মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত মাতৃত্বকালীন বর্তমান ভাতার পরিমাণ ৮০০ টাকা এবং ভাতার মেয়াদ দুই বছর বছরে উন্নীত করা হয়েছে।  একটি সুস্থ মা -ই পারে একটি সুস্থ সন্তানের জন্ম দিতে। আর একটি সুস্থ সমৃদ্ধ জাতি গঠনে সুস্থ স্বাভাবিক শিশু জন্মের বিকল্প নাই। সুস্থ স্বভাবিক শিশুর জন্ম নিশ্চিত করতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নানাবিধ কাজ করে যাচ্ছে। এখন দরিদ্র গর্ভবতী মা প্রথম ও দ্বিতীয় (সর্বোচ্চ দুজন) সন্তানের জন্য মাতৃত্বকালীন মাসিক ভাতা পান। এই কর্মসূচির আওতায় একজন মা ৩৬ মাস ৮০০ টাকা করে ভাতা পেয়ে থাকেন। সর্বমোট ২৮৮০০ টাকা ভাতা পাওয়া যায়। চলতি মাসেও মিশু ভাতা প্রদান করা হচ্ছে।

বর্তমানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে প্রায় ৮ লক্ষ হত দরিদ্র নারীকে মাতৃত্বকালীন ভাতা প্রদান করা হচ্ছে। ০ হতে ৫ বছরের মধ্যে শিশুর ৯০ শতাংশ শারীরিক ও মানসিক বিকাশ সাধিত হয়। তাই এ সময় মা ও শিশুর পুষ্টিকর খাবার খাওয়া খুবই জরুরী। এ বিষয়টি মাথায় রেখে মন্ত্রণালয় মাতৃত্বকালীন ভাতার মেয়াদ ৫ বছর থেকে বাড়িয়ে ৫ বছর করার প্রস্তাব উত্থাপিত হয়েছে। মা ও শিশু সহায়তা ভাতা ২০২৩ । শিশু ভাতা কবে দিবে?

ভাতা ভােগীর সংজ্ঞা

ইউনিয়ন পর্যায়ে বসবাসরত ২০-৩৫ বৎসরের ১ম অথবা ২য় গর্ভধারণকারী হত দরিদ্র মা’গণ যারা নিম্নোক্ত ভাতাভােগী হওয়ার শর্ত পূরণ করবে।

ভাতাভােগী হওয়ার শর্ত ও যােগ্যতা

ক. প্রথম বা দ্বিতীয় গর্ভধারণকাল (যে কোন একবার)।

খ. বয়স কমপক্ষে ২০ বছর বা তার উর্ধে তবে ৩৫ বছরের উর্দ্ধে নয়।

গ. মােট মাসিক আয় ২০০০/- টাকার নিচে।

ঘ, দরিদ্র প্রতিবন্ধী মা অগ্রাধিকার পাবেন।

ঙ. কেবল বসত বাড়ী রয়েছে বা অন্যের জায়গায় বাস করে।

চ. নিজের বা পরিবারের কোন কৃষি জমি, মৎস্য চাষের জন্য পুকুর নেই।

 ছ, উপকারভােগী নির্বাচনের সময় অর্থাৎ জুলাই মাসে উপকারভােগীকে অবশ্যই গর্ভবতী থাকতে হবে।

জ, ন্যাশনাল আইডি/জন্ম নিবন্ধন থাকতে হবে।

ঝ. স্থানীয় কমিউনিটি ক্লিনিকের ডাক্তারী সনদ (গর্ভধারণের প্রমান পত্র হিসাবে) থাকতে হবে।

১। বর্ণিত শর্তসমূহের মধ্যে কেউ ক, খ,ছ, জ ও ঝ সহ কমপক্ষে ৫(পাঁচ)টি শর্ত পূরণ করলে তার নাম প্রাথমিক তালিকায় অন্তর্ভুক্ত হবে।

