পূর্ণ গড় বেতনে অর্জিত ছুটিতে মুল বেতন পূর্ণ হারে প্রাপ্য হবে – অর্ধ গড় বেতনে অর্জিত ছুটিতে মুল বেতন অর্ধ হারে প্রাপ্য হবেন – অর্জিত ছুটি ২০২৪
অর্জিত ছুটি ২০২৩ – অজির্ত ছুটি বর্তমানেও নির্ধারিত ছুটি বিধিমালা ১৯৫৯ অনুসারেই মঞ্জুর করা হয়। অর্জিত ছুটি বিধির কোন পরিবর্তন অদ্যবধি আনা হয়নি – বাংলাদেশ সরকারের ১৮ রকমের ছুটির মধ্যে অর্জিত ছুটি বা নির্ধারিত ছুটি বিধিমালা হচ্ছে অন্যতম ছুটি। সরকারি ছুটি কত প্রকার ও কি কি – নৈমিত্তিক, অর্জিত, অসাধারণ ছুটি।
অর্জিত ছুটি কত দিন নেয়া যায়? নির্ধারিত ছুটি বিধিমালা, ১৯৫৯ এর বিধি-৩(১) (ii) অনুয়ায়ী একজন কর্মচারী ব্যক্তিগত বা পারিবারিক কারণে এককালীন সর্বোচ্চ ৪ (চার) মাস পর্যন্ত গড় বেতনে ছুটি ভোগ করিতে পারেন। নির্ধারিত ছুটি বিধিমালা, ১৯৫৯ এর ৩(১) (ii) নং বিধি অনুযায়ী একজন কর্মচারী স্বাস্থ্যগত কারণে গড় বেতনে এককালীন সর্বোচ্চ ৬ (ছয়) মাস পর্যন্ত ছুটি ভোগ করিতে পারিবেন। ইহার অতিরিক্ত ছুটির প্রয়োজন হইলে তাহা অর্ধ গড় বেতনে ভোগ করিতে পারিবেন। অর্ধ-গড় বেতনে ছুটি পাওনা না থাকিলে নির্ধারিত ছুটি বিধিমালা, ১৯৫৯ এর বিধি ৯ এর উপবিধি (৩) এর অধীনে অসাধারণ ছুটি ভোগ করিতে পারিবেন।
অস্থায়ী কর্মচারী কি এ ছুটি প্রাপ্য হইবেন? যে অস্থায়ী সরকারী কমরচারী ৩০শে জুন, ১৯৫৯ তারিখে নিরবচ্ছিন্নভাবে তিন বত্সর বা উহার অধিককাল চাকুরীর মেয়াদ সম্পন্ন করিয়াছেন, ৫নং বিধির ক্ষেত্র ব্যতীত, এই বিধিমালার অন্যান্য ক্ষেত্রে তিনি স্থায়ী সরকারী কর্মচারী হিসাবে বিবেচিত হইবেন এবং তিনি এই বিধিমালার অপশন গ্রহণ করিয়া থাকিলে, তাহার ক্ষেত্রে এই বিধিমালার বিধান ১লা জুলাই, ১৯৫৯ হইতে কার্যকর হইবে ।
অর্ধ গড় বেতনে ছুটিই কি মেডিকেল ছুটি / Medical Leave of Government staff and officer 2024
The Prescribed Leave Rules, 1959 / নির্ধারিত ছুটি বিধিমালা, ১৯৫৯
Caption: There is two kinds of Prescribed Leave-Full Average Leave and another is Half Average Leave
বহি: বাংলাদেশ বা দেশের অভ্যন্তরে অর্জিত ছুটি কাটানোর নিয়ম । ছুটি কাটানোর ক্ষেত্রে ক্যাটাগরি অনুসরণ করুন
- প্রথমে নির্ধারিত অর্জিত ছুটির ফরম পূরণ পূর্বক যথাযথ কর্তৃপক্ষের নিকট আবেদন করে এ ছুটি মঞ্জুর করাতে হবে।
- আবেদনপত্রে নাম পদবী উল্লেখ করতে হবে।
- কোন বিধি অনুযায়ী ছুটি চান: নির্ধারিত ছুটি বিধিমালা ১৯৫৯ উল্লেখ করতে হবে।
- মুল বেতন, নিয়েঅগের তারিখ, ছুটির ধরন, কোন তারিখ হইতে কত দিন ছুটি চান সেটি উল্লেখ করতে হবে।
- সর্বশেষ কোন তারিখে ছুটি হইতে আসিয়াছেন সেটি উল্লেখ করতে হবে।
- উপরস্ত অফিসারের সুপারিশ লাগবে।
- ছুটি হিসাব সার্ভিস বুক হতে উল্লেখ করতে হবে।
- ছুটি মঞ্জুরকারী কর্তৃপক্ষের আদেশ জারি হতে হবে এবং কর্তৃপক্ষের অনুমোদন লাগবে অর্জিত ছুটির ফরমে।
- তবে ছুটি কাটিয়ে এসেও ছুটি মঞ্জুর করা যায়। এক্ষেত্রে কর্তৃপক্ষের পূর্ব অনুমতি নিয়ে ছুটি কাটাতে হয়।
অর্জিত ছুটি মঞ্জুরের পূর্বেই কি এ ছুটি কাটানো যায়?
