সরকারি চাকুরিতে নিয়োগ বিধিমালা অনুসরণ করেই পদোন্নতি প্রদান করা হয়। এক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। সরকার নীতিমালা অনুসরণ করে ৪র্থ শ্রেণীর ইক্যুইপমেন্ট ক্লিনার ১৯ তম গ্রেডের কর্মচারীকে বিভিন্ন সময়ে পদোন্নতি প্রদান করে ৯ম গ্রেডের গেজেটেড সহকারী বেতার প্রকৌশলী পদে পদোন্নতি প্রদান করেছে-Gazetted Officer Promotion
শুধু উপ সহকারী প্রকৌশলী হতে সহকারী বেতন প্রকৌশলীতে পদোন্নতি হয়? হ্যাঁ। রেডিও টেকনিশিয়ান হতে উপসহকারী প্রকৌশলী হয়ে ১১ তম গ্রেডে আসেন। অতপর উক্ত পদে ৫ বছর পূর্ণ হলে সহকারী বেতার প্রকৌশলী ৯ম গ্রেডে পদোন্নতি দেওয়া হয়। সাধারণ বিসিএস ক্যাডার হতে সহকারী বেতার প্রকৌশলী ৯ম গ্রেডে পদোন্নতি প্রদান করা হয়। এক্ষেত্রে ডিপ্লোমা থাকা সাপেক্ষে মোট পদের ১/৩ অংশ সহকারী বেতার প্রকৌশলী বা ১ম শ্রেণীর পদে পদোন্নতি প্রদান করা হয়।
তাহলে ৮ম শ্রেণী পাশে কিভাবে পদোন্নতি হলো? হাই কোর্টের নির্দেশে অভিজ্ঞতার আলোকে তাদের ৯ম গ্রেডে পদোন্নতি প্রদান করা হয়। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতাকে প্রাধান্য না দিয়ে অভিজ্ঞতাকে প্রাধান্য দেয়া হয় এবং ওয়ার্কশপ সুপারভাইজার ও শীতাতপ নিয়ন্ত্রক সুপারভাইজার পদ হতেও পদোন্নতি প্রদান করা হয়। মূল ব্যাপারটি হচ্ছে পদ মর্যাদা প্রদানের মাধ্যমে এমন পদোন্নতি বিধান জারি করে মন্ত্রণালয়।
শীতাতপ নিয়ন্ত্রক সুপারভাইজার, উপসহকারী প্রকৌশলী ইত্যাদি পদগুলোকে ২য় শ্রেণীর মর্যাদা দেওয়া হয়? হ্যাঁ। কোর্টের রায় অনুসারে মন্ত্রণালয় এসব পদকে ডিপ্লোমাধারী ও ২য় শ্রেণীর কর্মকর্তাদের পদ মর্যাদা দেওয়ার ফলে কিছু অষ্টম শ্রেণী পাশ কর্মচারীও সুবিধা পেয়ে যান।
বাংলাদেশ বেতার নিয়োগ বিধি ১৯৮৫ । নিয়োগ বিধিমালা কি বলে?
নিয়োগ বিধিমালা বাংলাদেশ বেতার
১ম শ্রেণীর গেজেটেড অফিসার । ননগেজেটেড কর্মকর্তা হওয়ার বিধান রয়েছে
- শিক্ষাগত যোগ্যতা: ৮ম শ্রেণী পাশ।
- প্রথম যোগদান: ইক্যুইপমেন্ট ক্লিনার ১৯ তম গ্রেডে।
- কোন পরীক্ষা অংশ গ্রহণ করতে হয়নি।
- ইক্যুইপমেন্ট ক্লিনার থেকে রেডিও টেকনিশিয়ান,
- রেডিও টেকনিশিয়ান থেকে ওয়ার্কশপ সুপার ভাইজার (৩য় শ্রেণীর নন গেজেটেড)
- ওয়ার্কশপ সুপার ভাইজার থেকে সহকারী বেতার প্রকৌশলী (২য় শ্রেণী গেজেটেড পদ মর্যাদা হতে প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার)
বিস্তারিত জানতে প্রজ্ঞাপন দেখুন: ডাউনলোড
যে আদেশ বলে অনেক অক্ষরজ্ঞান সম্পন্ন কর্মচারীরাও গেজেটেড হয়ে গেছেন। ধীরে ধীরে অবশ্য ডিপ্লোমাধারীরা ঢুকে পরছে তবু বৈষম্য ও আইনের ফারাকে সুবিধা পেয়ে যাচ্ছে অনেক অযোগ্য লোক।
৮ম শ্রেণী পাশ করেই ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা হয়েছেন।
এ সংক্রান্ত আরও কিছু আদেশ দেখে নিতে পারেন: ডাউনলোড
সময় অনেক এগিয়ে গেলেও এসব বিষয়ে দেশ আগের অবস্থানেই আছে।যা খুবই দু:খ জনক।