২। অধিকতর দরিদ্র অগ্রাধিকার পাবেন।

৩। প্রথম ও দ্বিতীয় গর্ভের সন্তান গর্ভাবস্থায় বা জন্মের ২(দুই) বছরের মধ্যে মারা গেলে তৃতীয় গর্ভধারণকালে ভাতা প্রাপ্য হবেন।

৪। একজন ভাতাভােগী জীবনে একবার ২(দুই) বৎসর সময়কালের জন্য মাতৃত্বকাল ভাতা পাবেন।

৫। গর্ভপাতের কারণে নির্দিষ্ট চক্র অসম্পূর্ণ থাকলে তিনি পুনরায় গর্ভবতী হলে পরবর্তীতে ২(দুই) বছরের মাতৃত্বভাতা প্রাপ্য হবেন, যদি অন্যান্য শর্ত পূরণ হয়ে থাকে।

ভাতার মেয়াদ, অর্থের পরিমাণ ও বিতরণ পদ্ধতি

 ক, নির্বাচিত গর্ভবতী মা’কে ২(দুই) বছর ব্যাপী প্রতি মাসে সরকার কর্তৃক নির্ধারিত হারে ভাতা প্রদান করা হবে।(সরকারের সিদ্ধান্ত মােতাবেক ভাতার পরিমাণ হ্রাস/বৃদ্ধি হতে পারে)।

খ) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার যৌথ স্বাক্ষরে ব্যাংক একাউন্ট পরিচালিত হবে। তারা ভাতার অর্থ রাষ্ট্রায়ত্ব তফসিল ব্যাংক এর মাধ্যমে ভাতাভােগীর নির্দিষ্ট ব্যাংক হিসাবে বিতরণ করবেন (৬৪টি জেলার সদর উপজেলায় জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের প্রােগ্রাম অফিসার এ দায়িত্ব পালন করবেন)। |

গ) গর্ভধারণ অবস্থায় গর্ভপাত ঘটলে গর্ভপাত পরবর্তী তিনমাস পর্যন্ত ভাতা অব্যাহত থাকবে। সে ক্ষেত্রে অপেক্ষমান তালিকা থেকে নতুন করে ভাতাভােগী নির্বাচন করতে হবে।

ঘ) সন্তান জন্মগ্রহণের পর দুই বছরের মধ্যে মারা গেলে সংশ্লিষ্ট মা ২৪ মাস পূর্ণ হওয়ার অবশিষ্ট সময়ের ভাতা পাবেন।

ঙ) নির্বাচিত গর্ভবতী মা দুই বছরের মধ্যে মারা গেলে তার ভাতা প্রদান বন্ধ হয়ে যাবে এবং অন্য কোন গর্ভবতী মা নতুন করে নির্বাচন করা যাবে না। তবে নির্বাচিত গর্ভবতী মায়ের বকেয়া টাকা সংশ্লিষ্ট উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার প্রত্যয়ন সাপেক্ষে বৈধ উত্তরাধিকারী (সন্তান) পাবে।

এ কার্যক্রমের মাধ্যমে দরিদ্র মায়েরা মাতৃত্বকালীন আর্থিক সহযােগিতার পাশাপাশি মাতৃদুগ্ধ পানের উপকারিতা, গর্ভাবস্থায় উন্নত পুষ্টিকর খাদ্য গ্রহণ, প্রসব ও প্রসবােত্তর সেবা বৃদ্ধি, মা ও শিশু মৃত্যু হার হ্রাস, পরিবার পরিকল্পনা গ্রহণ সম্পর্কিত তথ্যাদি, মা ও শিশু নির্যাতন, যৌতুক, তালাক, বিবাহ ও জন্ম নিবন্ধন বিষয়ে সচেতন হওয়ারও সুযােগ পাচ্ছেন। এ কর্মসূচি গর্ভবতী মা ও শিশু মৃত্যুর হার হ্রাসে সহায়তা করছে।

