সরকারি চাকরির আবেদন ফি থেকে শুরু করে ভ্যাট, আয়কর ইত্যাদি কাজে সরকারি কোষাগারে অর্থ জমা দেয়ার জন্য আমরা ট্রেজারি চালান ফরম ব্যবহার করে সোনালি ব্যাংকে লাইন ধরতে হয়-Treasury challan by Online bd
এ বিড়ম্ভনা থেকে মুক্তি পেতে চলে এসেছে ই-চালান পদ্ধতি। আজ আমরা জানবো কিভাবে ঘরে বসেই চালানের মাধ্যমে অর্থ জমা দিয়ে চালান কপি সংগ্রহ করতে হয়।
- ই-চালান পোর্টাল ibas.finance.gov.bd এ প্রবেশ করুন।
- যে খাতে চালান জমা করা হবে তা নির্বাচন করে ক্লিক করুন।
- তথ্য প্রদানের স্ত্রীনটি প্রদর্শিত হলে চালানের প্রয়োজনীয় তথ্যাবলী পূরণ করে “দাখিল” বাটনটি চাপুন।
- চালানের ড্রাফট কপি স্ক্রীনে প্রদর্শিত হলে তথ্যের সঠিকতা যাচাই করুন। তথ্য সঠিক হলে “পরিশোধ বাটনটি চাপুন।
- কাঙ্খিত পেমেন্ট অপশনটি (সোনালী ব্যাংকের ডেবিট/ক্রেডিট/প্রিপেইড কার্ড/একাউন্ট ট্রান্সফার/যেকোন ব্যাংকের VISA / MASTER/Amex কার্ড/বিকাশ/রকেট/ইউক্যাশ) নির্বাচন করে পেমেন্ট প্রক্রিয়া সম্পন্ন করুন।
- পেমেন্ট সফল হলে চালানের কপিটি প্রিন্ট/সেভ করুন।
ঘরে বসে অনলাইনে চালান জমা দেয়ার পদ্ধতি সম্পর্কে আরও বিস্তারিত জানতে তথ্যচিত্র সংগ্রহ করুন: ডাউনলোড