আর্থিক ব্যবস্থাপনা সম্পর্কে জানার জন্য যে সকল পরিপত্র / বইসমূহ আপনার সংগ্রহে থাকা প্রয়োাজন তা নিচে লিস্ট আকারে উপস্থাপন করা হলো: ডাউনলোড করতে বইয়ের নামের উপর ক্লিক করুন।
- জেনারেল ফিনান্সিয়াল রুলস।
- ট্রেজারী রুলস।
- বাংলাদেশ সার্ভিস রুলস (বিএসআর)
- এস্টাব্লিশমেন্ট ম্যানুয়াল (খন্ড ১ ও ২)
- পিপিআর (সর্বশেষ ২০০৮)
- মূসক এবং আয়কর এর পরিপত্র (সর্বশেষ)
- আর্থিক ক্ষমতা অর্পন-২০১৫
#প্রতিটি ক্রয়ের ক্ষেত্রে উৎসে আয়কর কর্তন করা কি বাধ্যতামূলক?
উত্তর হ্যাঁ, সরকারী ও বেসরকারী তহবিলের প্রতিটি ক্রয়ের ক্ষেত্রে উৎসে আয়কর করতে হবে এবং কর্তনকৃত অর্থ নিম্নবর্ণিত হারে সরকারি কোষাগারে জমা করতে হবে:
১/- হতে ১৫,০০,০০০/- টাকা পর্যন্ত ২% হারে।
১৫,০০,০০০.- টাকা হতে ৫০,০০,০০০./- টাকা পর্যন্ত ৩% হারে।
৫০,০০,০০০.- টাকা হতে এক কোটি টাকা পর্যন্ত ৪% হারে।
এক কোটি টাকার উর্ধ্বে ৫% হারে।
#প্রতিটি ক্রয়ের ক্ষেত্রে উৎসে মূসক (VAT) কর্তক করা কি বাধ্যতামূলক?
উত্তর: হ্যাঁ, সরকারী ও বেসরকারি কোষাগারে জমা করতে হবে (জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক বিভিন্নসময় জারীকৃত আদেশানুযায়ী অব্যাহতি প্রাপ্ত দ্রব্যাদি ছাড়া)।
#একজন আয়ন ব্যয়ন কর্মকর্তা কিভাবে ৫০,০০০/- টাকার টিস্যু পেপার, ডাস্টার, কলম, কাগজ এবং অন্যান্য আইটেমের স্টেশনারী বিল প্রস্তুত করবেন?
উত্তর: দাবী কৃত বিল :৫০,০০০/-
ভ্যাট ৭.৫% হারে : (৩৭৫০)
আয়কর ২% হারে: (১০০০)
সরবরাহকারীকে নীট পরিশোধযোগ্য : ৪৫,২৫০/- টাকা মাত্র।
#ভ্যাট ও আয়করের টাকা ট্রেজারীতে চালানের মাধ্যমে জমার কোড কি কি?
উত্তর: সাংবিধানিক-মন্ত্রণালয়-প্রাতিষ্ঠানিক-অর্থনৈতিক কোড
ভ্যাট কোড: ১-১১৩৩-০০১৫-০৩১১
আয়কর কোড: ১-১১৪১-০০০৫-০১১১
#অপ্যায়নের জন্য প্রত্যেক বার কত টাকা ব্যয় করা যায়?
উত্তর: সভা/কনফারেন্স/সেমিনার-এর হালকা অপ্যায়নের ক্ষেত্রে জনপ্রতি ৪০/- টাকা, একবারে ২০০০/- টাকা পর্যন্ত (৫০ জনের ক্ষেত্রে) দুপুর/রাতের খাবারের ক্ষেত্রে জন প্রতি সর্বোচ্চ জন প্রতি ৫০০/- টাকা প্রতিবারে ৫০,০০০/- টাকা (১০০ জনের ক্ষেত্রে (আর্থিক ক্ষমতা অর্পন-২০১৫, অনুচ্ছেদ-৪৩)
#সরাসরি ক্রয়ের ক্ষেত্রে অর্থ বছরে কত টাকা ব্যয় করা যায়?
উত্তর: সর্বোচ্চ ১০,০০,০০০/- (দশ লক্ষ) টাকা পর্যন্ত (প্রতিবারে/একক ক্রয়ে ২৫,০০০/- টাকা অতিক্রম করা যাবে না (আর্থিক ক্ষমতা অর্পন ২০১৫)।
#এক খাতের অর্থ কি অন্য খাতে ব্যয় করা যাবে?
উত্তর: না। ৬ জুলাই ২০১৪ এর জারিকৃত পরিপত্রের অনু: ৩.১ অনুযায়ী “এক খাতের অর্থ অন্য খাতে ব্যয়” একটা বড় ধরনের অনিয়ম। মন্ত্রণালয়ের অনুমোদন ব্যতীত এক খাতের অর্থ অন্য খাতে স্তানান্তর/ব্যবহার করা যাবে না।
#অডিট আপত্তির জবাব কিভাবে পাঠাতে হয়?
