গর্ভবতী মায়ের সরকারি ভাতা ২০২৩ । কত মাসের গর্ভবতী থাকলে আবেদন করতে হয়?

অর্থ অভাবে শিশুর মানসিক ও শারীরিক বিকাশ যাতে ব্যাহত না হয় তারই ধারাবাহিকতায় সরকার গর্ভবতী মায়ের জন্য সরকারি ভাতা প্রদানের প্রচলন করেন। বাংলাদেশ সরকার মাসিক ৮০০/- হারে প্রতি ৬ মাস অন্তর অন্তর করে ৪ বার বা ২৪ মাস ভাতা প্রদান করে থাকে। যদি আপনি এ ভাতা প্রাপ্য বা ভাতার প্রাপ্তির যোগ্য হয়ে থাকে তবে এ পোস্টটি আপনার জন্য। নিচের তথ্যগুলো ভাল ভাবে জেনে বুঝে ইউনিয়য়ন পরিষদে আবেদনের মাধ্যমে মাতৃত্বকালীন ভাতা পেতে পারেন।

গর্ভবতী ভাতা অনলাইন আবেদন যোগ্যতা ২০২৩

গর্ভবতী ভাতা বা দরিদ্র মা’র জন্য মাতৃত্বকাল ভাতা প্রদান কর্মসূচি বাস্তবায়ন নীতিমালা, ২০১৫ অনুযায়ী বাস্তবায়ন হয়ে থাকে। সে অনুযায়ী আপনি ভাতা পাওয়ার যোগ্যতা অর্জনের জন্য নিমোক্ত ক্রাইটেরিয়া পূরণ করতে হবে। নিম্নের যোগ্যতা বা অবস্থা বিবেচনা করে আপনাকে ভাতার জন্য নির্বাচন করা হবে। ভাতা মঞ্জুরীর আবেদন ফরম .pdf  ডাউনলোড

ক. প্রথম বা দ্বিতীয় গর্ভধারণকাল (যেকোনো একবার)

খ. বয়স কমপক্ষে ২০ বছর বা তার ঊর্ধ্বে

গ. মোট মাসিক আয় ২,০০০/- টাকার নিম্নে

ঘ. দরিদ্র প্রতিবন্ধী মা অগ্রাধিকার পাবেন

ঙ. কেবল বসতবাড়ি রয়েছে বা অন্যের জায়গায় বাস করে

চ. নিজের বা পরিবারের কোনো কৃষি জমি, মৎস্য চাষের জন্য পুকু নেই

ছ. উপকারভোগী নির্বাচনের সময় অর্থাৎ জুলাই মাসে উপকারভোগীকে অবশ্যই গর্ভবতী থাকতে হবে

জ. প্রথম ও দ্বিতীয় গর্ভের সন্তান গর্ভাবস্থায় বা জন্মের ২ (দুই) বছরের মধ্যে মারা গেলে তৃতীয় গর্ভধারণকালে ভাতা প্রাপ্য হবেন

ঝ. একজন ভাতাভোগী জীবনে একবার ২ (দুই) বছর সময়কালের জন্য মাতৃত্বকাল ভাতা পাবেন

ঞ. কোনো কারণে সন্তানের মৃত্যু হলে অথবা গর্ভপাতের কারণে নির্দিষ্ট চক্র অসম্পূর্ণ থাকলে তিনি পুনরায় গর্ভবতী হলে পরবর্তীতে ২ (দুই) বছরের মাতৃত্ব ভাতা প্রাপ্য হবেন, যদি অন্যান্য শর্ত পূরণ হয়ে থাকে

উপরে বর্ণিত শর্তসমূহের মধ্যে কেউ ক, খ ও ছ সহ কমপক্ষে ৫ (পাঁচ)টি শর্ত পূরণ করলে তার নাম প্রাথমিক তালিকায় অন্তর্ভুক্ত হবে এবং অধিকতর দরিদ্র অগ্রাধিকার পাবেন। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আবেদনকারীর তথ্য MIS অনলাইন সফটওয়্যারে এন্ট্রি করবেন। অনলাইনে আবেদন লিংক: 103.48.16.6:8080/LM-MIS/applicant/onlineRegistration