ইউনিয়ন পরিষদ অনলাইনে মাতৃত্বকালীন/ মাতৃত্বকালীন ভাতা অনলাইন আবেদন/ অনলাইনে গর্ভবতী কার্ড করার নিয়ম/ শিশু ভাতা কার্ড/ মাতৃত্বকালীন ভাতা আবেদন/ মাতৃত্বকালীন ভাতা কত টাকা/গর্ভবতী কার্ড /গর্ভবতী মায়ের সরকারি ভাতাসম্পন্ন করবেন। মাতৃত্বকাল ভাতা আবেদন ফরম

 

দরিদ্র নারীকে মাতৃত্বকালীন ভাতা প্রদান হার ও মেয়াদ সীমা সংক্রান্ত নীতিমালা ২০১৫ : ডাউনলোড

গর্ভবতী কার্ড করার নিয়ম ২০২৪। আজই গর্ভবতী ভাতা অনলাইন আবেদন করুন

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

admin has 2983 posts and counting. See all posts by admin

143 thoughts on “দরিদ্র নারীকে মাতৃত্বকালীন ভাতা প্রদান হার ও মেয়াদ সীমা ২০২৪ । শিশু ভাতা কত টাকা দেয়?

  • কত কিস্তিতে টাকা দেওয়া হবে কাইন্ডলি একটু জানালে খুশি হব স্যার, টাকা অ্যাকাউন্টের মাধ্যমিক আসবে কি? অ্যাকাউন্ট ভাতাভোগী ব্যক্তির নামে হতে হবে নাকি স্যার তার নিকটাত্মীয়রা একটা অ্যাকাউন্ট হলে হবে

  • ভাতা ভোগীর নামে।

  • গর্ভকালীন ভাতাটি আবেদনের কয় মাস পর একাউন্টে ঢুকবে জানাবেন?

  • আমি অক্টোবর মাসের ৬ তারিখে আবেদন জমা দিয়েছি। কতোদিন পর টাকা টা একাউন্টে আসবে জানাবেন প্লিজ?

  • এতো দেরি ক্যানো?? অনেকের আগস্ট মাসের আবেদনে সেপ্টেম্বরেই টাকা ঢুকেছে।তাহলে এবার লেট ক্যানো/? জানাবেন

  • অবস্থান ভেদে সময় লাগে।

  • প্রতি মাসে কি নাম নেয় মাতৃত্ব ভাতার

  • নিতেই পারে। ইউনিয়ন পর্যায়ে যোগাযোগ করুন।

  • মাতৃত্ব ভাতা কি ভাবে উত্তোলন করা যাবে

  • আমি ২০২০ এ আবেদন করেছি।
    এ পর্যন্ত মাত্র ২৪০০ টাকা পেয়েছি সেটাও ২০২১ সালের জুলাই মাসে । আবার কবে আসবে টাকা?

  • অনুগ্রহ করে অপেক্ষা করুন, প্রতিবছরই এ অর্থ ছাড় করা হয়।

  • বর্তমান সরারসরি ইএফটি’র মাধ্যমে ব্যাংকে প্রদান করা হতে পারে। তবে ইউনিয়ন বা উপজেলা পরিষদ হতে প্রদান করা হয়।

  • স্যার এখন কি আবেদন করা যাবে??

  • ২০১৯-২০২০ সালে মাতৃত্ব কালীন ভাতা কয় টাকা দয়া করে কৈউ জানাবেন কি,,কত বছর দেয়,,

  • ২০১৯-২০২০ সালে মাতৃত্ব কালীন ভাতা কয় টাকা দয়া করে কৈউ জানাবেন কি,,কত বছর দেয়,,

  • মাসিক ৮০০ টাকা হারে ৫ বছর।

  • সংশ্লিষ্ট পরিষদ বা কাউন্সিলে খোজ নিন।

  • ONLINE APPLY KORLE KI OK HOBE

  • যোগাযোগ করতে হবে।

  • আমি ২০১৮ সালে december ল্যাকটিন ভাতা পাওয়া শুরু মোবাইলে আর জুন ২০২১ সাল থেকে off…. R আর পাব কিনা বুজিতেছি না।।।।

  • wait….পেয়ে যাবেন

  • Amar seller boyes 7 mas Kobe taka pabo?

