সরকারি কর্মচারীদের জন্য সর্বোচ্চ ১,২০,০০০ টাকা সরকারি গৃহ নিমার্ণ ঋণ প্রদান বিধান রয়েছে। অনেকেই ১৯৮২ সালে এই পরিপত্র মোতাবেক ৫০০০০-১২০০০০ টাকা ঋণ গ্রহণ করেছেন। তার সুদ নির্ণয়ের জন্য এজি অফিসে প্রেরণ করতে হয়।
- অগ্রিম গ্রহণকারী কর্মকর্তা/কর্মচারী নাম, পদবী, অফিস, গৃহীত অগ্রিমের পরিমান উল্লেখ করতে হয়।
- মঞ্জুরীপত্র নং ও তারিখ, অগ্রিম গ্রহণের তারিখ, কর্তন শুরু করার মাস উল্লেখ করতে হয়।
- সচরাচর সুদের হার, দন্ড সুদের হার, ১ম ১ বৎসরের স্থীর সুদ, দন্ড সুদ ইত্যাদি উল্লেখ করতে হয়।
আসুন উদাহরণ হিসাবে সুদ নির্ণয় করি: ধরি কেউ ১০৮,০০০ টাকা গৃহ নির্মাণ ঋণ গ্রহণ করেছেন যা ১২০ কিস্তিতে পরিশোধ করবেন। সুদ নির্ণয় করতে হবে।
নির্ণেয় সুদ = আসল টাকা*(কিস্তি সংখ্যা+১)*সুদের হার/২৪০০
= ১,০৮,০০০*(১২০+১)*১০/২৪০০
= ৫৪,৪৫০ টাকা মাত্র।
আসল টাকার ০১ বৎসরের সরল সুদ = ১,০৮,০০০ টাকার ১০%
= ১০,৮০০ টাকা।
মোট সুদ হবে = ৫৪,৪৫০+১০,৮০০ = ৬৫,২৫০ টাকা মাত্র।
সর্বোচ্চ ১,২০,০০০ টাকা গৃহ নিমার্ণ ঋণের পরিপত্র পাওয়া যাবে?
গৃহঋণ এককালীন পরিশোধ করা যাই
যায়, হিসাবরক্ষণ অফিসে যোগাযোগ করুন।
01862173146
আমি একজন গৃহলোন গ্রাহক। আমার মুল কিস্তি সংখ্যা ১২০ এখনো ১৮ কিস্তি বাকি রয়েছে যা এককালীন পরিশোধ করতে ইচ্ছুক। তারপর সমুদয় সুদও একবারে পরিশোধ করতে ইচ্ছুক। সুদ এককালীন পরিশোধ করলে কত টাকা সুদ দিতে হবে?
সুদ নির্ণয় করবে হিসাবরক্ষণ অফিস। হিসাবরক্ষণ অফিসে আবেদন করুন সুদ নির্নয় করে আসল ও সুদ চালানে জমা দিয়ে দিন। ব্যাস কাজ শেষ।
আমি ২০১২ সালের ডিসেম্বরে ১২০০০০ টাকার গৃহনির্মান লোন গ্রহণ করি। পরবর্তী মাস হতে (০১/০১/২০১৩)আমার কিস্তি হিসাবে ১০০০ টাকা কাটা শুরু হয়। এখন আসল টাকা (১২০+২=১২২)পরিশোধের পর সুদ বাবদ কত কিস্তি পরিশোধ করতে হবে।
71.5 কিস্তি পরিশোধ করতে হবে।
আমি ১,২০,০০০ টাকা গৃহনির্মাণ লোন নিয়ে ১২০০টাকা করে ১১৫ কিস্তি পরিশোধ করেছি। এখন আমাকে প্রতিমাসে কত টাকা করে কত কিস্তি পরিশোধ করতে হবে?
১২০০ টাকা হারে বা কম হারে পরিশোধ করতে পারেন। সুদ নির্ণয় করতে হবে প্রথমে।