ভাতা ভোগী নির্বাচনের আবশ্যকীয় শর্তাবলী

১। ভাতাভােগীর বয়স ২০-৩৫ বছরের মধ্যে হতে হবে।

২। প্রথম অথবা দ্বিতীয় গর্ভাবস্থা হতে হবে।

৩। ভাতাভােগীকে জুলাই/২০২৩খ্রিঃ এ ৪-৬ মাসের গর্ভবতী থাকতে হবে।

৪। আবেদন পত্রের সহিত ছবি ৩কপি,নাগরিকত্বের সনদ ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি সংযুক্ত করতে হবে।

৫। উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ অথবা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কর্তৃক গর্ভবতী/প্রসুতি প্রত্যয়ন পত্র-১ কপি।

৬। প্রত্যক উপকারভােগীর নিজ পছন্দের ও নিজ নামের ডিজিটাল অনলাইন ব্যাংক/এজেন্ট ব্যাংক/ মােবাইল ব্যাংক হিসাব নম্বর ও  মােবাইল নম্বর অবশ্যই থাকতে হবে।

গর্ভবতী ভাতা কত টাকা ২০২৩

বাংলাদেশ সরকার মাসিক ৮০০/- হারে প্রতি ৬ মাস অন্তর অন্তর করে ৪ বার বা ২৪ মাস ভাতা প্রদান করে থাকে। অনলাইনে অনুমোদন করা হয়। অফলাইনের আবেদন এবং আবেদন পত্রের সাথে সংযুক্ত কাগজপত্রাদি অনুসারে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইউনিয়ন পরিষদ হতে আবেদনকারীদের তথ্য ও আবেদন সংগ্রহ করে এবং চেয়ারম্যানের নিকট হতে স্বাক্ষর ও সীল গ্রহণ করেন এবং উপজেলা কমিটির সদস্য সচির কাগজপত্রাদি পরীক্ষা নিরীক্ষা করেন এবং উপজেলা কমিটির সভাপতি আবেদনে মঞ্জুরী প্রদান করেন।

গর্ভবতী ভাতার আবেদন ফরম ২০২৩

দরিদ্র মা’র জন্য মাতৃত্বকাল ভাতা মঞ্জুরীর জন্য আবেদন করা উপজেলা কমিটি বরাবর। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, উপজেলা কমিটি সদস্য সচিব ও সভাপতি এ সংক্রান্ত আবেদনপত্র যাচাই বাছাই করে মঞ্জুরী আদেশ দেন। গর্ভবতী ভাতার আবেদন ফরম এখান থেকেই সংগ্রহ করতে পারেন। গর্ভবতী ভাতার আবেদন ফরম ২০২৩ : ডাউনলোড

অনলাইনে গর্ভবতী কার্ড করার নিয়ম ২০২৩

নির্ধারিত ফরমে আবেদনের পর অবশ্যই নিম্নোক্ত ফরম মহিলা ও শিশু বিষয়ক কেন্দ্রে তথ্য এন্ট্রি নিশ্চিত করতে হবে।

মাতৃত্বকাল ভাতা ২০২২

শিশু ভাতা ২০২৩ এমআইএস অনলাইন এন্ট্রি সফটওয়্যার

নির্বাচিত ভাতাভোগীর তথ্যাবলী মহিলা বিষয়ক অধিদপ্তরের অনলাইন ডাটাবেজ এন্ট্রি করতে হবে। মাতৃত্বকাল ভাতা কর্মসূচী MIS এ এন্ট্রি  না হলে কোন ভাবে এ ভাতা প্রাপ্য হবে না। কর্তৃপক্ষ যে কোন অসম্পূর্ণ আবেদন বা অযোগ্য বিবেচিত আবেদন বাতিল করতে পারেন। উপকার ভোগী নির্বাচন সংখ্যা দেখুন

 

 

দরিদ্র নারীকে মাতৃত্বকালীন ভাতা প্রদান হার ও মেয়াদ সীমা ২০২৩

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে [email protected] ঠিকানায় মেইল করতে পারেন।

102 thoughts on “গর্ভবতী মায়ের সরকারি ভাতা ২০২৩ । কত মাসের গর্ভবতী থাকলে আবেদন করতে হয়?

  • ২০২২ কি গর্ভবর্তী নতুন কার্ড করা শুরু হয়েছে

  • আবেদন শুরু হয়েছে।

  • Amar wife akhon 9 mas colche,se ki pabe?

