বাংলাদেশ সচিবালয়েও জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুসারে বেতন ভাতাদি পেয়ে থাকেন – বাংলাদেশ সচিবালয়ের উপসচিবের গ্রেড
একজন সচিবের বেতন কত? – জাতীয় বেতন স্কেলের গ্রেড-০২ (৬৬০০০-৭৬৪৯০) এ মূল বেতন ৭৩,৭২০ টাকা। ঢাকায় চাকরিরত কালে বাড়ি ভাড়া বাবদ ৩৬৮৬০ টাকা ৫০% হার ধরে। চিকিৎসা ভাতা সকল কর্মকর্তা কর্মচারীর জন্য ১৫০০ টাকা নির্ধারিত। শিক্ষা সহায়ক ভাতা (সন্তান পড়াশুনায় থাকলে সর্বোচ্চ ১০০০ টাকা পান), সাধারণত এ পর্যায়ের কর্মকর্তাদের সন্তানের বয়স ২৩ বছর অতিক্রম করে তাই তারা পান না)। সচিব বা সমপর্যায়ের কর্মকর্তাদের বেতন ভাতাদি ও অন্যান্য সুবিধাদি।
বেতন বলতে কি বুঝায়? বাংলাদেশ সার্ভিস রুলস, প্রথম খণ্ডের বিধি-৫(৬) অনুযায়ী “মূল বেতন” বলিতে একজন কর্মচারীর বেতনকে বুঝায়। তবে বিশেষ বেতন, এভারসিস বেতন এবং আর্থিক সুবিধাদি মূল বেতনের অন্তর্ভুক্ত নয় অথবা কর্মচারীর ব্যক্তিগত যােগ্যতা, শিক্ষাগত যােগ্যতা ইত্যাদি বিবেচনা করিয়া যে আর্থিক সুবিধাদি প্রদান করা হয় তাহাও মূল বেতন নহে।
একজন সচিবালয়ের অফিস সহায়কের বেতন কত? একজন পিওন বা অফিস সহায়ক সব মিলিয়ে ১২-১৭ হাজার টাকা বেতন পেয়ে থাকেন। নতুন চাকরি নেয়া একজন পিওন বা অফিস সহায়ক ৮২৫০ টাকা বেতনে চাকরিতে যোগদান করে থাকেন। মূল বেতন ছাড়াও বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা ও শিক্ষা ভাতা, যাতায়াত ভাতা এবং টিফিন ভাতা, ধোলাই ভাতা পেয়ে থাকেন।
সহকারী সচিবের বেতন কত । অতিরিক্ত সচিব গ্রেড । সিনিয়র সহকারী সচিব গ্রেড । সচিবালয়ে কর্মকর্তা/ কর্মচারীদের মূল বেতন বা বেতন কত টাকা?
সরকারের ১ম ও ২য় শ্রেণির চাকরিজীবীরা এই ভাতা পান না। এটি শুধু মাত্র ৩য় ও ৪র্থ শ্রেণির (গ্রেড-১১ থেকে গ্রেড-২০) কর্মচারীদের জন্য প্রযোজ্য। এ সকল কর্মচারীরা যাতায়াত ভাতা হিসেবে মাসিক ৩০০ টাকা পেয়ে থাকেন। যদি দাপ্তরিক কাজে কোথাও যাতায়াত করতে হয় তবে যাতায়াত ব্যয় বাবদ অর্থ প্রাপ্য হয় এবং প্রয়োজনে সরকারি দাপ্তরিক গাড়ি ব্যবহার করা যায়।
মন্ত্রণালয়ের কর্মকর্তা/কর্মচারীদের মূল বেতন ২০২৪ । সচিবালয়ে কার বেতন কত টাকা
- উপসচিব (বাজেট ও অডিট), বাজেট বাস্তবায়নকারী কর্মকর্তা ৬৩,৯৬০/-
- উপসচিব (প্রশাসন-১) ৫৬,০৩০/-
- উপসচিব (উন্নয়ন শাখা) 80,000/-
- হিসাব রক্ষণ কর্মকর্তা (হিসাব শাখা) ৩৫,৮৮০/-
- প্রশাসনিক কর্মকর্তা (বাজেট ও অডিট শাখা ২১,৪৭০/-
- প্রশাসনিক কর্মকর্তা (প্রশাসন-১) ১৯,৪৬০/-
- সার্ট মুদ্রাক্ষরিক (বাজেট ও অডিট শাখা) ১২,৭৪০/-
- অফিস সহায়ক (হিসাব শাখা) ১৫,৮৮০/-
- ক্যাশ সরকার (হিসাব শাখা) ১৩,৯০০/-
- অফিস সহায়ক (বাজেট ও অডিট শাখা 12,850/-
- অফিস সহায়ক, (অতিরিক্ত সচিব বাজেট ও অডিট এর দপ্তর 17,920/-
সরকারি চাকরির বেতন গ্রেড বা ক্রম কি?
পূর্বে মূলত ১৯৭৩ সালে ১০ টি গ্রেড ঘোষনা করা হলেও পরবর্তী পে স্কেলেই ২০ টি গ্রেড কার্যকর করা হয়। ‘গ্রেড’ অর্থ হলো শ্রেণি বা ধাপ। সরকারি বেসরকারি প্রত্যেকটি চাকরির পদে অনুযায়ী বেশ কিছু ধাপ বা গ্রেড রয়েছে। যার সাহায্যে বোঝা যায় একজন চাকরিজীবীর বেতন ভাতাদি ঠিক কোন পর্যায়ে আছে। সরকারি চাকরির এমন ২০টি পর্যায় বা বেতন ক্রম রয়েছে যাদের বলা হয়ে থাকে গ্রেড। মূলত একজন চাকরিজীবীর বেতন থেকে শুরু করে অবস্থান, ক্ষমতা, দায়িত্ব ও অন্যান্য সকল সুযোগ-সুবিধাসমূহ এই গ্রেডের ভিত্তিতেই বিবেচনা করা হয়। তাই আপনি যদি সরকারি চাকরির প্রস্তুতি নিয়ে থাকেন বা সরকারি চাকরি করতে চান তাহলে অবশ্যই আপনার এর গ্রেড সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা প্রয়োজন। তাছাড়া চাকরি হওয়ার পর যদি আপনি গ্রেড সম্পর্কে ধারণা গ্রহণ করেন তবে পন্ডশ্রমও হয়ে যেতে পারে। তাই শিক্ষাগতযোগ্যতা অনুসারে গ্রেড বাছাই করে চাকরির জন্য আবেদন করুন। পদ ও গ্রেড ভিত্তিক বেতন ও শিক্ষাগত যোগ্যতা ২০২৪