  • নিকটস্থ ইউনিয়ন পরিষদ বা সমাজসেবা কার্যালয়ে যোগযোগ করুন।

  • আমি বগুড়া জেলা নন্দীগ্রাম থানা থেকে বলছি
    আমার স্ত্রী গর্রভবতী আমার স্ত্রী গর্রভবতী ভাতার কাড করে দিলে খুব খুসি হতাম

  • স্থানীয় ইউনিয়ন পরিষদে যোগাযোগ করুন অনুগ্রহ করে।

  • আমার স্ত্রী গর্ভবতী , কিন্তু 20 বছর হয় নি এবং ভোট হয় নি, e জন্য অনলাইনে আবেদন করা যাচ্ছে না, ম্যানুয়ালি আবেদনের কোন উপায় আছে কি

  • অনলাইনে আবেদন করে ভোটার বানিয়ে আবেদন করুন। বর্তমানে অনলাইন বা অফলাইন যেভাবে আবেদন করুন না কেন ভোটার হতে হবে।

  • গত ডিসেম্বর মাসে ২০২১সালে ২৪০০টাকা পেয়েছি। নেক্সট কবে দিতে পারে টাকা,চার মাস তো হয়ে গেল।উওরটা দিবেন

  • জুন মাসে ছাড়া করা হবে। বিস্তারিত জানতে স্থানীয় ইউনিয়ন পরিষদে যোগাযোগ করুন।

  • আসসালামু আলাইকুম। আমার বাবার বাসা রাজশাহী। স্বামীর বাসা ময়মনসিংহ। আমি রাজশাহী তে ভোটার হয়েছি।আমি ৫ মাসের গর্ভবতী।আমি কি ময়মনসিংহ থেকে ভ্রাতা পাবো?

  • আবেদন করতে পারবেন। ভবিষ্যতের ঝামেলা এড়াতে ভোটার এলাকা স্থানান্তর করুন।

  • Ami 2021 june a abadon koraci akhn o account a kono taka dhukani,,

  • পরিষদে খোজ নিন কোন তথ্য ভুল দিয়েছেন কিনা।

  • Next মাতৃত্বকালীন ভাতার টাকা সবাইকে কবে থেকে দেওয়া শুরু করবেন।অনুগ্রহ করে একটু জানাবেন প্লিজ।

  • জুনের মধ্যেই

  • 01824176557 nagod number ami oita nita chai kub oshoyay luk

  • matri vatar jonno kon mase abedon korte hoy aktu janaben???

  • গর্ভকালীন যে কোন সময়। ইউনিয়ন পরিষদে যোগাযোগ করুন।

  • আপডেট জানতে নিকটস্থ ইউনিয়ন পরিষদে যোগযোগ করুন। অথবা এই পেইজে ভিজিট করতে থাকুন।

  • মাতৃত্বকালীন ভাতার আবেদন কি এখন বন্ধ?

  • জি বন্ধ।

  • 2022 সালে কখন মাতৃত্ব ভাতার আবেদন করা যাবে?

  • জুন/জুলাই এর দিকে।

  • আমি ২০২১ গভ‘কালিন ভাতার জন্য আবেদন করছি এখনো পয‘ন্তো ভাতা পাইনি এখন কি করনিও ?

  • জুন-জুলাই মাস পর্যন্ত দেখুন।

  • বাতা টাকা আসছে।কিন্তু এসএমএস টা কেটে গেছে।কি করতে হবে এখন।টাকা উঠালে।

  • বিকাশ বা রকেট কোননম্বর দেয়া থাকলে চেক করুন। আর যদি শুধু অনুমোদন মেসেজ আসে স্থানীয় ইউপিতে যোগযোগ করুন। ওরা তথ্য দিতে পারবে

  • Amar boys 19 bossor 4 mas, ami ki abedon kore parbo?plz janaben?