উত্তর: অডিট আপত্তির সাধারণ অনুচ্ছেদ এবং অগ্রিম অনুচ্ছেদ এর জবাব নির্ধারিত ফরমেটে আলাদাভাবে পাঠানো উত্তর। আপত্তি নিষ্পত্তির লক্ষ্যে জবারের সমর্থনে উপযুক্ত প্রমানক যুক্ত করতে হবে।
চালানের মাধ্যমে টাকা জমাদানের খাতসহ কোড নম্বরসমূহ
আবেদন ফরম সংগ্রহ, আবেদন ফি, বার্ষিক ফি পরিশোধের কোড নং: ১/৪২৪১/০০০০/২৬৮১
রয়্যালটি/ইজারামূল্য পরিশোধের কোড নং ১/৪২৪১/০০০০/১৭০১
ভ্যাট পরিশোধের কোড নং ১/১১৩৩/০০১০/০৩১১
আয়কর পরিশোধের কোড নং ১/১১৪১/০০৭০/০১১১
জরিমানা পরিশোধের কোড নং ১/৪২৪১/০০০০/২৬৮১
আরও দেখুন:
- জ্বালানি তেল, গ্যাস, বিদ্যুৎ পানির বিলে উৎসে মূসক কর্তন করতে হবে না।
- অনলাইনে বিজ্ঞাপন প্রচারে ১৫% VAT গুনতে হবে।
- প্রশ্নোত্তরে জানবো আয়কর, ভ্যাট কর্তন, জমা কোড সরাসরি ক্রয়সীমা।
- উৎসে কর কর্তনের হার ০.২৫ শতাংশ।
- হিসাব রক্ষণ অফিস কর্তৃক প্রদত্ত আয়কর প্রত্যয়ন পত্র।
- সরকারি চাকুরিজীবির লাম্পগ্রান্ট, পেনশন ও আনুতোষিক আয়কর মুক্ত।
- সর্বনিম্ন কত টাকার বিলে ১০ টাকার রেভিনিউ স্ট্যাম্প লাগাতে হয়।
- সকল খাতের নতুন অর্থনৈতিক কোডসমূহ একসাথে দেওয়া হলো।
- আয়কর রিটার্ণ কি? আয়কর রিটার্ণ কারা দাখিল করবেন?
- আয়কর রিটার্ণ সংশোধন যোগ্য ফরম বাংলায়।
- কোন ব্যক্তির জন্য সরকার আয়কর দেওয়া বাধ্যতামূলক করেছে?
- একজন সরকারি চাকরীজীবীর আয়কর নির্ধারণ টিউটোরিয়াল দেখে নিন।
- সরকারি কর্মকর্তা/কর্মচারীদের যে সকল ভাতা করমুক্ত থাকবে।
- কোন খাতে কত ভ্যাট কর্তন করবেন দেখে নিন একবার ২০১৯-২০
- আয়কর আইন বিধি-৫০ বেতন (Salaries) সংক্রান্ত প্রশ্নোত্তর পর্ব।
- টিন সার্টিফিকেট বাতিল করার নিয়ম।
- উৎসে মূল্য সংযোজন কর আদায় বিধিমালা, ২০১৯
- চাকুরিজীবীর পূরণকৃত আয়কর দাখিলের নমুনা ফরম।
- আয়কর রিটার্ন ফরম doc ফরম্যাট। (MS Word) Nikosh Font
- রিটার্ন জমা না দিলে কি হবে? জরিমানা না শাস্তি।
- মিটিং ও প্রশিক্ষণ বাবদ প্রাপ্ত সম্মানী এর উপর আয়কর ১০%।
- রেভিনিউ স্ট্যাম্প কি? রেভিনিউ স্ট্যাম্প এর ব্যবহার।
- বার্ষিক সর্বনিম্ন কত টাকা আয় করলে আয়কর দিতে হয় ।
- অতিরিক্ত গৃহীত অর্থ যে কোডে চালানের মাধ্যমে জমা দিবেন।
- ব্যাংক আমানত ১,০০,০০০ টাকার উপরে হলেই ১৫০ টাকা অবগারি শুল্ক ।
1. বিক্রেতা যদি আয়কর ও ভ্যাট এর টাকা ব্যতিত দ্রব্যের মূল্য নিতে না চায় তাহলে কি হবে?
2. বিক্রেতা যদি বলে তারাই আয়কর ও ভ্যাট পরিশোধ করবে বা করে তাহলে কি হবে?
3. বিক্রেতা যে দামে দ্রব্য বিক্রয় করে তার মধ্যেই কি আয়কর ও ভ্যাট সংযুক্ত থাকে?
ভ্যাট ও আয়কর সহ বিল দাখিল করবে। তারা পরিশোধ করবে এমন সুযোগ নাই।
Thanks
সরকারী অর্থে ক্রয়ের সময় যোগানদারের ক্ষেত্রে কি গমের ভূষির উপর ভ্যাট করতে হবে ?
অবশ্যই।
কারিগরি শিক্ষা অধিদপ্তরের চাকরি বিধিমালা ডাউনলোড হচ্চেনা?
Check Now. Link is ok now
হিসাবরক্ষণ অফিস উৎসে আয়কর ৩% করে কর্তন করছে। এ সংক্রান্ত কোনো বিধি বিধান থাকলে দয়া করে দিবেন।
জি। আছে। https://bdservicerules.info/%e0%a6%89%e0%a7%8e%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%86%e0%a6%af%e0%a6%bc%e0%a6%95%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0-%e0%a7%a8%e0%a7%a6/