সিনেমা, নাটক কিংবা টেলিভিশন ও রেডিও এর অনুষ্ঠান ক্রয়ের বিপরীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক আংশিক/পূর্ণ বিল পরিশােধের সময়। খ) সিনেমা, নাটক, বিজ্ঞাপনচিত্র কিংবা টেলিভিশন ও রেডিও প্রােগ্রামে পারফর্ম করিবার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক সম্মানী বাবদ প্রদেয় অংক পরিশােধকালে। উল্লেখ্য যে, মােট পরিশােধের পরিমাণ ১০,০০০/- (দশ হাজার) টাকা অতিক্রম করিলেই কেবল ১০% উৎসে কর কর্তন প্রযােজ্য হইবে।
গণজাতন্ত্রী বাংলাদেশ সরকার
কর কমিশনারের কার্যালয়
কর অঞ্চল-১২, ঢাকা।
৩/৪, পুরানা পল্টন, মদিনা টাওয়ার (৩য় তলা), ঢাকা-১০০০।
নথি নং-উৎসে কর/কঃঅঃ-১২/২০১৪-২০১৫/ তারিখ : ০৯/০৭/২০১৬
উৎসে কর কর্তন/সংগ্রহ সংক্রান্ত বিজ্ঞপ্তি
আপনি জানেন কি?
জাতীয় রাজস্ব বাের্ডের জারীকৃত অধিক্ষেত্র আদেশ (নথি নং-০৮.০১.০০০০.০২৭.০৯.০০১.১২ তারিখ : ২৯.০৭.২০১২ ইং)
অনুযায়ী নিম্নবর্ণিত খাতসমূহের ক্ষেত্রে অর্থ/বিল পরিশােধকালে ০১.০৭.২০১২ ইং তারিখ হইতে ৪নং কলামে বর্ণিত হারে | উৎসে কর কর্তন/সংগ্রহ পূর্বক কর অঞ্চল-১২, ঢাকা এর অনুকূলে জমা করিতে হইবে এবং ইহাতে অন্য কোন কর অঞ্চলের অধিক্ষেত্র থাকিবে না। উৎসে কর্তনকৃত/সংগৃহীত কর, কর্তন/সংগ্রহের ২১ দিনের মধ্যে নিম্নে বর্ণিত কোডে ট্রেজারি চালানের মাধ্যমে জমা করিতে হইবে :
আয়কর কোম্পানী সমূহ১-১১৪১-০০৯৫-০১০১
আয়কর কোম্পানী ব্যতীত ও ১-১১৪১-০০৯৫-০১১১
সংশ্লিষ্ট ব্যক্তি/প্রতিষ্ঠান উক্ত করের জন্য খেলাপী করদাতা হিসাবে অনাদায়ী সময়ের জন্য মাসিক ২% হারে অতিরিক্ত অর্থসহ সংশ্লিষ্ট আয়কর পরিশােধ করিবেন (ধারা-৫৭)। ইহা ছাড়াও বিদ্যমান আইনে এক বছরের জেল বা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রহিয়াছে (ধারা-১৬৪)। যােগাযােগ : ৪৭১১২২৪২, ৭১১৯৯৪৭, ৯৫৬৬৬০, ৯৫৬৬২৯৮, ৭১১৯৯৪৬
(শাহীন আক্তার)
কর কমিশনার
উৎসে কর কর্তন/সংগ্রহ সংক্রান্ত বিজ্ঞপ্তি ২০১৬: ডাউনলোড