  • রেজিস্ট্রেশন করিয়ে রাখুন।

  • A eid a ki gorvoboti vata pabo??

  • দয়া করে আমাকে হেল্প লাইন নাম্বার দিন

  • অনুগ্রহ করে ইউনিয়ন পরিষদ সমাজসেবা ডেক্স এ যোগাযোগ করুন।

  • আমি 2020 সালে আমার স্ত্রীর মাতৃত্বকালীন ভাতার জন্য আবেদন করেছিলাম। আমি কোন ভাতা পাইনি।আবেদনকারী আমার সাথে অনেকে ভাতা পেয়েছে। আমি ও আমার মত অনেকেই পাতা পায়নি।

  • ইউনিয়ন পরিষদে যোগাযোগ করুন। পরিষদের চেয়ারম্যান এবং সমাজসেবা কার্যালয় সিদ্ধান্ত গ্রহণ করে মিটিং করে।

  • 01310130241

  • আমি ৬ মাস এর গর্ভবতী।। মাতৃত্বকালীন ভাতার জন্য আমি কোথায় এবং কিভাবে আবেদন করব?? অনলাইনে আবেদন করা যাবে নাকি সরাসরি মহিলা বিষয়ক অধিদপ্তর এ যোগাযোগ করতে হবে???

  • অনলাইন বা ইউপিতে গিয়ে আবেদন করুন।

  • Amar 19 bossor 4 mas, pregnancy boys 6 mounts,, amar online id copy ache, akhon ami ki abedon korte parbo?plz Ans:!

  • এখন আবেদন বন্ধ আছে। এ মাস এবং জুলাই এর দিকে চেষ্টা করুন।

  • Amr 6 mas coltise akhn ki gorboboti card kora jabe.. Akhn ki apply kora jasce

  • এই মুহুর্তে আবেদন করা যাচ্ছে না। জুলাই মাস বা তার পরে ট্রাই করুন।

  • AMAR NAME RESHMA AMI 5 MONTH PIGMENT AMI KI VATAR ABEDON KORTE PARI

  • KOTHAI JOGA JOG KORBO?

  • AKON ABEDON KORA JABE NA

  • আপাতত বন্ধ আছে অনলাইন আবেদন। আপনি ইউপিতে যোগাযোগ করুন অথবা আগামী মাসে অনলাইনে ট্রাই করুন।

  • আমি 2020 সালে মাতৃত্বকালীন ভাতার জন্য আবেদন করেছিলাম। আমি ভাতা পাইছি। বাচ্চার বয়স তখন 3 মাস ছিল।
    এখন কি আবার করা যাবে apply। বাচ্চার বয়স এখন 20 মাস । এটাই প্রথম বাচ্চা আমার।

  • আবেদন একবারই করা যায়।

  • আমার ২০২১ সালে ফেব্রুয়ারিতে বাচ্চা হয়েছে। আমি কি এই অনলাইন আবেদন করতে পারবো।

  • এই মুহুর্তে আবেদন বন্ধ আছে। গর্ভাবস্থায় আবেদন করতে হয়।

  • আমি কিভাবে আবেদন করব কোথায় গিয়ে করব আমি নিজে বুঝতে পারছি না সহযোগিতা করেন
    আমাকে

  • জুলাই মাসে অনলাইনে আবেদন করুন অথবা স্থানীয় ইউপিতে যোগযোগ করুন।

  • ami 2021 sal e abedon korechilam
    Vata dibe?

  • একটু অপেক্ষা করুন। যারা আবেদন করেছেন যদি সব কিছু ঠিক থাকে পাবেন। জুলাই মাসে দেখুন।

  • Akon ki gorvo Kalin avatar ABEDON korajabe?

  • না। জুলাইয়ের পরে ট্রাই করুন।

  • আমি ২০২১ সালে আবেদন করেছি ভাতা এখনো পাইনি কবে পাবো?

  • ইউপিতে খোজ নিন আবেদন অনুমোদন হয়েছে কিনা।

  • ৩য় বা ৪র্থ বাচ্চার সময় কি মাতৃত্বকালিন ভাতার জন্য আবেদন করা যাবে??