  • ইউপিতে যোগাযোগ করুন। উপকারভােগী নির্বাচনের সময় অর্থাৎ জুলাই মাসে উপকারভােগীকে অবশ্যই গর্ভবতী থাকতে হবে।

  • এখন কি ভাতার জন্য আবেদন করা যাবে?

  • না। জুলাই মাসে।

  • amar bacca houa 8 din holo.ami kokhon abedon korte parbo

  • গর্ভবতী থাকা অবস্থায় আবেদন করতে হয়।

  • আমি এবছর এপ্রিলে আবেদন করছি! এর টাকা কবে পাবো???

  • পেতে পারেন। জুলাই মাস পর্যন্ত দেখুন।

  • ভাতার টাকা কি দিছে??? কারো জানা থাকলে জানাবেন দয়া করে!

  • জুলাই মাসে দিবে।

  • Sir AMR wife 7 maser pragnat .July mase abedon kora jabe ki … 20 bochor hoyeche BT votar ekhono hoyni votar tottho niye geche ekhn ki ami jonmonibondhon diye vata Korte parbo janaben olz

  • ভোটার তালিকা হচ্ছে এখানে করে নিন। এখন আবেদন করা যাবে না জুলাই মাসে ভাতা প্রদানের পর চেক করুন।

  • Amra 2400 taka Kore mot koto taka pabo plz janaben. Akhon porjonto 9600tk paichi

  • 2400 taka kore koy mas por por peyecen?

  • Mot koto taka pawoa Jane?

  • ২০ হাজার টাকার মত।

  • Hlw Vaiya

  • Hlw

  • হ্যাঁ বলুন

  • আমি ৮ মাসের গর্ভবতী, গর্ভকালীন ভাতার আবেদনের জন্য ইউনিয়ন পরিষদে গেলে বলে এখন বন্ধ, এই বিষয়ে সঠিক তথ্য জানতে চাই

  • এ মাসে যান হবে।

  • শিশু ভাতা ও মাতৃত্বভাতার জন‍্য এ বছর আবেদন করা যাবে 16/7/2022

  • যাবে। ইউপিতে যোগাযোগ রাখুন।

  • আমার ছেলের বয়স ১২ মাস। আবেদন করা যাবে কি? আর কবে থেকে আবেদন শুরু। কিভাবে আবেদন করব?

  • না। গর্ভধারণকালীন আবেদন করতে হবে।

  • পরবর্তী কোন মাসে টাকা দিবে

  • জুলাই মাসে দিয়েছে। বকেয়াগুলো আগস্ট মাসেও দিবে। স্থানীয় অফিসে যোগাযোগ করুন।

  • মেম্বর চেয়ারম্যানদের কর্তৃত কেমন

  • স্যার এখন কি আবেদন করা যাবে।প্লিজ জানাবেন আর শুধু অনলাইনে আবেদন করলে হবে।

  • শুধু জুলাই মাসে আবেদন করা যয়। অনুগ্রহ করে নিকটস্থ ইউনিয়ন পরিষদে যোগাযোগ করুন।

  • আমার স্ত্রীর ২০২১ সালে ভাতার আবেদন করি। কতদিন পর্যন্ত টাকা পাবো??? ২০২২ এর এপ্রিল এবং মে মাসে যথাক্রমে ১৬০০ এবং ২৪০০ মোট ৪০০০ টাকা পায়। তারপর জুন এবং জুলাই মাসে আমার ফোনে কোনো প্রকার এস এম এস আসে নাই। এখন করনীয় কি?? জানাবেন প্লিজ

  • সরকার অর্থ ছাড় করলেই পাবেন। চলতি মাসে পেতে পারেন।

  • ভাই আমি কি এই মাসে আবেদন করতে পারবো??আমার ৪ মাস চলতেছে।ইউনিয়ন পরিষদ গেলে কি পারবো করতে??

  • সাধারণত জুলাই মাসে আবেদন করতে হয়। যোগাযোগ করে দেখতে পারেন। কোভিডের কারণে বরাদ্দ দেরিতে আসছে।

  • জুলাই মাসে টাকা পাইছি। আর কবে পাব?