জি। অসুস্থ্যতা বা জরুরি পারিবারিক কারণে অথবা ব্যক্তিগত কারণে আকস্মিক ছুটি প্রয়োজন হলে কর্তৃপক্ষকে অবহিত করে অর্জিত ছুটি কাটানো যায়। সাধারণত চাকরি জীবনে সফলভাবে চাকরি করলে একজন কর্মচারী বা কর্মকর্তার প্রায় ৫ বছরের মত ছুটি জমা হয়। লাম্পগ্র্যান্ট বাবদ ছুটি বিক্রি এবং পিআরএল বাবদ মাত্র ৩০ মাসের ছুটি ব্যবহার হয়। যাহোক অর্জিত ছুটি মঞ্জুরের পূর্বে ছুটি কাটাতে হলে কর্তৃপক্ষকে অবগত করতে হবে এবং জনস্বার্থ যাতে ব্যাহত না হয় সেটিকে খেয়াল রাখতে হবে। তবে প্রয়োজন হলে ছুটি তো অবশ্যই কাটাবেন। ছুটি ব্যক্তিগত, পারিবারিক প্রয়োজন ও অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য সরকারি এতরকম ছুটির বিধান রেখেছেন। মনে রাখবেন ছুটি কোন অধিকার নয়, জনস্বার্থ বিবেচনা করতে হবে। কর্তৃপক্ষের সাথে যোগাযোগ ও অনুমতি ক্রমে ছুটি কাটানোর পর ভোগকৃত ছুটি মঞ্জুরের জন্য আবেদনক্রমে ভূতাপেক্ষ ছুটি মঞ্জুরী নেয়া যাবে। ভূতাপেক্ষভাবে অর্জিত ছুটি মঞ্জুরীর আদেশের নমুনা।
কত দিন চাকরি করলে কত দিন অর্জিত ছুটি জমা হয়?
পূর্ণ গড় বেতনে ১১ দিনে ১ দিন। অর্ধ গড় বেতনে ১২ দিনে ১ দিন সে হিসাবে মোট সময়কালকে ১১ দিয়ে ভাগ দিয়ে পূর্ণ গড় বেতনে এবং ১২ দিয়ে ভাগ দিয়ে অর্ধ গড় বেতনে ছুটি পরিমাণ বের করা হয়। গড় বেতনে অর্জিত ছুটি যদি জমা না থাকে তবে অর্ধ গড় বেতনে ছুটি তখন দ্বিগুন হারে কাটতে হয়।
অর্জিত ছুটির ফরম সংগ্রহ করুন: ডাউনলোড
অর্জিত ছুটি কয়দিন ভোগ করলে কয়দিন কাটার নিয়ম? আমাদেরকে অফিস বলেছে ভোগ করা দিনের ডাবল কাটা যাবে।
যদি গড় বেতনের অর্জিত ছুটি জমা না থাকে তবে অর্ধ গড় বেতনে ছুটি ডাবল কাটা যায়। অর্জিত ছুটি দুই রকম-গড় বেতনে এবং অর্ধ গড় বেতনে।
আমি join korso ২১/০২/২০২১ তারিখ।
৮ দিন অর্জিত ছুটি ডিসেম্বর/২২ এ
kataychi।।
Akhon ৩ মাস ছুটি প্রয়োজন।
কিভাবে ছুটি নিলে ভালো হবে।।
আপনার জমা গড় বেতনে ছুটি যা আছে নিন এবং অর্ধ গড় বেতনে ছুটিকে গড় বেতনে রুপান্তর করে ৩ মাস ছুটি নিন। আপনার প্রায় ১০০ দিনের মত ছুটি জমা থাকার কথা।
চাকুরীর বয়স ২৮, এখন ১ বছরের ছুটি নিতে চাইলে কি করতে হবে।
তিনমাস পর্যন্ত দপ্তর ব্যক্তিগত কারণ দেখিয়ে দিতে পারে। উপযুক্ত কারণ থাকলে ১ বছর ছুটি পাবেন। অর্জিত ছুটির নির্ধারিত ফর্মে আবেদন করলেই হবে।
আমি ০২/০৭/২০২৩ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেছি, আমার কতদিন অর্জিত ছুটি পাওনা হয়েছে ?
প্রতি বছরে ৩৩ দিন গড় এবং ৩২ দিন অর্ধগড় অর্জিত ছুটি জমা হয়।
আমার চাকুরীর বয়স ২৩, এখন ৬ মাসের ছুটি নিতে চাইলে কি করতে হবে।
পূর্ণ গড় বেতনে অর্জিত ছুটির আবেদন দিতে হবে। প্রয়োজন এবং অবস্থা বুঝে দপ্তর প্রধান ছুটি মঞ্জুর করবে।
২০ দিন অর্জিত ছুটি নিয়ে ১৫ দিন ছুটি ভোগ করলে তার বিধান কি হিবে?
আদেশ সংশোধন করে অবশিষ্ট ছুটি জমা হবে যা আপনি ভোগ করেন নি।
আমার চাকরির বয়স ২ বছর। এখন আমার ৩ মাস চিকিৎসা জনিত ছুটির প্রয়োজন আমি কি ধরনের ছুটি পেতে পারি? বেতন কি পাব? (প্রাইমারি স্কুল)
পূর্ণ গড় বেতনে অর্জিত ছুটি নিবেন। অর্জিত ছুটিতে থাকাকালীন টিফিন ও যাতায়াত ভাতা ছাড়া সবই পাবেন প্রতি মাসে। পূর্ণ গড় বেতনে ছুটি শেষ হতে থাকলে অর্ধ গড় বেতনে ছুটি নিবেন এখানে শুধু মূল বেতন অর্ধেক পাবেন। আবার যদি অর্ধ গড় বেতন ছুটি পূর্ণ গড় বেতনে রূপান্তর করে কাটান তবে সকল কিছু ফুল পাবেন। অর্জিত ছুটি নিন। দুই বছরে জমাকৃত ছুটি সব মিলিয়ে ৯৬ দিন ছুটি কাটাতে পারবেন।