  • না। সর্বোচ্চ দ্বিতীয় সন্তান পর্যন্ত।

  • jonmonibondon dia ki abedon kora jai

  • না। এনআইডি লাগবে।

  • ২০২১ সালে যেগুলা আবেদন করা হয়েছে সেগুলোর টাকা কি এখন প্রদান করছে দয়া করে একটু জানাবেন

  • আমি তো অনলাইনে আবেদন করছি এটা কি অনলাইনে দেখার কোন সুযোগ আছে আমি নিজে দেখতে পারবো দয়া করে একটু জানাবেন

  • দেখার সুযোগ নাই। ইউপির মাধ্যমে যোগযোগ করুন।

  • জুলাই এবং আগস্ট মাসে পাওয়া যায়। ইউপিতে খোজ নিন। আমার জানামতে এখন দিচ্ছে না। তবে শিগ্রই দিবে।

  • Kothi gele ami abedon somporke jante pabo,Kothi joma dite hoy,ektu Details bolben???amader uniyon porisod nai,upojela porisod ase???

  • ইউপি বা পৌরসভা বা সিটিকর্পোরেশনে যাবেন। সেখানে সমাজসেবা অধিদপ্তরের টেবিল থাকে। সরাসরি জেলা সমাজসেবা দপ্তরে গেলেও জানতে পারবেন।

  • আমার স্ত্রীর বয়স ১৯ পার হয়ছে এবং ৬ মাস অন্তসতা তার পরিচয় পত্র এখনো হয়নি জন্ম সনদ আছে। জন্ম সনদ দিয়ে কি গভবতী ভাতার আবেদন করা যাবে

  • জাতীয় পরিচয়পত্র লাগবে। নাগরিক না হলে তো বিবাহ যোগ্য না। ১৮ বছরের উর্ধ্বে সবারই এনআইডি থাকতে হবে।

  • আমি চলতি মাসে কাগজ জমা দিয়েছি। আমাকে বললো হয়েছে।আমি কেমন করে বুঝতে পারবো।আর কতো টাকা পাবো।আর কতো বছর পাবো।

  • অনুমোদন হলেও মোবাইলে ম্যাসেজ আসবে এবং টাকা আসবে নগদে বা বিকাশে। ২ বছর পাবেন। দুই সন্তানের জন্য ৩ বছর সর্বোচ্চ।

  • বাচ্চা হওয়ার কতদিন পর্যন্ত আবেদন করা যায়

  • গর্ভবতী থাকাকালীন আবেদন করতে হবে। জুলাইতে ৪-৬ মাসের গর্ভবতী।

  • Amar meye 6 maser gorvoboti o kothay vatar jonno apply korbe

  • ইউনিয়ন পরিষদ পৌর সভায় যোগাযোগ করুন।

  • এখন কি আবেদন কোন যাবে

  • এই মুহুর্তে অনলাইনে আবেদন বন্ধ আছে। তবে ইউপিতে খোজ নিন।

  • Kokhon suru hobe 2022 ar?..

  • আমার স্ত্রীর সবে মাত্র ৮ মাস চলছে,এখন কি আবেদন করা যাবে।

  • এখনই উপযুক্ত সময়। ইউপি তে যান।

  • ইউপিতে যোগাযোগ করুন। আগামী জুনের আগে আবেদন করলে জুলাইয়ে টাকা পাওয়া যাবে।

  • নতুন কি আবেদন আরছে আবার।

  • ইউপি’র মাধ্যমে করা যাচ্ছে।

  • এখন কি রেজিষ্ট্রেশন শুরু করেছে ২০২২?

  • ইউনিয়ন পরিষদের মাধ্যমে রেজি করুন। অনলাইনে শুরু হয়নি।

  • এখন ৫ মাসের গর্ভবতী আবেদন কোন মাসে করা যাবে।

  • কোন মাস থেকে আবেদন শুরু হবে

  • আবেদন জুন=জুলাই তে হয়।

  • আপনি ইউপিতে যোগাযোগ করে ফরম পুরণ করে জমা দিয়ে রাখেন। সময়মত এন্ট্রি হবে।

  • ২০২৩
    মাতৃকালীন ভাতা নেওয়ার জন্য আমাদের কাছ থেকে ২০ হাজার টাকা চাচ্ছে
    এটা কি সঠিক হতে পারে

  • কিভাবে সঠিক হয়। কোন টাকা লাগবে না। আপনি সমাজসেবা অধিদফতরে অভিযোগ করুন।

  • আবেদনের কার্যক্রম কবে চালু হবে

  • ইতোমধ্যে চালু হয়েছে।

  • আমি ২০২২ এপ্রিল মাসে একবার পাইছি,আর পাচ্ছি না কেন??