  • পরবর্তী জুলাই মাসে।

  • আমার প্রতি মাসে আসে মাঝে মধ্যে ২মাস পরে আসে। কিন্তু এবছর ৬নং মাসে পেয়েছিলাম আর কবে পাব টাকা। প্লিজ জানাবেন।

  • আবার পাবেন হয়তো শিঘ্রই।

  • ২৯-০৪-২০২২ এ সর্ব শেষ মাতৃত্বকালীন ভাতা এসেছিল এথন পযর্ন্ত আর আসেনি এখন কি করণীয় আমাদের

  • অপেক্ষা করুন। চলে আসবে।

  • বাচ্চা হয়ে গেলে আমি কি ভাতা পাবো
    সরকারি বন্ধ কারণে রেজিষ্ট্রেশন করতে পারি নাই

  • না। গর্ভাবস্থায় আবেদন করতে হবে।

  • July mase paice taka,r kobe pabo……?

  • প্লিজ জানাবেন জুলাই মাসে টাকা পাইছি। আর কবে টাকা পাবো।

  • প্রতি মাসের পাবার কথা। ইউপি এবং সমাজসেবা কর্তৃপক্ষ যেভাবে নির্ধারণ করবে সেভাবেই বিতরণ হবে।

  • নিকটস্থ ইউপি বা পৌরসভায় খোজ নিন। তারা সভা করে সিদ্ধান্ত নিবেন।

  • জুলাই মাসে কার্ড করছি টাকা কবে পাবো

  • পরবর্তী কোন মাসে টাকা ছাড়বে।

  • খুব শিঘ্রই পাওয়া যাবে।

  • আমি ৫মাসের গর্ভবতী।আমি কি আবেদন করতে পারবো?আমার আই ডি কার্ড করা সিটি থেকে।

  • অবশ্যই পারবেন। দ্রুত সিটি কর্পোরেশন বা পৌরসভায় খোজ নিন।

  • 2019-20 sale koto bosr bats parbo r not kto taka dibe

  • অনুগ্রহ করে আরও স্পষ্ট করে প্রশ্ন করুন।

  • মাতৃত্বকালীন ভাতা কবে দিবে

  • জানুয়ারিতে দিতে পারে। না হলে জুন মাস।

  • Ami union porisod a abedon korchi. Akon ami kibabe bujbo je ami ei bata pawar sujok pabo.

  • এখনই মেসেজ পাবেন না। ইউপিতে খোজ নিন। অনুমোদন হলে মেসেজ পাবেন………

  • এই মাসে কি মাতৃত্ব ভাতার জন্য আবেদন করা যাবে।

  • ২০২৩ সালে মাত্রিকালিন ভাতার ফর্ম পুরন করেছি ইউপি থেকে,,,,এইভাতা কোন মাস থেকে পাওয়ার সম্ভাবনা আছে,,,,বলবেন প্লিজ,,,

  • জুন-জুলাই

  • মোট কত টাকা দিবে?
    কতদিন?
    ইউনিয়নের একজন মেম্বার বললো ৫৬হাজার টাকা দিবে!

  • আরে না। সত্য বলেনি। মাসিক ৮০০ টাকা হারে ২ বছর।

  • Ai Bhata pawar jonno Husband & Wife k ki same alakar votar hote hobe? Janale aktu upokar hoto.

  • যে এলাকার ভোটার সেই এলাকায় আবেদন করতে হবে।

  • আমি 2020 সালে আবেদন করছিলাম,,,,একবার 9,600 টাকা আর কয়েকবার 4700,ও 2400 করে টাকা পাইছি,,,,এখন প্রায় 4,5 মাস ধরে টাকা পাইনা।
    আমি কি আর টাকা পাবো?

  • অপেক্ষা করুন পেয়ে যাবে।

  • ২০২৩ সালে যারা ইউনিয়ন পরিষদের মাধ্যমে আবেদন করেছে তারা কনফার্মেশন এসএমএস কখন পাবে? আমি তিনমাস হলো আবেদন করেছি এখনও কোনো এসএমএস পাইনি????

