যে সকল সরকারি কর্মকর্তা/ কর্মচারী সরকারি হিসাবরক্ষণ অফিসের মাধ্যমে বেতন পেয়ে থাকেন তাদের ক্ষেত্রে ভবিষ্য তহবিলের চাঁদা, অগ্রিমের কিস্তি ফেরত বা সুদ বাবদ কোন অর্থ ট্রেজারি চালানের মাধ্যমে জমা দেয়ার কোন সুবিধা বিধিতে না থাকায় ট্রেজারি চালানের মাধ্যমে ভবিষ্য তহবিলের কোন প্রকার অর্থ জমা করা হলে তা হিসাবরক্ষণ অফিস কর্তৃক সংশ্লিষ্ট কর্মকর্তা/ কর্মচারীর ভবিষ্য তহবিলের হিসাব অন্তর্ভুক্ত করা যাবে না। ট্রেজারি চালানের মাধ্যমে ভবিষ্য তহবিলে অগ্রিম ফেরত রহিতকরণ করা হয়েছে।
মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়
নং-সিএজি/আর,আর,ইউ/২৩৯/১৫৪১ তারিখ: ৩০-১২-২০০২ইং
পরিপত্র
বিষয়: ভবিষ্য তহবিলে টাকা দেয়া প্রসঙ্গে।
সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, ভবিষ্য তহবিল জালিয়াতির ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। অভিজ্ঞতা থেকে দেখা যায় যে, অধিকাংশ ক্ষেত্রে বিধি বর্হিভূতভাবে ভূয়া ট্রেজারি চালানের মাধ্যমে ভবিষ্য তহবিল হিসাবে অর্থ জমা দেখিয়ে এ জালিয়াতি করা হয়।
দি জেলারেল প্রভিডেন্ট ফান্ড রুলস ১৯৭৯ এর ১১(১) বিধি অনুযায়ী সরকারি কর্মকর্তা/ কর্মচারীর বেতন সরকারি কোষাগার থেকে বা বিদেশে বাংলাদেশ দূতাবাস থেকে প্রাপ্ত হলে উক্ত বেতন থেকেই ভবিষ্য তহবিলের চাঁদা, অগ্রিমের কিস্তি ও সুদ আদায় করা হবে। উপরিক্ত বিধি লঙ্ঘন করে সরকারি হিসাবরক্ষণ অফিস তথা সরকারি কোষাগার থেকে বেতন প্রাপ্ত কর্মকর্তা/ কর্মচারীগণের মধ্যে ট্রেজারি চালানের মাধ্যমে ভবিষ্য তহবিলের চাঁদা, অগ্রিমের কিস্তি জমা করার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এ প্রক্রিয়া অনুসরণের ফলে ভূয়া চালানের মাধ্যমে অনেক জালিয়াতি সংঘটিত হয়েছে।
- ভোটার হওয়ার নোটিশ ২০২৪ । নতুন ভোটার ও তথ্যাবলী সংশোধন কার্যক্রম চলমান থাকবে?
- খসড়া ভোটার তালিকা ২০২৫ । জানুয়ারি মাসের শুরুতেই ভোটার তালিকার খসড়া প্রকাশ করা হবে?
- ভোটার তালিকা কর্মসূচি ২০২৪ । এনআইডি খসড়া প্রকাশেই আগে ও পরে সংশোধন করা যাবে?
- সরকারি কর্মকর্তাদের স্বাস্থ্য পরীক্ষা ২০২৪ । ৯ম গ্রেড ও তদূর্ধ্ব পর্যায়ের কর্তাদের নির্ধারিত হসপিটালেই করতে হবে?
- সরকারি ছুটির তালিকা ২০২৫ । অফিস বন্ধের তালিকা কোথায় পাওয়া যাবে?
অতএব, যে সকল সরকারি কর্মকর্তা/ কর্মচারী সরকারি হিসাবরক্ষণ অফিসের মাধ্যমে বেতন পেয়ে থাকেন তাদের ক্ষেত্রে ভবিষ্য তহবিলের চাঁদা, অগ্রিমের কিস্তি ফেরত বা সুদ বাবদ কোন অর্থ ট্রেজারি চালানের মাধ্যমে জমা দেয়ার কোন সুবিধা বিধিতে না থাকায় ট্রেজারি চালানের মাধ্যমে ভবিষ্য তহবিলের কোন প্রকার অর্থ জমা করা হলে তা হিসাবরক্ষণ অফিস কর্তৃক সংশ্লিষ্ট কর্মকর্তা/ কর্মচারীর ভবিষ্য তহবিলের হিসাব অন্তর্ভুক্ত করা যাবে না।
এমতাবস্থায়, সরকারি কর্মকর্তা/ কর্মচারীগণকে ভবিষ্য তহবিলে কোন চাঁদা ইত্যাদি ট্রেজারি চালানের মাধ্যমে জমা না করার পরামর্শ প্রদান করা যাচ্ছে।
তবে প্রেষণে বা লিয়েনে কোন সংস্থায় কর্মরত সরকারি কর্মকর্তা/ কর্মচারী কর্তৃক তাঁর সাধারণ ভবিষ্য তহবিলের চাঁদা, অগ্রিমের কিস্তি বা সুদের অর্থ দি জেনারেল প্রভিডেন্ট ফান্ড রুলস, ১৯৭৯-এর ১১ (১) বিধি অনুযায়ী ট্রেজারি চালানে জমা করা হলে তা গ্রহণযোগ্য হবে এবং সংশ্লিষ্ট কর্মকর্তা / কর্মচারীর ভবিষ্য তহবিলের হিসেবে অন্তর্ভুক্ত হবে।
(এ কে এম জসীম উদ্দিন)
অতি: উপ-মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (পদ্ধতি)
ট্রেজারি চালানের মাধ্যমে ভবিষ্য তহবিলে অগ্রিম ফেরত রহিতকরণ: ডাউনলোড
জিপিএফ অগ্রিম পরিশোধে সর্বোচ্চ ও সর্বনিম্ন কিস্তির পরিমান নির্ধারণ।