  • জুন- জুলাই/২২ মাসে তো পাওয়ার কথা। অনুগ্রহ করে খোজ নিন।

  • আমার স্ত্রী এই ভাতা পাইছিলো ২৪০০ করে চারবার পাইছি এরপর আর কেনো জানি পাচ্ছিনা।শেষবার পাইছিলো গত কুরবাণির ঈদে।এরপর আর টাকা আসেনি। টাকা দেয়া কি বন্ধ আছে নাকি অন্য কোনো সমস্যা?

  • জুনের মধ্যে পেয়ে যাবেন।

  • Akhn theke ki Proti mase card asbe? Naki 23 saler jonne akhn I abedon Korte Hobe?

  • কার্ড তো একবারই দেয়া হয়।

  • আমি শিশু ভাতা পেয়েছি 2019 এখন কি 2য় গভ্ ভাতা পাব কি

  • একই ভাতা। এটি মাত্র দুটি সন্তানের জন্য দুইবারই পাওয়া যাবে।

  • এখন কি আবেদন করা যাবে, আমার স্ত্রী 3 মাস12 দিন গর্ভধারন করেছে, দয়া করে জানাবেন।

  • এখন কি আবেদন করা যাবে আমার স্ত্রী তিন মাস অতিক্রম করছে

  • এখন কি আবেদন করা যাবে অনলাইনে আমার স্ত্রী তিন মাস অতিক্রম করছে।

  • না। আরও অপেক্ষা করুন।

  • আমার স্ত্রীর এনআইডি কার্ড অন্য উপজেলায় এখন আমাদের উপজেলায় মাতৃকালীন ভাতার কার্ড করা যাবে???

  • ঐ উপজেলায়ই আবেদন করতে হবে। উপজেলা পরিবর্তন করুন।

  • ami January te abedon koresi…amr vata hoyse ki na kobe jante parbo r kivabe?

  • জুন জুলাই তে পাবেন। এটি ইউপি’র মাধ্যমে জানতে পারবেন।

  • আমাকে গর্ভকালীন ভাতা’র কার্ড করে দেওয়ার আশ্বাস দিয়ে আমাদের এলাকার ওয়ার্ড মেম্বার আমি সহ আরও কয়েকজন এর থেকে পাঁচ হাজার করে টাকা নিয়েছে। অথচ ভাতা পাবো কিনা এ ব্যাপারে কোনো নিশ্চয়তা নেই। 😥😥

  • কোন টাকা দিবেন না। প্রয়োজনে সমাজসেবা অধিদফতরে যোগাযোগ করুন।

  • Akhn ki abedon kora jabe amr 5 mas colce

  • আমি কি ১ তারিখ আবেদন করতে পারবো ? ৯ মাস চলছে

  • পারবেন। পূর্বেই আবেদন করা উচিৎ ছিল। ৫ মাস হলেই আবেদন করতে হয়।

  • ভাতার জন্য আবেদন করেছিলাম কিন্তু ভাতা পাই নি সব কাগজ পত্র ঠিক আছে একাউন্ট একটা ভুল এর জন্য টাকা আসি নি, মহিলা ও শিশু অফিস এ বার বার যোগাযোগ করেও কোন সাহায্য পাচ্ছি না, এখন কি করনিয়,, ময়মনসিংহ, সদর উপজেলা

  • সঠিক একাউন্ট নম্বর দিয়ে আবেদন করে দিন। একাউন্ট নম্বর ঠিক করে প্রদান করা হবে।

  • amar protom sontan’ami 4 mas gorboborti; july mase abedon korte parboki doya kore janaben

  • ০৫ মাসের গর্ভবতী হতে আবেদন করবেন।

  • আমি জানুয়ারীতে আবেদন করছিলাম আমার সাথে অনেকেই টাকা পেয়েছে বিকাশে। আমার বিকাশ নয় নগদ করা আমি কি টাকা পাবো?

  • ইউপিতে খোজ নিন আবেদন বাতিল হয়েছে কিনা।

  • এপ্রিল মাসে আবেদন করছি আর কোনো খবর পাচ্ছি না?

  • এত তারাহুরো করবেন না, জুন মাসে পেতে পারেন। অন্যথায় জুলাই মাসে বাজেট আসলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *