ভূমি অফিসের একজন কর্মকর্তা কত টাকা বেতন পান? – চাকরি শেষে একজন সহকারী সেটেলমেন্ট অফিসার কত টাকা আনুতোষিক এবং অবসর ভাতা পান? – ভূমি অফিসের সেটেলমেন্ট অফিসারের অবসর জনিত পাওনা সম্পর্কে জানবো।
সহকারী সেটেলমেন্ট অফিসার এর বেতন কত?– একজন সহকারী সেটেলমেন্ট অফিসারের মূল বেতন শুরু হয় ২২,০০০ টাকা থেকেই ২২০০০-৫৩০৬০ স্কেলে অর্থাৎ ৯ম গ্রেডেই। ৯ম গ্রেডে মূল বেতন ২২,০০০ + বাড়ি ভাড়া ৪৫% উপজেলা লেবেল এ এবং চিকিৎসা ভাতা ১৫০০ টাকা। ফিন্ড ভিজিটের জন্য ভ্রমণ ভাতা পেয়ে থাকেন।
জনাব মাে. সুলতান মাহমুদ, প্রাক্তন সহকারী সেটেলমেন্ট অফিসার, উপজেলা সেটেলমেন্ট অফিস, সেনবাগ, নােয়াখালী জোন-কে ১৭/১১/২০২১ তারিখ থেকে সরকারি চাকরি হতে অবসর গ্রহণের আদেশ প্রদান করা হয়েছে। তিনি অবসর উত্তর ছুটি ভােগ শেষে ১৮/১১/২০২২ তারিখ পূর্ণ অবসর গ্রহণ করবেন বিধায় তাঁর আনুতােষিক ও অবসর ভাতা মঞ্জুরির জন্য নির্ধারিত ফরমে আবেদন করেছেন যা সচিব, ভূমি মন্ত্রণালয় কর্তৃক সদয় অনুমােদিত হয়। ৮ম জাতীয় পে-স্কেলের ধাপসমূহ ও গেজেট টি সংগ্রহে রাখুন।
জনাব মাে. সুলতান মাহমুদ, প্রাক্তন সহকারী সেটেলমেন্ট অফিসার, উপজেলা সেটেলমেন্ট অফিস, সেনবাগ, নােয়াখালী জোন-কে আনুতােষিক বাবদ ৫৬,৬৮,৬৯৫/- (ছাপ্পান্ন লক্ষ আটষট্টি হাজার ছয়শত পঁচানব্বই) টাকাসহ বিধি মােতাবেক অবসর ভাতা প্রদানের মঞ্জুরির আদেশ প্রদান করা হয়।
চাকরির শেষে দিকে তিনি ঠিক কত টাকা বেতন পেতেন? / চাকরি শেষে কত পেনশন ও অবসর ভাতা পান?
৫৬,৬৮,৬৯৫ টাকা। যেখানে ২৪,৬৪৬.৫০ পয়সা মাসিক পেনশন নির্ধারিত হয়। সে হিসেবে মূল বেতনের ৯০% হবে ২৪,৬৪৬.৫০+২৪,৬৪৬.৫০ = ৪৯,২৯৩/৯০*১০০ = ৫৪,৭৭০ টাকা অর্থাৎ ৭ম গ্রেড। তিনি ৭ম গ্রেডে অবসর গ্রহণ করেন।
Caption: Pension and Gratuity and Basic pay
একজন সহকারী সেটেলমেন্ট অফিসারের বেতন, গ্রেড ও অবসর সুবিধাদি ২০২২
- বেতন স্কেল ২৯০০০ -৬৩৪১০ টাকা, গ্রেড ৭ম।
- লাম্পগ্র্যান্ট এমাউন্ট ৫৪৭৭০*১৮ = ৯, ৮৫,৮৬০ টাকা।
- আনুতোষিক ৫৬,৬৮,৬৯৫ টাকা।
৯ম গ্রেড হতে উচ্চতর গ্রেড/সিলেকশন গ্রেড পেয়ে ৭ম গ্রেডে?
সহকারী সেটেলমেন্ট অফিসারের বেতন ভাতা – একজন ৯ম গ্রেডের কর্মকর্তার বেতন ২২,০০০ টাকায় শুরু হলেও চাকরির শেষার্ধে ৯ম গ্রেডের ২৯০০০ -৬৩৪১০ বেতন স্কেলে মূল বেতন ৫৪৭৭০ টাকায় উন্নীত হয়ে পেনশন নির্ধারিত হয়। পেনশনের পূর্বৈ ৫২১৬০ টাকা মূল বেতনে অবসর উত্তর ছুটি ভোগ করেন।
জনাব মো. সুলতান মাহমুদ। প্রাক্তন সহকারী সেটেলমেন্ট অফিসার,উপজেলা সেটেলমেন্ট অফিস,সেনবাগ,নোয়াখালী জোন-এর আনুতোষিক ও অবসর ভাতা মঞ্জুরি প্রদান: ডাউনলোড