিসে অনুপস্থিত থাকিতে পারবেন না।
- কেবল মাত্র হঠাৎ অসুস্থ্যতা অনুপস্থিতির কারণ বলিয়া গ্রহণ যোগ্য হইবে।
- অভ্যাসগত অপরাধীদেরকে বিভাগীয় কার্যক্রম গ্রহণ পূর্বক গুরুদন্ড প্রদান পূর্বক বেতন বিল হতে বেতন কর্তন করা যাইবে।
বিস্তারিত জানতে চাকুরির বিধানাবলীর ৬৭ নম্বর পাতা দেখুন: ডাউনলোড
এই তথ্য সম্বলিত একটি বইয়ের দরকার।
reference added post below