  • আবেদন করার কতদিনের মধ্যে অনুমোদন মেসেজ পাওয়া যাবে? মার্চে আবেদন করেছি

  • জুন জুলাইতে পাবেন।

  • জুন জুলাইতে পেতে পারেন।

  • সার, আমি ২০২২ সালে ভাতার জন্য সবকিছু জমা দিয়েছি কিন্তু এখনো ১ বারো টাকা পাইনি৷ কবে/ কখন টাকা পাওয়া যাবে জানাবেন প্লিজ ।

  • অপেক্ষা করুন জুন-জুলাই পর্যন্ত

  • 1st baby te tk paile ki 2nd baby r Belay paoya jabe…naki j kono 1 bar

  • পাওয়া যাবে।

  • আমার বিকাশ নম্বর এ টাকা জমা হয়নি, কিন্তু মহিলা অধিদপ্তরের সাথে কথা বলে জেনেছি আমার টাকা দেওয়া হয়েছে, এখন এ টাকা টা কি আমি পাবো

  • অবশ্যই আপনি পাবেন। অপেক্ষা করুন। যদি না আসে টাকা বাউন্সব্যাক করে ফেরত যাবে।

  • Sir,ami july mash a ebedon koreche akhn obdi confirmation sms ashe ni sms kobe asbe,r tk kobe pabo aktu janaben plz

  • নিজ ইউপি বা পৌরসভায় সমাজসেবা টেবিল খোজ নিন। অনেক কারণেই আবেদন বাতিল হতে পারে।

  • Ami June a tk paichi,r kobe pabo bolen plz

  • ডিসেম্বরের আগেই আরেকবার পাবেন। ৩ মাস পর পর ভাতা প্রদান করা হয়।

  • আমি গর্ভকালীন কার্ড করেছি, এক বার টাকা তুলছি কিন্তু মোবাইলে এসএমএস না পাওয়ার কারণে এখন টাকা তুলতে পারছি না, করনীয় কি?

  • মোবাইলে মেসেজ লাগবে কেন? আপনি বিকাশ বা নগদ যে একাউন্টই থাকুক না কেন ব্যালেন্স চেক করুন।

  • আমি 2021 সালে আবেদন করছিলাম,,,,গত জুলাই মাসেও টাকা পাইছি,,,, আমি কি আর টাকা পাবো???

  • আমার একাউন্ট তো ডান্স বাংলা ব্যাংক একাউন্ট থেকে খোলা,,, তাহলে আমি ফোন থেকে কিভাবে আমার ব্যালেন্স একাউন্ট চেক করবো একটু বলে দিবেন প্লিজ.

  • ডিসেম্বর বা জানুয়ারিতে পেতে পারেন।

  • অ্যাপ থেকে চেক করতে পারবেন। ফোন করলেও জানাবে 09666716216

  • আমি 2020 সালে আবেদন করছিলাম,,কয়েকবার টাকা পাইছি,,,জানুয়ারি মাস তো চলে গেলো,,, আমি কি আর টাকা পাবো না?

  • খোজ নিন আবেদন বাতিল হয়েছিল কিনা। এতো আগের আবেদনের টাকা তো এখনও বকেয়া থাকবে না।

  • Pingback:

  • আসসালামু আলাইকুম।।। আমি মোট ১৩৮০০ টাকা পেয়েছি কয়েকবারে,,, লাস্ট টাকা এসেছিলো ০২/১০/২৩ তারিখে,,, তারপর এখন পর্যন্ত আর কোনো টাকা আসেনি,,, আমি কি আর টাকা পাবো না??? জানাবেন একটু প্লিজ,,, থানার অগ্রনী ব্যাংকে একাউন্ট করা আমি শহরে থাকি,,, এজন্য ব্যালেন্স ফোনের মাধ্যমে জানতেও পারছিনা,,,, পরামর্শ দিবেন প্লিজ স্যার।।

  • অবশ্যই পাবেন। অপেক্ষা করুন পাবেন।

  • Pingback:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *